ভূগোল ষষ্ঠ শ্রেণী প্রথম অধ্যায় ১ নম্বরের প্রশ্নোত্তর
-
লক্ষ লক্ষ নক্ষত্র নিয়ে কী তৈরি হয়?- ছায়াপথ।
-
আমরা কোন্ ছায়াপথে বাস করি?- আকাশগঙ্গ।
-
হাইড্রোজেন, হিলিয়াম গ্যাস ও ধূলিকণার বিরাট মেঘকে কী বলে ?- নীহারিকা।
-
সপ্তর্ষিমণ্ডল কোন্ আকাশে লক্ষ করা যায়?- আকাশে।
-
আমাদের সবচেয়ে কাছের নক্ষত্রের নাম কী?- প্রক্সিমা সেন্টাউরি।
-
কত বছর আগে মহাবিশ্বের প্রসারণ শুরু হয়?- প্রায় 1400 কোটি
-
মহাবিশ্বের সকল বস্তুর প্রধান বৈশিষ্ট্য কি?- পরস্পরকে আকর্ষণ করে
-
মহাকাশে অসংখ্য আলোক বিন্দু কে কি বলা হয়?- জ্যোতিষ্ক
-
সূর্য থেকে পৃথিবীতে আলাে পৌছােতে কত সময় লাগে?- 8মিনিট 20 সেকেন্ড।
-
আলাের গতিবেগ 1 সেকেন্ডে প্রায় কত?- 300,000 কিমি।
-
কোন রঙের তারা সবচেয়ে বেশি উয়?- নীল তারা।
-
একটি নক্ষত্রণ্ডলের নাম করাে- সপ্তর্ষিমন্ডল।
-
খালি চোখে মাত্র কতগুলি তারা দেখা যায় ?- মাত্র 6,000-এর মতাে।
-
শনির বৃহত্তম উপগ্রহের নাম কী?- টাইটান।
-
মঙ্গলের একটি উপগ্রহের নাম কী?- ডাইমােস।
-
সৌরজগতের বৃহত্তম গ্রহাণুর নাম কী?- সেরেস।
-
প্রথম মহিলা মহাকাশচারী কে ছিলেন?- ভ্যালেন্তিনা তেরেস্কোভা।
-
মঙ্গল আর বৃহস্পতির মাঝে কত গ্রহাণুপুঞ্জ দেখা যায়?- প্রায় 40 হাজার।
-
মহাকাশে যাওয়ার পােশাককে কী বলে?- স্পেস সুট।
-
চাঁদের মধ্যাকর্ষণ পৃথিবীর কত ভাগ?- 1 ভাগ।
-
সূর্যের সবচেয়ে বড়াে গ্রহ কোনটি?- বৃহস্পতি।
-
কোন যন্ত্রের সাহায্যে মহাকাশ দেখা যায়?- শক্তিশালী টেলিস্কোপ।
-
সূর্যের বাইরের দিকের উয়তা কত ?- 6000 ডিগ্রি সেন্টিগ্রেড।
-
পৃথিবী থেকে সূর্য কত লক্ষ গুণ বড় ?- 13 লক্ষ।
-
সূর্যের আলাের কতটা অংশ পৃথিবীতে আসে ?- 200 কোটি ভাগের 1 ভাগ।
-
ইংরেজি ‘M’ অক্ষরের মতাে দেখতে নক্ষত্র-মণ্ডলকে কী বলে?- ক্যাসিয়ােপিয়া।
-
এক সাহসী শিকারিরূপ নক্ষত্র কী নামে পরিচিত?- কালপুরুষ।
-
আমাদের পৃথিবীর চারদিকে কী আছে?- বায়ুমণ্ডল।
-
তারা খসা আসলে কী?- উল্কাপাত।
-
সূর্যের ভেতরের দিকের উয়তা কত?- 1.5 কোটি ডিগ্রি সেন্ট্রিগ্রেড।
-
পৃথিবী থেকে সূর্য কত লক্ষ গুণ ভারী?- 3 লক্ষ।
-
সৌরঝড় কত বছর অন্তর জোরালাে হয়?- 11 বছর।
-
সন্ধ্যাতারাকে কোন্ আকাশে দেখা যায়?- পশ্চিম।
-
সূর্যের বাইরের অংশকে কী বলে?- করােনা।
-
একটি অন্তঃথগ্রহের নাম লেখাে।– পৃথিবী।
-
সূর্যের সবচেয়ে কাছের গ্রহ কোনটি?- বুধ।
-
সৌরজগতের উয়তম গ্রহ কোনটি ?- শুক্র।
-
সৌরজগতের বৃহত্তম গ্রহটির আবর্তনের সময় কত?- 9 ঘণ্টা 50 মিনিট।
-
নীলগ্রহ কাকে বলা হয় ?- পৃথিবীকে।
