পরিবেশ ও বিজ্ঞান ক্লাস 5 মডেল অ্যাক্টিভিটি টাস্ক // Environment and Science Class 5 Model Activity Task
![]() |
পরিবেশ ও বিজ্ঞান ক্লাস 5 মডেল অ্যাক্টিভিটি টাস্ক // Environment and Science Class 5 Model Activity Task |
১. বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের মিল করে লেখো :
বাম স্তম্ভ |
ডান স্তম্ভ |
1.1 জলদাপাড়া |
iv. গন্ডার |
1.2 খড়গপুর |
iii. আইআইটি শিক্ষাকেন্দ্র |
1.3 বিষ্ণুপুর |
ii. টেরাকোটার কাজ |
|
i. ডলফিন |
✓ |
2.2 দিঘার কাছাকাছি অঞলে প্রচুর কাজুবাদাম চাষ হয় :-
✓ |
x |
3. একটি বা দুটি বাক্যে উত্তর দাও :
3.1 বেশি রাসায়নিক কীটনাশক ব্যবহার করলে কী ক্ষতি হয়?
উঃ- বেশি রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার করলে জমির উর্বরতা শক্তি কমে যায় এবং ভবিষ্যতে জমি থেকে ভালো ফসল পাওয়া যায় না। তাছাড়া অতিরিক্ত রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারের ফলে উপকারী পোকাগুলিও আস্তে আস্তে ধ্বংস হয়ে যেতে পারে। যেমন মৌমাছি, রেশম মথ ইত্যাদি।
3.2 কী উদ্দেশ্যে দামোদর ভ্যালি কর্পোরেশন স্থাপন করা হয়েছিল?
উঃ- দামোদর ভ্যালি কর্পোরেশন স্থাপন করা হয়েছিল মূলত বন্যা প্রতিরোধ করার জন্য। এজন্য কিছু জলাধার তৈরি করার কথা ছিল যেখানে জল আটকে রাখা হবে। পরে সেই জল অল্প অল্প করে ছাড়া হবে ফলে সারাবছর ওই অঞ্চল চাষের কাজে জল পাবে।
4. দুটি বা তিনটি বাক্যে উত্তর দাও :
4.1 পর্বতের মাথায় বরফ জমে কেন?
উঃ- পর্বতের ওপরের বাতাস প্রচন্ড ঠান্ডা হয়ে পড়ে ফলে বাতাসের জলীয় বাষ্প জমে বরফে পরিণত হয়। সূর্যের কিরণ সাধারণত ওপরের বায়ুকে উত্তপ্ত করতে পারেনা। সূর্যের কিরণ প্রথমে ভূপৃষ্ঠকে উত্তপ্ত করে এবং পরে ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ু উত্তপ্ত হয় কিন্তু উপরের বায়ু ঠান্ডা থাকে। যার ফলে পর্বতের বাতাস প্রচন্ড ঠান্ডা থাকে এবং বায়ুর জলীয় বাষ্প জমে বরফে পরিণত হয়। এই জন্য পর্বতের মাথায় বরফ জমে।