ভূগোল সপ্তম শ্রেনী ১/২ নম্বরের প্রশ্ন ও উত্তর
ভূগোল সপ্তম শ্রেনী |
1. পৃথিবীর অন্ধকার ও আলােকিত বৃত্তাংশ আমার সীমারেখায় এসে মিলিত হয়। আমি কে ?
উত্তর ছায়াবৃত্ত।
2. আমার কথার অর্থ একদিন। আমি কে ?
অহ্ন।
3. আমার এরূপ আকৃতির জন্যে পৃথিবীতে দিনরাত্রির হ্রাসবৃদ্ধি ঘটে। আমি কে?
উত্তর অভিগত গােলক।
4. আমার পথ ধরেই পৃথিবী সূর্যকে প্রদক্ষিণ করে। আমি কে ?
উত্তর কক্ষপথ।
5. অত্যধিক শীতলতার জন্য আমার এখানে ডিসেম্বর মাসে বিজ্ঞানীরা অভিযান চালান। আমি কে ?
উত্তর আন্টার্কটিকা।
6. আমি 21 মার্চ, যে একটি–বিশেষ নামে উত্তর গােলার্ধে পরিচিত। আমি কে ?
উত্তর মহাবিষুব।
7. ‘নিশীথ সূর্যের দেশ হিসেবে সকলের কাছে আমার বিশেষ পরিচিতি। আমি কে ?
উত্তর নরওয়ে।
8. আমাকে ‘উদীয়মান সূর্যের দেশ বলা হয়। আমি কে ?
উত্তর জাপান।
9. কোন্ শক্তির জন্য আমরা পৃথিবী থেকে ছিটকে যাই না ?
মাধ্যাকর্ষণ শক্তি।
10.‘অয়নান্ত’ কথার অর্থ কী ?
গতির শেষ।
11.পৃথিবীর কক্ষপথের আকৃতি কীরূপ?
উপবৃত্তাকার।
12.পৃথিবীর আবর্তন বেগ কোথায় প্রায় শূন্য হয় ?
মেরুবিন্দুতে।
13.পৃথিবীর কোন্ অক্ষরেখা অতিক্রম করতে সর্বাধিক সময় লাগবে ?
উত্তর নিরক্ষরেখা।
14.অপসূর অবস্থানে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব কত ?
15 কোটি 20 লক্ষ কিমি।
15.সূর্য ও পৃথিবীর মধ্যে সর্বনিম্ন দূরত্বের অবস্থানকে কী বলে ?
উত্তর অনুসূর অবস্থান।
16.চাঁদ পৃথিবীকে পরিক্রমণ করতে কত সময় নেয় ?
27 দিন ৪ ঘণ্টা বা 28 দিন (প্রায়)।
17.সূর্যে বিপুল শক্তি কোন্ গ্যাসের রূপান্তরের ফলে সৃষ্টি হয় ?
হাইড্রোজেন গ্যাস হিলিয়াম গ্যাসে রূপান্তরের ফলে
18.কোন্ ঋতুতে সূর্য পূর্ব আকাশের সবথেকে দক্ষিণদিক ঘেঁষে ওঠে ?
শীত ঋতুতে।
19.সূর্যের আপাত বার্ষিক গতি কী নামে পরিচিত ?
রবিমার্গ।
20. ‘বিষুব’ কথার অর্থ কী ?
দিন ও রাত্রি সমান।
21.বসন্তকালীন বিষুব–এর আর–এক নাম কী ?
মহাবিষুব।
22.পৃথিবীর কক্ষপথের দৈর্ঘ্য কত ?
96 কোটি কিমি।
23. কোন্ বেগের জন্য কোনাে বস্তুকে ছুঁড়লে সেটি আর পৃথিবীতে ফিরে আসে না ?
মুক্তিবেগ।
24.অধিবর্ষ কত বছর অন্তর হয়ে থাকে ?
অধিবর্ষ চারবছর অন্তর হয়ে থাকে।