অষ্টম শ্রেণী প্রথম অধ্যায় ভূগোল ১ নম্বরের প্রশ্ন এবং উত্তর
1. পৃথিবীর গভীরতমf সােনার খনিটির নাম কী?- রবিনসন ডিপ
2. কোন্ দেশ ভূতাপশক্তি দ্বারা বিদ্যুতের চাহিদার 30% মেটায়?- আইসল্যান্ড
3. ভূ-অভ্যন্তরকে কীসের সঙ্গে তুলনা করা হয়েছে?- পেঁয়াজের খোসা ছাড়ানোর যেরকম স্তরবিন্যাস দেখা যায়
4. ভূপৃষ্ঠের গড় ঘনত্ব কত?- 2.6-3.3 গ্রাম / ঘনসেমি
5. পৃথিবীর গড় ঘনত্ব কত?- 5.5 গ্রাম / ঘনসেমি
6. চাপ বাড়লে পদার্থের ঘনত্বের কীরূপ পরিবর্তন হয়?- পদার্থের ঘনত্ব বেড়ে যায়
7. পৃথিবীর কোন দেশ সবচেয়ে বেশি ভূতাপশক্তি উৎপন্ন করে?- আমেরিকা যুক্তরাষ্ট্র
8. কোন্ তরা সব স্তরের মধ্য দিয়ে প্রবাহিত হতে পারে?- P তরঙ্গ
9. কী কী ভূমিকম্প তরঙ্গ দেখা যায়?- P,S,L তরঙ্গ
10. কোন্ তরঙ্গ তরল বা অর্ধতরল মাধ্যমের মধ্যে দিয়ে প্রবাহিত হয়?- S তরঙ্গ
11. ‘Journey to the centre of the Earth’—কল্পবিজ্ঞানের এই গল্পটি কার লেখা?- জুলেভার্নের
12. ভূপৃষ্ঠ থেকে পৃথিবীর কেন্দ্র পর্যন্ত দূরত্ব কত?- 6370 কিমি
13. বিজ্ঞানীরা পৃথিবীর অভ্যন্তরে প্রধানত ক-টি স্তরের সন্ধান পেয়েছেন?- তিনটি
14. মহাসাগরের নীচে ভূত্বকের গড় গভীরতা কত?- 5 কিলোমিটার
15. পৃথিবীর একেবারে উপরের স্তরটিকে কী বলে?- ভূত্বক
16. আপেলের কোন্ অংশের সঙ্গে ভূত্বকের তুলনা করা যায়?- খোসা
17. মহাদেশের নীচে ভূত্বকের গড় গভীরতা কত?- 60 কিলোমিটার
18. সিলিকন এবং ম্যাগনেশিয়াম দিয়ে তৈরি স্তরটির নাম কী?- সীমাস্তর
19. গ্রানাইট শিলা দ্বারা গঠিত মহাদেশের নীচের স্তরটিকে কী বলে?- সিয়াল বিযুক্তি রেখা
20. সিয়াল স্তরটি কোন্ কোন্ পদার্থ দিয়ে তৈরি হয়েছে?- সিলিকন ও অ্যালুমিনিয়াম
21. কোন্ আগ্নেয়শিলা সিমা স্তর গঠন করেছে?- ব্যাসল্ট
22. সিমা স্তরের গড় ঘনত্ব কত?- 2.9 গ্রাম / ঘনসেমি
23. পৃথিবীর গভীরতম কৃত্রিম গর্ত কোনটি?- রাশিয়ার কোলা উপদ্বীপের গর্ত 12 কিমি গভীর
24. মহাদেশীয় ও মহাসাগরীয় ভূত্বকের মধ্যে কোটি হালকা?- মহাদেশীয় ভূত্বক
25. ব্যাসল্ট জাতীয় আগ্নেয়শিলা দ্বারা গঠিত মহাসাগরের নীচের স্তরটিকে কী বলে?- সীমা স্তর
26. ভূত্বক ও গুরুমণ্ডলের মধ্যে কোন্ বিযুক্তি অবস্থিত?- মোহোরোভিসিক
27. সিয়াল ও সিমা স্তরের মাঝে কোন্ বিযুক্তিরেখা আছে?- কনরাড বিযুক্তি রেখা
28. ভূত্বকের একেবারে ওপরে কী আছে?- মাটি
29. ভূত্বকের বেশিরভাগ অংশ জুড়ে কোন্ গ্যাস আছে?- অক্সিজেন
30. ভূত্বকের দ্বিতীয় উপাদান কোনটি?- সিলিকন
31. দুটি ভিন্ন উপাদান ও ঘনত্বের স্তরকে কীভাবে আলাদা করা যায়?- বিযুক্তি রেখা
32. নিরপেক্ষ পাত সীমানার একটি উদাহরণ- ক্যালিফোর্নিয়ার উত্তর-দক্ষিণ সান আদ্রিজ চ্যুতি
33. গুরুমণ্ডলের বিস্তার কত?- প্রায় 2900 কিলোমিটার
34. প্রতি 33 মিটার গভীরতায় তাপমাত্রা বৃদ্ধির হার কত?- 1°C
35. আপেলের কোন অংশ গুরুমণ্ডলের সঙ্গে তুলনীয়?- শাঁস
36. গুরুমণ্ডলের অপর নাম কী?- ম্যান্টল
37. গুরুমণ্ডলের স্তরের উন্নতা কত?- 2000° সেলসিয়াস- 3000° সেলসিয়াস
