পৃথিবীর বায়ুমণ্ডল
প্রশ্ন |
উত্তর |
বায়ুমণ্ডলের উর্ধ্বসীমা কত ? |
ভূপৃষ্ঠ থেকে ১০,০০০ কিমি ঊর্ধ্ব পর্যন্ত বায়ুমণ্ডল পৃথিবীকে বেষ্টন করে আছে। |
বায়ুমণ্ডল কী কী উপাদান দ্বারা গঠিত ? |
গ্যাসীয় উপাদান, জলীয় বাষ্প ও ধূলিকণা দ্বারা বায়ুমণ্ডল গঠিত। |
বায়ুমণ্ডলের গ্যাসীয় উপাদানগুলির নাম লেখাে? |
স্থায়ী উপাদান— নাইট্রোজেন, অক্সিজেন, হাইড্রোজেন, মিথেন। অস্থায়ী উপাদান- জলীয় বাষ্প, ধূলিকণা, CO, । |
বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাণ কত ? |
বায়ুমণ্ডলের নাইট্রোজেন পরিমাণ হল ৭৮.০৯%। |
বাতাসে অক্সিজেনের পরিমাণ কত ? |
বাতাসে অক্সিজেনের পরিমাণ ২০.৯৫% হল। |
বায়ুমণ্ডলের কার্বন ডাইঅক্সাইডের শতকরা পরিমাণ কত ? |
বায়ুমণ্ডলের কার্বন ডাইঅক্সাইডের শতকরা পরিমাণ হল ০.০৩%। |
এরােসল কী ? |
বলতে বাতাসে ভাসমান ধূলিকণাকে বােঝায়। যথা – ভূপৃষ্ঠের ও কলকারখানা থেকে নির্গত ধূলিকণা, কার্বন কণা ইত্যাদি। |
বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের শতকরা পরিমাণ কত ? |
বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের শতকরা পরিমাণ ০.৫% থেকে ৪.০%। |
বায়ুমণ্ডলে আর্গনের পরিমাণ কত ? |
বায়ুমণ্ডলের আর্গনের পরিমাণ ০.৯৩%। |
রাসায়নিক গঠন অনুসারে বায়ুমণ্ডলকে কয়টি স্তরে ভাগ করা যায় ও কী কী ? |
দুইটি স্তরে ভাগ করা যায়। যথা— সমমণ্ডল বা হােমােস্ফিয়ার, বিষমমণ্ডল বা হেটেরােস্ফিয়ার। |
সমমণ্ডল কী ?
|
ভূপৃষ্ঠ থেকে ঊর্ধ্বে ৮৮ কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত বায়ুমণ্ডলীয় স্তর। এই স্তরে গ্যাসীয় উপাদানগুলি অনুপাতে থাকে। একে সমমণ্ডল বলে। |
হেটেরােস্ফিয়ার কাকে বলে ? |
হােমাস্ফিয়ারের ঊর্ধ্বে ৮৮ কিমি থেকে ১০,০০০ কিমি পর্যন্ত বিস্তৃত বায়ুমণ্ডলীয় স্তর, যেখানে গ্যাসীয় উপাদানগুলি বিভিন্ন অনুপাতে থাকে। তাকে হেটেরােস্ফিয়ার বলে। |
স্ট্যাটোস্ফিয়ারের অপর নাম কী ? |
স্ট্র্যাটোস্ফিয়ারের অপর নাম শান্তমণ্ডল। |
একই উয়তার তারতম্য অনুযায়ী বায়ুমণ্ডলকে কটি ভাগে ভাগ করা যায় ? |
উয়তার তারতম্য অনুযায়ী বায়ুমণ্ডলকে পাঁচভাগে ভাগ করা যায়, যথা (১) ট্রপােস্ফিয়ার (২) স্ট্র্যাটোস্ফিয়ার (৩) মেসােস্ফিয়ার (৪) আয়ােনােস্ফিয়ার ও থামােস্ফিয়ার (৫) এক্সোস্ফিয়ার এ ছাড়া রয়েছে I |
ল্যাপস রেট কাকে বলে ? |
ভূপৃষ্ঠ থেকে প্রতি ১০০০ মিটার উচ্চতা বৃদ্ধিতে ৬.৪°C হারে উন্নতা হ্রাস পেতে থাকে, একে বায়ুর উয়তা হ্রাসের হার বা Normal Lapes Rate বলে। |
ম্যাগনেটোস্ফিয়ার ট্রপপাস্ফিয়ারকে ক্ষুদ্ধমণ্ডল বলে কেন ? |
এই স্তরে ঝড়ঝঞা, মেঘ, বৃষ্টিপাত প্রভৃতি সংঘটিত হয় বলে। একে ক্ষুধমণ্ডল বলে। |
ওজোনােস্ফিয়ার কাকে বলে ? |
|
জেটবিমান কোন স্তরে চলে? |
স্ট্রাটোস্ফিয়ার স্তরে চলে I |
উল্কা বায়ুমণ্ডলের কোন্ স্তরে পুড়ে ছাই হয়ে যায় ? |
উল্কা মেসােস্ফিয়ারে প্রবেশ করা মাত্রই পুড়ে ছাই হয়ে যায়। |
