মাধ্যমিক ভূগোল দ্বিতীয় অধ্যায় ১ নম্বরের প্রশ্ন এবং উত্তর
মাধ্যমিক ভূগোল দ্বিতীয় অধ্যায় ১ নম্বরের প্রশ্ন এবং উত্তর |
-
অবলােহিত ও অতিবেগুনি রশ্মির ক্ষতিকর প্রভাব থেকে জীবমন্ডলকে রক্ষা করে -বায়ুমণ্ডল।
-
আকাশকে নীল দেখায় কারণ – ধূলিকণা ।
-
উল্কার আঘাত থেকে পৃথিবীকে রক্ষা করে- বায়ুমণ্ডল।
-
একাধিক জলপ্রপাত একটি রেখা বরাবর উৎপন্ন হলে, ওই রেখাকে বলে -প্রপাতরেখা।
-
গ্যাসের অনুপাত অনুসারে বায়ুমণ্ডলের সর্বোচ্চ স্তর হল – হেট্যারােস্ফিয়ার।
-
গ্যাসের অনুপাত অনুসারে বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর – হােমোস্ফিয়ার।
-
জেট বিমান বায়ুমণ্ডলের যে স্তর দিয়ে যাতায়াত করে, তার নাম – স্ট্র্যাটোস্ফিয়ার।
-
যে প্রাকৃতিক চক্রটি না থাকলে পৃথিবীতে জলের জোগান থাকত – জলচক্র।
-
যে স্তরকে ‘প্রাকৃতিক সৌরপর্দা’ বা ন্যাচারাল সানস্ক্রিন’ বলা হয় – ওজোন স্তর।
-
যেসকল নদী প্রধান নদীতে জলের জোগান দেয়- উপনদী।
-
দৈনিক আবহাওয়ার বৈশিষ্ট্য যেখানে পরিলক্ষিত হয়- ট্রোপোস্ফিয়ার ।
-
নদী অববাহিকার প্রাথমিক বা প্রধান ঢাল বরাবর প্রবাহিত নদী হল- মূলনদী।
-
নদী অববাহিকার সীমানা নির্ধারণ করে যে উচ্চভূমি—জলবিভাজিকা।
-
নদী বাহিত পলি, বালি, কাকড়, শিলাচূর্ণকে এক কথায় বলে— বােঝা।
-
নদী মােহানায় জোয়ারের জলে পুষ্ট অগভীর ও প্রশস্ত নদীখাতকে বলে -খাঁড়ি।
-
নদী মােহানায় প্রশস্ত মহীসােপানের ওপর যে ভূমিরূপ গড়ে ওঠার সম্ভাবনা থাকে— বদ্বীপ।
-
নদী মােহানায় ব্যজনী আকৃতির সঞ্চয়জাত ভূমিরূপ হল— বদ্বীপ।
-
নদী হল বারিচক্রের – অনুভূমিক অংশ।
-
নদী, উপনদী বিধৌত অঞ্চল হল – নদী অববাহিকা।
-
নদীবক্ষে সৃষ্ট গােলাকৃতি গর্তকে বলে – মন্থকূপ।
-
নদীর মধ্য ও নিম্নগতিতে উদ্ভূত বৃহৎ সমভূমিকে বলে— প্লাবনভূমি।
-
পার্বত্য এলাকার মধ্য দিয়ে নদী প্রবাহিত হলে সেটি ওই নদীর -উচ্চগতি।
-
পৃথিবীকে অতিবেগুনি রশ্মির ক্ষতিকর প্রভাব থেকে বাঁচায় -ওজোন স্তর।
-
প্রানীকে অক্সিজেন ও উদ্ভিদকেকার্বন ডাইঅক্সাইড দেয় -বায়ুমন্ডল।
-
পরিমাণ অনুসারে বায়ুমণ্ডলের দ্বিতীয় স্থানাধিকারী গ্যাস – অক্সিজেন।
-
প্রধান নদী থেকে জল আহরণ করে, যে নদী পুষ্ট হয়— শাখানদী।
-
পর্বত ও সমভূমির সংযােগ স্থলে পলল শঙ্কু গড়ে ওঠার কারণ হল – সঞ্চয়।
-
প্রশস্ত নদী উপত্যকার মধ্যে প্রবাহিত সংকীর্ণ নদী – বেমানান নদী।
-
বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ প্রায় -20.94%।
-
বায়ুমণ্ডলে ওজোন গ্যাসের ঘনত্ব পরিমাপের একক – ডবসনএকক।
-
বায়ুমণ্ডলে যে গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশি -নাইট্রোজেন।
-
বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাণ শতকরা -78.08 ভাগ।
-
বায়ুমণ্ডলে ভাসমান ধূলিকণাকে এরােসলবলে।
-
বায়ুমণ্ডলের যে স্তরে ওজোন গ্যাসের ঘনত্ব সর্বাধিক, সেটি হল -স্ট্র্যাটোস্ফিয়ার।
-
বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর হল—ট্রোপােস্ফিয়ার।
-
বাষ্পীভবন ও অধঃক্ষেপণ হল জলচক্রের – উল্লম্ব অংশ।
-
বায়ুমণ্ডলের উর্ধ্বসীমা হল ভূপৃষ্ট থেকে প্রায় -10 হাজার কিলােমিটার।
-
বিসর্পন হল একটি –পরিবহন পদ্ধতি।
-
বদ্বীপের আকৃতি যে গ্রিক অক্ষরের মতাে – ডেলটা।
-
বৃষ্টিপাত ও তুষারপাতের কাজকে একত্রে বলে—অধঃক্ষেপণ।
-
মাটির মধ্যে যে জল পাওয়া যায়, তাকে বলে— ভৌমজল।
-
সৌরজগতের যে গ্রহে অক্সিজেন আছে – পৃথিবী।
File Details –
PDF Name / Book Name : মাধ্যমিক ভূগোল দ্বিতীয় অধ্যায় ১ নম্বরের প্রশ্ন এবং উত্তর
Language : Bengali
Size : 84.9 kb
Download Link : Click Hereto Download