বিশ্বব্রহ্মাণ্ডের কথা
প্রশ্ন |
উত্তর |
আজ থেকে কত বছর আগে মহাবিশ্বের সম্প্রসারণ শুরু হয় |
আজ থেকে আনুমানিক ১৪০০ কোটি বছর আগে।
|
বিগ ব্যাং তত্ত্বের প্রবক্তা কে ?
|
বেলজিয়ামের বিজ্ঞানী জর্জ লেমত্র, স্টিফেন হকিং |
মহাকর্ষ বলতে কী বােঝায় ?
|
যে শক্তি বলে মহাবিশ্বের প্রতিটি বস্তু একে অপরকে আকর্ষণ করছে তাকে মহাকর্য বলা হয়।
|
মহাকাশীয় বস্তু কোগুলি ?
|
উল্কা, ধূলিকণা, ধূমকেতু, গ্যাস, গ্রহ, নক্ষত্র, উপগ্রহ। |
নীহারিকা বা নেবুলা কী ?
|
মহাবিশ্বে যে অসংখ্য ধূলিকণা ও গ্যাসের মহাজাগতিক মেঘ তৈরি হয়, তাকে নীহারিকা বা নেবুলা বলা হয়।
|
ছায়াপথ বা গ্যালাক্সি কী ? |
লক্ষ লক্ষ নক্ষত্র, গ্যাস, ধূলিকণা নিয়ে গঠিত হয়। |
মহাকাশে যে অসংখ্য আলােকবিন্দু থাকে তাকে কী বলা হয় ? |
মহাকাশে যে অসংখ্য আলােকবিন্দু থাকে যাদের জাতি বা আলাে (লের, গ্রহাণুপুঞ্জ, গ্রহ, উল্কা, নীহারিকা, ধূমকেতু ইত্যাদি এক একটি জ্যোতিষ্ক
|
উল্কা বা মিটিওরস কাকে বলে ? |
পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে প্রচণ্ড বেগে পৃথিবীর দিকে ধাবমান জ্যোতিষ্ক কে উল্কা বলেএ, |
ধূমকেতু বা কমেট কাকে বলে ? |
ঝাঁটার মতাে ল্যাজ বিশিষ্ট উজ্জ্বল জ্যোতিষ্ককে ধুমকেতু বলে।। |
গ্রহাণুপুঞ্জ কাকে বলে? |
গ্রহের মতো খুব ছোট ছোট জ্যোতিষ্ক দ্বারা নির্দিষ্ট কক্ষপথে সূর্যের চারদিকে ঘুরছে এদের গ্রহাণুপুঞ্জবলে |
নক্ষত্র কাকে বলে? |
নক্ষত্র জ্বলন্ত গ্যাসীয় পিণ্ড, যাদের নিজস্ব আলাে ও উত্তাপ আছে, তাদের নক্ষত্র বলে। |
গ্রহ কাকে বলে ? |
নিজস্ব আলাে ও উত্তাপহীন, নক্ষত্রের চারিদিকে ঘূর্ণায়মান জ্যোতিষ্ককে গ্রহ বলে। |
নক্ষত্রমণ্ডল কাকে বলে ? |
রাতের আকাশে কাছাকাছি অবস্থিত তারা বা নক্ষত্রগুলিকে কাল্পনিকভাবে যােগ করলে বিভিন্ন আকৃতি তৈরি হয়। এই বিভিন্ন আকৃতির তারার সমষ্টিকে নক্ষত্রমণ্ডল বলে। |
আলােকবর্ষ কাকে বলে ?
|
মহাকাশে নক্ষত্রদের মধ্যে দূরত্ব পরিমাপের একককে আলােকবর্ষ বলে।
|
|
|
|
|
|
|
সপ্তর্ষিমণ্ডল কাকে বলে |
সপ্তর্ষিমণ্ডল হল মহাকাশের সাতটি উজ্জ্বল নক্ষত্রের সমষ্টি বা নক্ষত্রমণ্ডল। সাতজন ঋষির নাম অনুসারে সাতটি নক্ষত্রের নামকরণ করা হয়েছে। এই সাতটি নাম হল। তু, পুলহ, পুলস্ত্য, অত্রি, অঙ্গিরা, বশিষ্ট ও মরীচি। এই সাতটি নক্ষত্রকে কাল্পনিক রেখা দ্বারা যােগ করলে একটি জিজ্ঞাসা চিহ্নের মতাে দেখায় যা ‘সপ্তর্ষিমণ্ডল’ নামে পরিচিত।
|
|
|
আলাের গতিবেগ কত ? |
আলাের গতিবেগ প্রায় ৩,০০,০০০ কিমি / সেকেন্ড।
|
টেলিস্কোপের মাধ্যমে কত ধরনের ছায়াপথ লক্ষ করা গেছে ? |
টেলিস্কোপের মাধ্যমে তিন ধরনের যথা-প্যাচালাে, উপবৃত্তাকার ও অনিয়মিত প্রকৃতির ছায়াপথ পাঞ্চ করা গেছে। |
আকাশগঙ্গা কি |
আকাশগঙ্গা হল একটি প্যাঁচালাে ছায়াপথ, যে ছায়াপথে সূর্য অবশিত। |
খালি চোখে আকাশে কত তারা দেখা যায় ? |
প্রায় ছয় হাজার। |
তারা খসা আসলে কী ? |
তারা খসা হল আসলে উল্কাপাত
|
আকাশগঙ্গার পরিধি কত ?
