ভারতের মহাকাশ গবেষণা কেন্দ্র সমূহ
প্রশ্ন |
উত্তর |
ভারত সরকার কত খ্রিস্টাব্দে মহাকাশ বিভাগ গঠন করে ? |
১৯৭২ খ্রিস্টাব্দে। I |
SRO’ কথার অর্থ কী ? |
Indian Space Research Organisation. |
SRO কোথায় অবস্থিত ? |
কেরালের থুম্বাতে। |
মহাকাশ বিভাগ ও ISRO-র সদর দপ্তর কোথায় অবস্থিত ? |
বেঙ্গালুরুতে অবস্থিত। |
সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র কোথায় অবস্থিত ? |
অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটাতে অবস্থিত। |
National Remote Sensing Agency certain rapport ? |
(TYRS হায়দরাবাদে। |
বিক্রম সারাভাই স্পেস সেন্টার কোথায় অবস্থিত ? |
কেরালের ত্রিবান্দমে। |
ভারতের অন্যান্য মহাকাশ গবেষণা কেন্দ্রগুলির নাম লেখাে? |
স্পেস অ্যাপ্লিকেশন সেন্টার, চণ্ডীপুর মিসাইল টেস্টিং সেন্টার, ইসরাে টেলিমেট্রি ট্র্যাকিং এন্ড কমান্ড নেটওয়ার্ক। |
চণ্ডীপুর মিসাইল টেস্টিং সেন্টার কোথায় অবস্থিত ? – |
|
ওড়িশার হুইলার দ্বীপে অবস্থিত। |
ইসরাে টেলিমেট্রি ট্র্যাকিং এন্ড কমান্ড নেটওয়ার্ক কোথায় অবস্থিত কর্ণাটকের বেঙ্গালুরুতে। |
চন্দ্রযান–১ কবে উৎক্ষেপন করা হয় ? |
২০০৮ খ্রিস্টাব্দের ২২ অক্টোবর, সূর্যোদয়ের ঠিক কিছু পরে সকাল ৬টা ২২ মিনিটে চন্দ্রযান–১ উৎক্ষেপণ করা হয়। |
চন্দ্রযান–১ কোথা থেকে উৎক্ষেপণ করা হয় ? > |
অপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে উৎক্ষেপণ করা হয়। |
কোন্ রকেটে করে চন্দ্রযান–১ যাত্রা শুরু করেছিল ? |
PSLV – CST। ) বিচ্ছিন্ন হয়েছিল ? |
উৎক্ষেপণের কত সময় পরে রকেট থেকে চন্দ্রযান বিচ্ছিন্ন হয়েছিল |
১৯০৬ সেকেন্ড পর। |
কবে চন্দ্রযান চাঁদের চারিদিকের কক্ষপথে পৌঁছায়? |
১৪ নভেম্বর, ২০০৮I |
চন্দ্রযান–১ এর প্রােজেক্ট ডিরেক্টরের নাম কী ? |
চন্দ্রযান–১ এর প্রােজেক্ট ডিরেক্টরের নাম সুলস্বামী আন্নাদুরাই। |
চন্দ্রযান–১ কত বছরের জন্য পাঠানাে হয়েছে ? |
দু–বছরের জন্য চন্দ্রযান–১ কে পাঠানাে হয়েছে । |
চন্দ্রযান–১ পাঠাতে কত টাকা খরচ হয় ? |
৩৬৬ কোটি টাকা খরচ হয় চন্দ্রযান–১ পাঠাতে । |
চন্দ্রযান–১ এর ওজন কত ? |
চন্দ্রযান–১ এর ওজন ১৩৮০ কিলােগ্রাম। |
চাঁদে মহাকাশযান পাঠানাের ইসরাের দ্বিতীয় প্রকল্পটির নাম কী ? |
চাঁদে মহাকাশযান পাঠানাের ইসরাের দ্বিতীয় প্রকল্পটির নাম চন্দ্রযান–২। |
চন্দ্রযান–২ অভিযানের প্রধান লক্ষ্য কী ছিল ? |
এই অভিযানে একটি মােটরচালিত মুন রােভার চাঁদের মাটিতে অবস্থিত নমুনা সংগ্রহ করবে এবং তার রাসায়নিক বিশ্লেষণ করবে। |