বাংলা ভাষায় মুদ্রিত বই কোনটি? ১৭৭৮ খ্রিস্টাব্দে হ্যালহেড রচিত বাংলা ব্যাকরণ। |
ভারতে নবজাগরণের পুরোধা কে ছিলেন? রাজা রামহোহন রায়। নরেন্দ্রনাথ দত্ত। |
কার চেষ্টায় হিন্দু ধর্ম পাশ্চাত্য দেশে সমাদর পায়? স্বামী বিবেকানন্দের চেষ্টায়। |
বাংলার নবজাগরণে কাদের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য? রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও ডিরোজিইয়ো। |
সতীদাহ নিবারণে কারা ইংরেজ সরকারকে সাহায্য করেছিলেন? রাজা রামমোহন রায়, প্রিন্স দ্বারকানাথ ঠাকুর প্রমুখ। |
বৃহত্তর বঙ্গে প্রথম ছাপাখানা কে এবং কোথায় স্থাপন করেন? উইলিয়াম কেরি, মার্সম্যান প্রমুখ শ্রীরামপুরের ধর্মযাজকগণ শ্রীরামপুরে প্রথম ছাপাখানা স্থাপন করেন। এতে পঞ্চানন কর্মকার লোহার ছাঁচে সিসার টাইপ তৈরি করে ছাপাখানার কাজ আরম্ভ করেন। |
বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্র কোনটি ? ১৮১৮ খ্রিস্টাব্দের ২৩মে শ্রীরামপুরের মিশনারিরা ‘সমাচার দর্পণ” নামে সংবাদপত্রটি প্রকাশ করেন, সেটিই বাংলা ভাষায় প্রথম সংবাদপত্র। |
স্বামী বিবেকানন্দের আদি নাম কী ছিল? স্বামী বিবেকানন্দের লেখা চারটি বইয়ের নাম করো। নরেন্দ্রনাথ দত্ত ১. প্রাচ্য ও পাশ্চাত্য, ২. বর্তমান ভারত, ৩. পরিব্রাজক এবং ৪. ভারত কল্যাণ। |
বাংলা ভাষায় প্রথম উপন্যাস কোনটি ? ১৮২৫ খ্রিস্টাব্দে ক্যাথরিন অ্যানা মলেন্স নামে এক ইংরেজ মহিলা ফুলম ও ‘করুণার বিবরণ’ নামে যে উপন্যাসটি রচনা করেন সেটিই বাংলা ভাষায় রচিত প্রথম উপন্যাস। |
বাংলা ভাষায় প্রথম মৌলিক নাটক কে রচনা করেছিলেন? ১৮৫৭ খ্রিস্টাব্দে রামনারায়ণ তর্করত্ন ‘কুলীনকুলসর্বস্ব’ নামে প্রথম বাংলা নাটক রচনা করেন। |
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগার প্রণীত কয়েকটি বইয়ের নাম উল্লেখ করো? ১. ব্যাকরণ কৌমুদী, ২. বোধোদয়, ৩. সীতার বনবাস এবং ৪. বর্ণপরিচয় ইত্যাদি। |
বিদ্যাসাগর কলকাতায় কোন্ স্কুলটি স্থাপন করেন? মেট্রোপলিটন। |
ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে কে সভাপতিত্ব করেন? উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। |
নীল বিদ্রোহের প্রথম সূত্রপাত কোথায় হয়েছিল? কৃয়নগরের গ্রামাঞ্চলে। |
নীল বিদ্রোহের দুজন বিশিষ্ট নেতার নাম উল্লেখ করো? নদিয়ার দিগম্বর বিশ্বাস ও বিষ্ণুচরণ বিশ্বাস I |
নীলদর্পণ নাটকের রচয়িতা কে? দীনবন্ধু মিত্র। |
বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদ ও সাহিত্য পত্রিকার নাম কী ও তা কৰে প্রকাশিত হয়? ঈশ্বরচন্দ্র গুপ্তের সম্পাদনায় প্রকাশিত সংবাদ প্রভাকর’। পত্রিকাটি ১৮৩১ খ্রিস্টাব্দের ২৮ জানুয়ারি প্রথম প্রকাশিত হয়। |
বেলুড় মঠ’ কে প্রতিষ্ঠা করেন? স্বামী বিবেকানন্দ। |