বেতার তরঙ্গ কোন স্তরে প্রতিহত হয়ে পৃথিবীতে ফিরে আসে ? |
আয়নােস্ফিয়ারে প্রতিহত হয়ে পৃথিবীতে ফিরে আসে। |
মেরুপ্রভা বায়ুমণ্ডলের কোন স্তরে দেখা যায় ? |
মেরুপ্রভা আয়নােস্ফিয়ারে দেখা যায়। |
আবহাওয়া কাকে বলে ? |
কোনাে নির্দিষ্ট সময়ে কোনাে নির্দিষ্ট স্থানের বায়ুর উয়তা, বায়ুর চাপ, বায়ুপ্রবাহ, বৃষ্টিপাত, শিশির কুয়াশা প্রভৃতি সামগ্রিক অবস্থাকে আবহাওয়া বলে। জলবায়ু কাকে বলে |
সৌরবিকিরণ কী ? |
সৌরতাপের শতকরা ৬৬% পৃথিবী ও বায়ুমণ্ডলকে উত্তপ্ত করতে পারে, একে কার্যকরী সৌরবিকিরণ বলে। |
অ্যালবেডাে কাকে বলে? |
কার্যকরী পৃথিবীতে আগত সৌরতাপের ৩৪% বায়ুমণ্ডলে অবস্থিত মেঘ, ধূলিকণা ও ভূপৃষ্ঠে প্রতিহত হয়ে মহাশূন্যে ফিরে যায়, একে অ্যালবেডাে বলে। |
জলবায়ু কাকে বলে? |
কোনাে বৃহৎ অঞ্চলের কমপক্ষে ৩০-৩৫ বছরের আবহাওয়ার গড় অবস্থাকে জলবায়ু বলে। |
বায়ুর চাপ বলতে কী বােঝায় ? |
নির্দিষ্ট ক্ষেত্রে থিত বায়ুর ওজনকে বায়ুর চাপ বলে। |
সমুদ্রপৃষ্ঠে বায়ুর চাপ কত ? |
সমুদ্র সমতলে বায়ুর চাপ ১০১৩.২৫ মিলিবার। |
বায়ুচাপ কয় প্রকার ও কী কী ? |
দু-প্রকারের হয়। যথা- উচ্চচাপ ও নিম্নচাপ। বায়ু কোন্ দিক থেকে কোন্ দিকে প্রবাহিত হয় ? বায়ু উচ্চচাপ যুক্ত অঞ্চল থেকে নিম্নচাপ যুক্ত অঞ্চলের দিকে প্রবাহিত হয়। |
বায়ুচাপ বলয় কী ? |
যে বায়ুচাপ যুক্ত অঞ্চলগুলি গােলাকার পৃথিবীকে বলয়ের আকারে বেষ্টন করে আছে, তাকে বায়ুচাপ বলয় বলে। |
ভূপৃষ্ঠে কটি চাপবলয় আছে ও কী কী ? |
সাতটি চাপবলয় আছে। যথা- (১) নিরক্ষীয় নিম্নচাপ বলয় (৫°-১০° উ./দ.) ২) কর্কটীয় উচ্চচাপ বলয় (২৩°৩০’ উ.-৩০° উ.) ৩) মকরীয় উচ্চচাপ বলয় (২৩°৩০’ দ.-৩০° দ.) ৪) সুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয় (৬০-৭০° উ.) ৫) কুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয় (৬০-৭০° দ.) (৬) সুমেরু উচ্চচাপ বলয় (৮০°—৯০° উ.) (৭) কুমেরু উচ্চচাপ বলয় (৮০°—৯০° দ.) |
ভূপৃষ্ঠে কত ধরনের বায়ু প্রবাহিত হয় ? |
চার ধরনের।( ১) নিয়ত বায়ু ( 2)আকস্মিক বায়ু (3) সাময়িক বায় (৪) স্থানীয় বায়ু। |
কুয়াশা কাকে বলে ? |
ভূপৃষ্ঠের কাছে অধিক শীতলতার জন্য জলীয় বাষ্প ক্ষুদ্র ক্ষুদ্র জলকণায় পরিণত হয়ে বাতাসে ভেসে তাকে কুয়াশা বলে।
|
বৃষ্টিপাত কত প্রকার? |
ষ্টিপাত মূলত তিনপ্রকারের হয় —১) পরিচলন বৃষ্টিপাত (১) পরিচলন বৃষ্টিপাত (২) শৈলােৎক্ষেপ বৃষ্টিপাত ৩ ঘূর্ণবাতজনিত বৃষ্টিপাত। |
শিশির কাকে বলে |
অধিক শীতলতার দরুন জলীয় বাষ্প যখন জলবিন্দু আকারে জমা হয় তাকে শিশির বলে। |
মেঘ কীভাবে সৃষ্টি হয় ?
|
সূর্যের তাপে জল বাষ্পে পরিণত হয়। জলীয় বাষ্পপূর্ণ বাতাস হালকা হয়ে ওপরে উঠতে থাকে, বাতাস যাত ওপরে ওঠে তত বায়ুমধ্যস্থ জলীয় বাষ্প সম্পৃত্ত হয়ে ক্ষুদ্র জলকণায় পরিণত হয়। ধূলিকণা ও লবণকণাকে আশ্রয় করে ভেসে বেড়ায় এবং ঘনীভূত হয়ে মেঘের সৃষ্টি করে |