|
আকাশগঙ্গার পরিধি হল ২০,০০০ আলােকবর্ষ। আকাশগঙ্গার ব্যাস কত ? আকাশগঙ্গার ব্যাস ১ লক্ষ আলােকবর্ষ।
|
হ্যালির ধূমকেতু কত বছর অন্তর দেখা যায়? |
হ্যালির ধূমকেতু ৭৬ বছর অন্তর দেখা যায়।
|
সপ্তর্ষিমণ্ডল কোন আকাশে দেখা যায়? |
সপ্তর্ষিমণ্ডল উত্তর আকাশে লক্ষ করা যায়। |
কালপুরুষ কি? |
কালপুরুষ হল একটি গুরুত্বপূর্ণ নক্ষত্রমণ্ডল। এই নক্ষত্রমণ্ডলকে শীত ও বসন্তকালে পূর্ব আকাশে রাত্রিবেলা দেখা
|
কালপুরুষের আকৃতি কীরূপ ? |
শিকারি মানুষ কিংবা যােদ্ধা মানুষের মতাে। শিকারির ডানহাতটি ওপরে তােলা থাকে, বামহাতে ধনুক, কোমরে কামরবন্ধ বা বেল্ট এবং তলােয়ার ঝুলছে। |
|
|
সৌরজগৎ কাকে বলে ?
|
মহাশূন্যে সূর্য এবং সূর্যকে কেন্দ্র করে যে সকল জ্যোতিষ্ক ঘুরছে তাদের সকলকে নিয়ে গড়ে উঠেছে সৌরপরিবার একে সৌরজগৎ বলা হয়। সৌরজগতের মধ্যে রয়েছে গ্রহ, উপগ্রহ, বামনগ্রহ, গ্রহাণুপুঞ্জ, ধূমকেতু প্রভৃতি জ্যোতিষ্ক সূর্য কটি অংশ নিয়ে গঠিত ?
|
বর্ণমন্ডল কাকে বলে ?
|
সূর্য চারটি অংশ নিয়ে গঠিত, যথা – কেন্দ্রমণ্ডল, আলােকমণ্ডল, বর্ণমন্ডল, ছটামণ্ডল। সূর্যের কেন্দ্রমণ্ডল কাকে বলে ? সূর্যের কেন্দ্রমণ্ডলের পরের আলােকিত অংশ যা কেন্দ্রমণ্ডলকে ঘিরে রয়েছে। এই মণ্ডলটি খালি চোখে দেখা যায়। একে আলােকমণ্ডল বলা হয়। |
সূর্য কত অংশ নিয়ে গঠিত? |
সূর্য চারটি অংশ নিয়ে গঠিত যথা কেন্দ্রমন্ডল আলোক মন্ডল বর্ণ মন্ডল ও ছটামন্ডল |
আলােকমণ্ডল কাকে বলে ?
|
সূর্যের মাঝখানের হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাস দ্বারা গঠিত অংশকে সূর্যের কেন্দ্রমণ্ডল বলে। এই অংশের উষ্ণতা খুব বেশি।
|
বর্ণমণ্ডল কাকে বলে হয়? |
আলােকমণ্ডলের চারিদিকে ঘিরে থাকা অংশ, এই অংশ থেকে ক্রমাগত আগুনের শিখা বের হয়। একে বর্ণমণ্ডল বলা হয়।
|
ছটামণ্ডল বা করােনা কাকে বলে ?
|
সূর্যের বাইরের অংশকে করােনা বা ছটামণ্ডল বলে। |
সৌরঝড় কী ? |
সূর্যের বাইরের অংশে (করােনা) ছােটো ছােটো বিস্ফোরণের ফলে প্রচুর পরিমাণে আয়নিত কণা, গ্যাস, রশ্মি চারিদিকে ছড়িয়ে পড়ে। একেই সৌরঝড় বলে। |
সৌরঝড় কত বছর অন্তর জোরালাে হয় ? |
সৌরঝড় ১১ বছর অন্তর জোরালাে হয়। |
সৌরকলঙ্ক কী ? |
সৌরঝড দূরবিন যন্ত্র দ্বারা সূর্যের পৃষ্ঠদেশে কিছু কালাে কালাে দাগ লক্ষ করা যায়, তাকে সৌরকলঙ্ক বলা হয়।
|
সূর্যের বাইরের দিকের উন্নতা কত ? |
৬০০০ ডিগ্রি সেন্টিগ্রেড। সূর্যের ভেতরের দিকের উন্নতা কত ? ১.৫ কোটি ডিগ্রি সেন্টিগ্রেড।
|
সূর্যের আলাের কতটা অংশ পৃথিবীতে আসে ? |
২০০ কোটি ভাগের ১ ভাগ। |
সূর্যের বয়স কত ? |
সূর্যের বয়স প্রায় ৫ কোটি বছর। |
সূর্যের আনুমানিক জীবন কত ? |
সূর্যের আনুমানিক জীবন প্রায় ১০ কোটি বছর। |
সূর্যের রাসায়নিক গঠন লেখাে? |
হাইড্রোজেন ৭১%, হিলিয়াম ২৬.৫% ও অন্যান্য বস্তু ২.৫% |
সূর্যের আলাে পৃথিবীতে পৌঁছাতে কত সময় নেয় ? |
সূর্যের আলাে পৃথিবীতে পৌঁছাতে ৪ মিনিট ১৬ সেকেন্ড সময় লাগে
|