বন্দেমাতরম’ সংগীতটি কে রচনা করেছিলেন? সাহিত্যসম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। |
মুকুন্দদাস কে ছিলেন? বেলুড়মঠ বাংলার একজন চারণ কবি। তিনি স্বদেশি কবিতা রচনা করে বাংলার বিভিন্ন অঞলে গান গেয়ে বেড়াতেন। |
কোন্ বড়োলাটের সময় বঙ্গভঙ্গ হয় ? লর্ড কার্জনের সময়, ১৯০৫ খ্রিস্টাব্দে। |
রাখিবন্ধন উৎসব’ কে প্রবর্তন করেছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর। |
বন্দেমাতরম’ পত্রিকার সম্পাদক কে ছিলেন? অরবিন্দ ঘোষ। রবীন্দ্রনাথ ঠাকুর |
ইংরেজ আমলে বাংলার সন্ত্রাসবাদী আন্দোলনের নায়ক কে ছিলেন? অরবিন্দ ঘোষ। |
অরবিন্দ ঘোষ রচিত একটি প্রসিদ্ধ গ্রন্থের নাম করো? লাইফ ডিভাইন। |
কার চেষ্টায় অরবিন্দ ঘোষ আলিপুর বোমার মামলা থেকে অব্যাহতি পান? দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের চেষ্টায়। |
বসু কে ছিলেন? একজন বাঙালি বিপ্লবী। |
এম. এন. রায় কার ছদ্ম নাম? নরেন্দ্রনাথ ভট্টাচার্যের। |
কিংসফোর্ডকে কারা হত্যার চেষ্টা করেছিলেন? ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকি। |
বাংলার প্রথম বিপ্লবী শহিদ কে ছিলেন? ক্ষুদিরাম বসু। |
ইংরেজদের দেওয়া নাইট উপাধি ঘৃণাভরে পরিত্যাগ করেছিলেন? প্রফুল্ল চাকি ও ক্ষুদিরাম বসু I |
কবিগুরু রবীন্দ্রনাথ জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে কী করেছিলেন? তিনি জাপানে গিয়ে বিদেশি সাহায্যে দেশ উদ্ধারের জন্য সেনাদল গঠন করেন। |
বাঘাযতীন কোন্ যুদ্ধে শহিদ হয়েছিলেন? ওড়িশার বালেশ্বরে বুড়িবালামের যুদ্ধে। |
বাঘাযতীনের আসল নাম কী ছিল? যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় দাশ। |
কালীঘাটের মন্দির কে প্রতিষ্ঠা করেছিলেন? বড়িশার সাবর্ণ চৌধুরি ১৭০৯ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেছিলেন। |
কলকাতা কর্পোরেশনের প্রথম মেয়র কে ছিলেন ? দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ। |
বাংলার বারো ভুইয়া বলতে কাদের বোঝায় ? বাঘাযতীন ১. কন্দর্পনারায়ণ প্রতাপাদিত্য, ২. মুকুন্দরাম, ৩. ইশা খাঁ, ৪. চাদ রায়, ৫. কেদার রায়, ৬. ফজল গাজি, ৭. হাম্ভির মল্ল, ৮. লক্ষ্মণ মাণিক্য, ৯. পিতাম্বর ঠাকুর, ১০. গণেশ রায়, ১১. কংসনারায়ণ, ১২. রামচন্দ্র ঠাকুর। |
স্বরাজ দলের প্রতিষ্ঠাতা কে ছিলেন? দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ |
কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম বাঙালি উপাচার্য কে ছিলেন? স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়। |
কলকাতার রাইটার্স বিল্ডিং কোন্ সালে তৈরি হয় ? ১৭৮০ খ্রিস্টাব্দে। |
চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন কবে ঘটেছিল? ১৯৩০ খ্রিস্টাব্দের ১৮ এপ্রিল। |