ভূগোল সপ্তম শ্রেনী ১/২ নম্বরের প্রশ্ন ও উত্তর
ভূগোল সপ্তম শ্রেনী |
-
পৃথিবীর গতি : পৃথিবীর দু-রকম গতি যথা ১)আবর্তন গতি ও ২) পরিক্রমণ গতি
-
পৃথিবীর অক্ষ : যে-কল্পিত রেখাকে কেন্দ্র করে পৃথিবী আবর্তন করে, তাকে পৃথিবীর অক্ষ বলে।
-
পৃথিবীর কক্ষ : যে-উপবৃত্তাকার পথে পৃথিবী সূর্যকে পরিক্রমণ করে, তাকে পৃথিবীর কক্ষ বলে।
-
আবর্তন গতি: নিজের ‘অক্ষকে কেন্দ্র করে একপাক ঘুরতে বা আবর্তন করতে পৃথিবীর সময় লাগে 24 ঘণ্টা। একে পৃথিবীর আবর্তন গতি বলে।
-
আবর্তন গতির ফলাফল- এই আবর্তন গতির ফলে ১)দিনরাত্রি ও ২)জোয়ারভাটা হয়।
-
পরিক্রমণ গতি: পৃথিবী 365 দিন 6 ঘণ্টায় সূর্যকে পরিক্রমণ করে। একে পরিক্রমণ গতি বলে। পরিক্রমণের সময় পৃথিবী ও সূর্যের মধ্যবর্তী দূরত্ব সবসময় একই থাকে না।
-
পরিক্রমণ গতির ফলাফল: এই পরিক্রমণ গতির ফলে ১)দিনরাত্রির হ্রাসবৃদ্ধি ও ২) ঋতুপরিবর্তন হয়।
-
অপসূর অবস্থান: 4 জুলাই সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে বেশি হয় (প্রায় 15 কোটি 20 লক্ষ কিমি)। একে পৃথিবীর অপসূর অবস্থান বলা হয়।
-
অনুসূর অবস্থান: 3 জানুয়ারি সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে কম হয় (প্রায় 14 কোটি 70 লক্ষ কিমি)। একে পৃথিবীর অনুসূর অবস্থান বলা হয়।
-
রবিমার্গ: সূর্যের উত্তরায়ণ ও দক্ষিণায়নের ফলে বছরের বিভিন্ন সময়ে সূর্যের যে-বার্ষিক আপাত গতি হয়, তাকে রবিমার্গ বলে।
-
নিশীথ সূর্যের দেশ: মেরুর কাছে অবস্থিত হওয়ার জন্য গভীর রাতেও নরওয়ের হ্যামারফেস্ট বন্দরের আকাশে সূর্যকে দেখা যায় বলে নরওয়েকে ‘নিশীথ সূর্যের দেশ’
-
মহাকর্ষ: সব বস্তুই পরস্পরকে আকর্ষণ করে বা নিজের দিকে টানে। একে মহাকর্ষ বলা হয়।
-
সূর্য ও পৃথিবীর আয়তনের পার্থক্য: সূর্য পৃথিবীর তুলনায় 13 লক্ষ গুন বড়াে।
-
বার্ষিক গতি বা পরিক্রমণ গতির বেগ: সেকেন্ডে প্রায় 30 কিমি।
-
অধিবর্ষ: 366 দিনের বছরকে বলে অধিবর্ষ। ওই বছর ফেব্রুয়ারি মাস 29 দিনে হয়।
-
কক্ষপথে পৃথিবীর কৌণিক অবস্থান: 66.5 কোনে।
-
সূর্যের দৈনিক আপাত গতি: পূর্বদিকে সূর্যোদয় ও পশ্চিমদিকে সূর্যাস্ত।
-
উত্তরায়ণ: 22 ডিসেম্বর থেকে 21 জুন পর্যন্ত 6 মাস ধরে সূর্যের উত্তরমুখী আপাত গতি হল উত্তরায়ন ।
-
দক্ষিণায়ন: 21 জুন থেকে 22 ডিসেম্বর পর্যন্ত 6 মাস ধরে সূর্যের দক্ষিনমুখী আপাত গতি হল দক্ষিনায়ন।
-
মহাবিষুব/বসন্ত বিষুব: 21 মার্চ
-
কর্কটসংক্রান্তি: 21 জুন।
-
জলবিষুব/শরৎবিষুব: 23 সেপ্টেম্ব র
-
মকরসংক্রান্তি: 22 ডিসেম্বর।
-
সুমেরুপ্রভা বা অরোরা বোরিয়ালিস: সুমেরু অঞ্চলে ছ-মাস রাত্রিকালীন সময়।
-
কুমেরুপ্রভা বা অরোরা অট্রালিস: কুমেরু অঞ্চলে ছ-মাস রাত্রিকালীন সময়।
File Details –
PDF Name / Book Name : ভূগোল সপ্তম শ্রেনী ১/২ নম্বরের প্রশ্ন ও উত্তর
Language : Bengali
Size : 260 kb
Download Link : Click Hereto Download