-
সৌরজগতে একমাত্র কোন গ্রহে প্রাণের অস্তিত আছে ?- পৃথিবী।
-
প্রক্সিমা সেন্টাউরির দূরত্ব পৃথিবী থেকে কত আলােকবর্ষ?- 4.2 আলােকবর্ষ।
-
কোন্ গ্রহের মাটিতে প্রচুর ফেরাস অক্সাইড আছে ?- মঙ্গলের।
-
কোন গ্রহের ঘনত্ব জলের থেকেও কম ?- শনির ।
-
বৃহম্পতির সূর্যকে প্রদক্ষিণ করতে কত বছর সময় লাগে?- 12 বছর।
-
কোন্ গ্রহকে সবুজ রং-এর দেখায়?- ইউরেনাসকে।
-
সূর্যের মধ্যে কোন্ গ্যাস সবচেয়ে বেশি পাওয়া যায়?- হাইড্রোজেন।
-
ভারতের প্রথম মহাকাশচারীর নাম কী?- রাকেশ শর্মা।
-
কোন মহিলা মহাকাশচারী মহাকাশে সবচেয়ে বেশি সময় কাটিয়েছেন?- সুনীতা উইলিয়ামস।
-
সর্বপ্রথম কে চাঁদের মাটিতে পা রাখেন ?- নিল আর্মস্ট্রং।
-
কবে পৃথিবীর মানুষ প্রথম চাঁদে রাখেন?- 1969 খ্রিস্টাব্দের 16 জুলাই।
-
যে চন্দ্রযানে করে মানুষ চাদে নেমেছিলেন তার নামকী ?- ইগল।একটি বামনগ্রহের নাম লেখাে।- প্লুটো।
-
পৃথিবীর একমাত্র উপগ্রহ কোনটি?- চাঁদ।
-
পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কত ?- 3 লক্ষ 82 হাজার কিমি।
-
পৃথিবীকে একবার পরিক্রমণ করতে চাদের কত সময় লাগে?- 27 দিন ৪ ঘণ্টা।
-
পূর্ণিমা থেকে অমাবস্যা বা অমাবস্যা থেকে পূর্ণিমায় চাদের বাড়া-কমাকে কী বলে?- চন্দ্রকলা।
-
একটি পূর্ণিমা থেকে আর-একটি পূর্ণিমা পর্যন্ত সময়কে কী বলে?- চান্দ্রমাস।
-
চন্দ্রগ্রহণের সময় কার ছায়া চাঁদের ওপর পড়ে ?- পৃথিবীর।
-
আন্তর্জাতিক স্পেস স্টেশন কোথায় অবস্থিত ?- NASA (নাসা)-তে।
-
পৃথিবী থেকে হ্যালির ধূমকেতুকে কত বছর বাদে দেখা যায় ?- 76 বছর।
-
ভারতীয় মহাকাশ গবেষণাকেন্দ্রের নাম কী?- ISRO।
-
2012 খ্রিস্টাব্দে মঙ্গলে প্রেরিত মহাকাশ যানটির নাম কী?- কিউরিওসিটি।
-
1957 খ্রিস্টাব্দে কোন প্রাণী মহাকাশে প্রথম যাত্রা করেন?- রাশিয়ার লাইকা নামে একটি কুকুর।
-
পৃথিবীর প্রথম মহাকাশচারীর নাম লেখাে।– ইউরি গ্যাগারিন।
-
প্রথম ভারতীয় মহিলা মহাকাশচারীর নাম কী?- কল্পনা চাওলা।
-
ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ কোনটি?- আর্যভট্ট।
-
ভারতের প্রথম কোন্ চন্দ্রযান চাঁদে অবতরণ করে?- চন্দ্রযান-1।
-
ভারতের প্রথম চন্দ্রযান কবে চাঁদে অবতরণ করে?- 2004 খ্রিস্টাব্দে।
-
মহাকাশ থেকে পৃথিবীতে ফিরে আসতে কোন যান ব্যবহার করা হয়?- স্পেস শাটল।
-
একটি বহিথগ্রহের নাম লেখাে।– বৃহস্পতি।
File Details –
PDF Name / Book Name : ভূগোল ষষ্ঠ শ্রেণী প্রথম অধ্যায় ১ নম্বরের প্রশ্নোত্তর
Language : Bengali
Size : 545 kb
Download Link : Click Hereto Download