জীবনবিজ্ঞান নবম শ্রেণী প্রথম অধ্যায় ১ নম্বরের প্রশ্ন এবং উত্তর Part-1
নবম শ্রেণী জীবনবিজ্ঞান ১ নম্বরের প্রশ্ন এবং উত্তর |
-
মানুষের হৃৎপিণ্ড প্রতি মিনিটে 70–72 বার স্পন্দিত হয়—এটি জীবের কোন্ ধর্মকে নির্দেশ করে?- ছন্দবদ্ধতা।
-
পরিবর্তিত পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে চলার জন্য জীবের যে গঠনগত ও শারীরবৃত্তীয় পরিবর্তন ঘটে, তাকে কী বলে?- অভিযােজন।
-
বিজ্ঞানী আলেকজান্ডার ওপারিনের লেখা বইটির নাম কী?- দি অরিজিন অফ লাইফ অন আর্থ।
-
জীবন সৃষ্টির ঘটনাকে কী বলে?- বায়ােজেনেসিস
-
আদিম পৃথিবীর বায়ুমণ্ডলে কী কী গ্যাস ছিল?- মিথেন, অ্যামােনিয়া, জলীয় বাষ্প ও কার্বন ডাইঅক্সাইড।
-
কোন্ কোন্ শক্তির প্রভাবে অজৈব যৌগ থেকে জৈব যৌগ সৃষ্টি হয়?- উচ্চ তাপমাত্রা, UV রশ্মি, বিদ্যুৎক্ষরণ।
-
হট ডাইলিউট সুপ’ কথাটির প্রবক্তা কে?- জে. বি. এস. হ্যালডেন।
-
প্রাথমিক কোশের জেনেটিক বস্তু কী ছিল? অথবা, কোয়াসারভেটে বংশগত বস্তু হিসেবে কোন্ নিউক্লিক অ্যাসিড ছিল? অথবা, প্রথম সৃষ্ট নিউক্লিক অ্যাসিড কোন্টি?- RNA বা রাইবােনিউক্লিক অ্যাসিড।
-
আদিম পৃথিবীতে সৃষ্ট দুটি প্রােটোবায়ন্ট-এর নাম করাে।- কোয়াসারভেট ও মাইক্রোস্ফিয়ার।
-
মাইক্রোস্ফিয়ার মডেলের প্রবক্তা কে?- সিডনি ফক্স।
-
মিলারও উরে-র পরীক্ষায় কোন্ কোন্ পদার্থ সৃষ্টিহয়েছিল?- অ্যামিনাে অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল, সুগার ও N,-যুক্ত ক্ষার।
-
আদিকোশের পুষ্টিপদ্ধতি কেমন ছিল?- কেমােহেটারােট্রফ বা রসায়ন সংশ্লেষকারী।
-
বর্তমান পৃথিবীতে মেগাডাইভারসিটি দেশের সংখ্যা কত?- 12টি
-
কোন্ প্রােক্যারিওট-এর ক্রিয়ায় পৃথিবীতে প্রথম অক্সিজেন সৃষ্টিহয়?- সায়ানােব্যাকটেরিয়া বা নীলাভ সবুজ শৈবালের
-
কোনাে স্থানের সামগ্রিক প্রজাতি, তাদের জিন ও বাস্তুতন্ত্রসমূহকে কী বলে?- জীববৈচিত্র্য।
-
বায়ােডাইভারসিটি বা জীববৈচিত্র্য কথাটি কে প্রবর্তন করেন?- ওয়াল্টার রোজেন
-
জীববৈচিত্র্য কতপ্রকার ও কী কী?- জীববৈচিত্র্য তিনপ্রকার—(i) জিনগত বৈচিত্র্য,প্রজাতিগত বৈচিত্র,বাস্তূতান্ত্রিক বৈচিত্র
-
ভারতে চিরহরিৎ অরণ্য, বর্ষা অরণ্য, মরুভূমি, আজাইন 25 বিচ্ছিন্ন প্রকরণের কারণ কী?- বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য।
-
পৃথিবীর কোন্ গ্রীষ্মমণ্ডলীয় অরণ্যে সর্বাধিক জীববৈচিত্র্য উত্তর পরিব্যক্তি বা মিউটেশন। দেখা যায়?- ক্রান্তীয় বর্ষা অরণ্য।
-
সবচেয়ে বেশি প্রজাতি কোন্ প্রাণীগােষ্ঠীর?- আথ্রোপােডা বা সন্ধিপদ।
-
প্রকরণ কী?- একই প্রজাতির অন্তর্গত বিভিন্ন জীবের মধ্যে যে উত্তর সুউচ্চ পর্বত এবং সমুদ্র ও মহাসমুদ্র।
-
হঠাৎ সৃষ্ট প্রকরণগুলিকে কী বলে?- বিচ্ছিন্ন প্রকরণ। যেমন—হেক্সড্যাকটাইলি (মানুষের হাতের ছয়টি আঙুল)
-
মানুষের গায়ের রং, উচ্চতা এগুলি কী জাতীয় প্রকরণ?- অবিচ্ছিন্ন প্রকরণ।
-
বিচ্ছিন্ন প্রকরণের কারণ কী?- মিউটেশন।
-
জীবকোশের জিনের আকস্মিক ও স্থায়ী পরিবর্তনকে কী?- পরিব্যক্তি বা মিউটেশন।
-
জীববৈচিত্র্য সৃষ্টির জন্য দায়ী কারণগুলি কী কী?- যৌন জনন, মিউটেশন, বিচ্ছিন্নতা ও প্রাকৃতিক নির্বাচন।
-
বিচ্ছিন্নতা সৃষ্টিকারী দুটি উপাদানের নাম করাে অথবা, এমন দুটি ভৌগােলিক বাধার উল্লেখ করাে যারা প্রজাতি সৃষ্টিতে সাহায্য করে?- সুউচ্চ পর্বত এবং সমুদ্র ও মহাসমুদ্র।
File Details –
PDF Name / Book Name : জীবনবিজ্ঞান নবম শ্রেণী প্রথম অধ্যায় ১ নম্বরের প্রশ্ন এবং উত্তর Part-1
Language : Bengali
Size : 599 kb
Download Link : Click Hereto Download