1. সজীব আদিকোশ সৃষ্টির পূর্ববর্তী ধাপ হল– প্রােটোবায়ন্ট
2. কত বছর আগে পৃথিবীতে ইউক্যারিওট জীবের উদ্ভব ঘটে ?- 1.5 বিলিয়ন
3. জীবের বৈশিষ্ট্য নয় তার এ্কটি উদাহরন– ক্ষয়
4. সজীব কোশে সংঘটিত সকল প্রকার রাসায়নিক বিক্রিয়াকে বলে– বিপাক
5. কত বছর আগে পৃথিবীতে প্রাণের উৎপত্তি ঘটে?- 3.7 বিলিয়ন
6. আদিম পৃথিবীতে যে–গ্যাসটি ছিল না, তা হল– অক্সিজেন
7. জীবের উদ্ভব ঘটে পূর্ববর্তী জীব থেকে’-এই সিদ্ধাস্ত্রটি বলেছেন– লুই পাস্তুর।
8. উত্তেজনায় সাড়া দিতে পারে না– জড়
9. জীবন সৃষ্টির রাসায়নিক বিবর্তনের শেষে সৃষ্টি হয়েছিল– প্রােটোবায়ন্ট
10. প্রােটিনবিহীন স্বপ্রজননক্ষম RNA প্রকৃতির পলিনিউক্লিওটাইড গুলিকে বলে– নগ্ন জিন
11. প্রােটোসেলগুলি পুষ্টিগতভাবে– রাসায়নিক পরভােজী
12. সর্বাধিক জীববৈচিত্র্য দেখা যায়– ক্রান্তীয় বর্ষাঅরন্যে ও প্রবাল দ্বীপে
13. অজৈব পদার্থ থেকে জীবনের উৎপত্তি ঘটেছে এই মতবাদটিকে বলে– রাসায়নিক উৎপত্তির মতবাদ
14. ওপারিন ও হ্যালভেন তত্ত্বের পরীক্ষামূলক প্রমাণ দেন– মিলার ও উরে
15. জীবের কোন বৈশিষ্ট্যটি শুষ্ক ওজন হ্রাস করে– শ্বসন
16. ‘গরম তরল সুপ‘ (Hot dilute Soup) কথাটির প্রবর্তক হলেন– হ্যালডেন
17. আমগাছের বর্গ (Order) হল– স্যাপিনডেলিস
18. উদ্ভিদবিদ্যার জনক হলেন– থিওফ্রাসটাস
19. চোয়ালবিহীন মেরুদণ্ডী প্রাণীদের অধিঃশ্রেণিটি হল– অ্যাগনাথা
20. তারামাছের গমন ও খাদ্যগ্রহণে সাহায্য করে– টিউবফিট
21. ট্যাক্সোনমি বা শ্রেণিবদ্ধবিদ্যার জনক হলেন– কারোলাস লিনিয়াস
22. হায়ারার্কি শ্রেণিবিন্যাসের সর্বনিম্ন একক হল– প্রজাতি
23. কোন্ প্রাণী পর্বে অসটিয়া ও অসকিউলাম দেখা যায়?- পরিফেরা
24. প্রাণের প্রথম আবির্ভাব ঘটে– জলে
25. কোন্ শ্রেণির প্রাণীতে মধ্যচ্ছদা বা ডায়াফ্রাম দেখা যায়?- ম্যামেলিয়া
26. প্রাণীবিদ্যার একটি ফলিত শাখা হল– সেরিকালচার
27. বায়োলজি ও ইলেকট্রনিক্সের সমন্বয়ে গঠিত বিজ্ঞানটি হল– বায়োনিক্স
28. উভচর উদ্ভিদ বলা যায়– মস গোষ্ঠীকে
29. বায়োলজি (Biology) শব্দটি প্রথম প্রণয়ন করেন– জ্যা ব্যাপটিস্ট ল্যামার্ক
30. ডায়াটম, ডাইনোফ্ল্যাজেলেট ও প্রোটোজোয়া যে পর্বের অন্তর্গত সেটি হল– প্রোটিস্টা
31. হিমোসিল (রক্তপুর্ণ দেহগহবর) দেখা যায় যে পর্বে সেটি হল– আর্থোপোডা