38. গুরুমণ্ডলে পদার্থের ঘনত্ব কত?- 3.4-5.6 গ্রাম / ঘনসেমি
39. গুরুমণ্ডল কী কী স্তর দ্বারা গঠিত?- ক্রোফেসিমা ও নিফেসিমা
40. গুরুমণ্ডলে নিকেল, লােহা, সিলিকন ও ম্যাগনেশিয়ামের আধিক্যযুক্ত স্তরকে কী বলে?- নিফেসিমা
41. ভূত্বক ও গুরুমণ্ডলের মাঝে কোন্ বিযুক্তিরেখা আছে?- মোহোরোভিসিক বিযুক্তিরেখা
42. কোথায় রেপিত্তি বিযুক্তিরেখা অবস্থিত?- ক্রোফেসিমা ও নিফেসিমার মধ্যে
43. ভূ-অভ্যন্তরের সবচেয়ে দুর্বল অংশ কোনটি?- অ্যাস্থেনোস্ফিয়ার
44. ভূত্বক ও গুরুমণ্ডলের উপরি অংশ নিয়ে গঠিত স্তরটিকে কী বলে?- শিলামন্ডল
45. পৃথিবী কী করে বুঝিয়ে দেয় তার ভিতরে কী আছে?- আগ্নেয়গিরির উত্তপ্ত লাভা ও ফুটন্ত জল বাইরে বের করে
46. অ্যাথেনােস্ফিয়ার শব্দের অর্থ কী?- দূর্বল স্তর
47. কোন্ স্রোত ভূগর্ভের তাপকে উপরের দিকে বয়ে নিয়ে যায়?- পরিচলন স্রোত
48. অ্যাথেনােস্ফিয়ারে শিলা কী অবস্থায় আছে?- সান্দ্র
49. কেন্দ্রের চারিদিকে বেষ্টনকারী শেষ স্তরটিকে কী বলে?- কেন্দ্রমন্ডল
50. কেন্দ্রমণ্ডলের স্তরটির পুরুত্ব কত?- 3500 কিমি
51. কেন্দ্রমণ্ডলের গড় তাপমাত্রা কত?- 5000° সেলসিয়াস
52. পৃথিবীর চৌম্বকত্ব সৃষ্টি করে ভূগর্ভের কোন্ স্তর?- কেন্দ্রমন্ডল
53. কোন্ কোন্ পদার্থ পৃথিবীর কেন্দ্রের চারিদিকে আবর্তন করতে থাকে?- লোহা ও নিকেল
54. নিফে কী?- লোহা ও নিকেল দ্বারা গঠিত পৃথিবীর কেন্দ্রমন্ডল
55. গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডলের মধ্যবর্তী বিযুক্তিরেখার নাম কী?- গুটেনবার্গ
56. আনুমানিক কত বছর আগে পৃথিবীর সৃষ্টি হয়েছিল?-400 কোটি বছর
57. কেন্দ্রমণ্ডলের গড় ঘনত্ব কত?- প্রায় 9.1- 13.1 গ্রাম / ঘনসেমি
58. বিজ্ঞানীরা কেন্দ্রমণ্ডলকে ক-টি অংশে বিভক্ত করেছেন?- দুটি
59. অন্তঃকেন্দ্রমণ্ডলের গভীরতা কত?- প্রায় 5100-6370 km
60. কোন্ স্তরের চাপ, তাপ, ঘনত্ব সবচেয়ে বেশি?- অন্তঃকেন্দ্র মন্ডল
61. অন্তঃকেন্দ্রমণ্ডলে অত্যধিক চাপের ফলে পদার্থগুলি কী অবস্থায় আছে?-অন্তঃকেন্দ্র মন্ডল
62. অন্তঃকেন্দ্রমণ্ডলের চারিদিকে কোন স্তর রয়েছে?- বহিঃকেন্দ্র মন্ডল
63. বহিঃকেন্দ্রমণ্ডলের পুরুত্ব কত?- 2900- 5100km
64. পৃথিবীর চৌম্বকত্বের কারণ কী?- কেন্দ্র মন্ডলে থাকা লোহা
65. কোন্ স্তর অর্ধকঠিন অবস্থায় পৃথিবীর অক্ষের চারিদিকে আবর্তন করে চলেছে?- বহিঃকেন্দ্র মন্ডল
66. বহিঃকেন্দ্রমণ্ডলে লােহা প্রচণ্ড গতিতে ঘুরতে ঘুরতে কী ক্ষেত্র তৈরি করেছে?- বৈদ্যুতিক ক্ষেত্র
67. প্রথম অবস্থায় পৃথিবী কীরূপ ছিল?-প্রচন্ড উত্তপ্ত গ্যাসীয়পিন্ড
68. অন্তঃকেন্দ্রমণ্ডল ও বহিঃকেন্দ্রমণ্ডলের মধ্যে কোন বিযুক্তিরেখা অবস্থিত?- লেহম্যান বিযুক্তি রেখা
69. পশ্চিমবরে একটি উষ্ণপ্রশ্রবণের নাম লেখাে?- বক্রেশ্বর
70. পৃথিবীর ভিতরের তাপশক্তিকে কী বলে?- ভূতাপ শক্তি
File Details –
PDF Name / Book Name : অষ্টম শ্রেণী প্রথম অধ্যায় ভূগোল ১ নম্বরের প্রশ্ন এবং উত্তর
Language : Bengali
Size : 730 kb
Download Link : Click Hereto Download