বাঙ্গালিদের মধে প্রথম মহিলা//
![]() |
বাঙ্গালিদের মধে প্রথম মহিলা//The first woman among the Bengalis |
মহিলা রাজাপাল- সরোজিনী নাইডু (চট্টোপাধ্যায়)। |
এম.এস.সি. পরীক্ষায় প্রথম স্থানাধিকারিণী- বীথিকা বসু। |
মহিলা গ্র্যাজুয়েট – কাদম্বিনী গঙ্গোপাধ্যায় ও চন্দ্রমুখী বসু। |
প্রেমচাঁদ রায়চাঁদ স্কলার- বিভা মজুমদার। |
মহিলা মুখ্যমন্ত্রী— সুচেতা কৃপালনী (মজুমদার)। |
পি.এইচ. ডি. ডিগ্রি লাভ– ড. জ্যোতিপ্ৰভা দাশগুপ্ত। |
মহিলা কংগ্রেস সভানেত্রী – সরোজিনী নাইডু (চট্টোপাধ্যায়)। |
প্রবেশিকা পরীক্ষায় প্রথম স্থান লাভ করেন কনক পুরকায়স্থ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য- ড. রমা চৌধুরি। |
ইংলিশ চ্যানেল অতিক্রমকারিণী— আরতি সাহা। |
জিব্রাল্টার প্রণালি অতিক্রমকারিণী– বুলা চৌধুরি। |
ভারতের প্রথম মহিলা মিস ইউনিভার্স- সুস্মিতা সেন। |
মহিলা পাইলট– শ্রীমতী দুর্বা বন্দ্যোপাধ্যায়। |
জ্ঞানপীঠ পুরস্কার— আশাপূর্ণা দেবী। |
পাঁচটি মহাসাগরে সাঁতার কাটার কৃতিত্ব – বুলা চৌধুরি। |