পৃথিবীর বারিমন্ডল
প্রশ্ন |
উত্তর |
বারিমণ্ডল বা হাইড্রোস্ফিয়ার কাকে বলে ? |
মহাসাগর, সাগর, হ্রদ, নদী, জলাশয়, তুষারক্ষেত্র, ভৌমজল, এমনকি বায়ুমণ্ডলের জল একত্রিতভাবে যে পরিমণ্ডল বলে বারিমণ্ডল বা হাইড্রোস্ফিয়ার। |
বারিমণ্ডলের কত শতাংশ জুড়ে রয়েছে সাগর ও মহাসাগর ? |
বারিমণ্ডলের ৯৭% জুড়ে আছে মহাসাগরসমূহ এবং বাকি ৩% জুড়ে সাগর, নদী, হ্রদ, ভৌমজল ইত্যাদি। |
পৃথিবীকে ‘নীলগ্রহ বলা হয় কেন ? |
বিশাল ক্ষেত্রফল বিশিষ্ট জলভাগের উপস্থিতির জন্য মহাকাশ থেকে পৃথিবীকে দেখলে নীল বর্ণের জ্যোতিষ্ক বলে হয়, তাই পৃথিবীকে ‘নীলগ্রহ’ বলা হয়। |
পৃথিবীর কোন্ গােলার্ধে জলভাগের পরিমাণ বেশি ? |
দক্ষিণ গােলার্ধে জলভাগের পরিমাণ বেশি। |
জল গােলার্ধ কাকে বলে ? |
দক্ষিণ গােলার্ধকে জল গােলার্ধ বলা হয়। |
বারিমণ্ডলের আয়তন কত ? |
১৪,৬০,০০০ কিউবিক কিমি। |
মহাসাগরের গভীরতা মাপার একক কী ? |
মহাসাগরের গভীরতা মাপার একক হল ফ্যাদম। |
সাগরের জল নােনতা হয় কেন ? |
ভাটা থেকে নদীবাহিত খনিজ ও লবণ সাগরের জলে পড়ে বলে সাগরের জল নােনতা হয়। |
জলে কত শতাংশ লবণ থাকে ? |
সাগরের জলে ৩.৫% লবণ থাকে। |
জোয়ার ভাটা কাকে বলে ? |
প্রতিদিন নিয়মিতভাবে সাগর মহাসাগরের জলরাশি স্ফীত ও অবনমিত হয়। জলরাশির স্ফীত হওয়াকে জোয়ার এবং অবনমিত হওয়াকে ভাটা বলে। |
দিনে কতবার জোয়ার ও কতবার ভাটা হয় ? |
প্রতিদিনে দুবার জোয়ার ও দুবার ভাটা হয়। |
জোয়ারভাটা কেন হয় ? |
পৃথিবীর আবর্তন গতি, চাঁদ ও সূর্যের আকর্ষণের ফলে জোয়ারভাটা হয়। |
জোয়ার কত প্রকার ও কী কী ? |
দু-প্রকার। মুখ্য জোয়ার ও গৌণ জোয়ার । |
দিনে কতবার মুখ্য জোয়ার ও কতবার গৌণ জোয়ার হয় ? |
দিনে একবার মুখ্য জোয়ার ও একবার গৌণ জোয়ার হয়। |
জোয়ার ও ভাটার মধ্যে সময়ের কত ? |
৬ ঘণ্টা ১২ মিনিট। |
জোয়ার ও ভাটা এলে তারা কতক্ষণ থাকে ? |
জোয়ার ও ভাটার স্থায়িত্বকাল ৬ ঘণ্টা। |
সিজিগি কাকে বলে ? |
চাঁদ, পৃথিবী ও সূর্যের সরলরৈখিক অবস্থানকে সিজিগি বলে। |
মরা জোয়ার কখন হয় ? |
কৃষ্ণু ও শুক্ল পক্ষের অষ্টমী তিথিতে মরা জোয়ার হয়। |
অমাবস্যা ও পূর্ণিমার মধ্যে কোন দিন জোয়ার খুব তীব্র হয়? |
পূর্ণিমার দিনের থেকে অমাবস্যার দিন জোয়ার খুব তীব্র হয়। |
পূর্ণিমা ও অমাবস্যা তিথিতে যে জোয়ার হয় তাকে কী বলে? |
পূর্ণিমা ও অমাবস্যা তিথির জোয়ারকে ভরা জোয়ার বলে। |