পশ্চিম মেদিনীপুর জেলায়
![]() |
পশ্চিম মেদিনীপুর জেলায়//West Midnapore District |
বীরসিংহ : এখানে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জন্মগ্রহণ করেছিলেন। |
খড়গপুর : পৃথিবীর সবচেয়ে দীর্ঘ রেলওয়ে প্ল্যাটফর্ম এখানে আছে। তাছাড়া এখানে ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজির একটি ইঞ্জিনিয়ারিং কলেজ আছে। |
গড়বেতাঃ একটি পুরানো শহর। এখানে প্রাচীন বর্গি রাজাদের রাজধানী ছিল। |
চন্দ্রকোনাঃ ঘাটাল মহকুমায় অবস্থিত একটি প্রাচীন শহর। এখানে রাজপুত রাজা চন্দ্রকেতুর সৌধ ও গড়ের ধ্বংসাবশেষ দেখতে পাওয়া যায়। |
হবিবপুরঃ ও স্বাধীনতা আন্দোলনে বাংলার প্রথম শহিদ ক্ষুদিরাম বসু এখানে জন্মগ্রহণ করেছিলেন। |