বিজ্ঞান মডেল অ্যাক্টিভিটি টাস্ক ক্লাস 6//Science Model Activity Task Class 6
১.১ হেমাটাইট যে ধাতুর আকরিক তা হলো –১. ঠিক উত্তর নির্বাচন করো :
(ক) সোনা
(খ) তামা
(গ) লোহা
(ঘ) অ্যালুমিনিয়াম।
১.২ আয়তন পরিমাপের একক হলো –
(ক) গ্রাম
(খ) সেন্টিমিটার
(গ) বর্গ সেন্টিমিটার
(ঘ) ঘন সেন্টিমিটার।
১.৩ অবিশুদ্ধ রক্ত হলো –
(ক) যে রক্তে কেবল CO2, থাকে
(খ) যে রক্তেO2 ,-এর তুলনায় CO2 , বেশি থাকে
(গ) যে রক্তে কেবল O2, থাকে
(ঘ) যে রক্তে CO2 ,-এর তুলনায় O2, বেশি থাকে।
২. সংক্ষিপ্ত উত্তর দাও :
২.১ SI পদ্ধতিতে বলের একক কী?
উঃ- নিউটন।
২.২ জলের গভীরে গেলে তরলের চাপ কীভাবে পরিবর্তিত হয়?
উঃ- জলের গভীরতা ও তরলের চাপ পরস্পরের সমানুপাতিক অর্থাৎ তরলের গভীরতা বাড়লে তরলের চাপ বাড়ে | তাই যত জলের গভীরে যাওয়া যাবে ততই তরলের চাপ বৃদ্ধি পাবে ।
২.৩ মানবদেহের কোথায় অচল অস্থিসন্ধি দেখা যায়?
উঃ- মানবদেহের খুলির ভেতরে অচল সন্ধি থাকে |
৩. একটি বা দুটি বাক্যে উত্তর দাও :
৩.১ 0.09 বর্গমিটার ক্ষেত্রফলে 90 নিউটন বল প্রযুক্ত হলে যে পরিমাণ চাপ সৃষ্টি হবে তা নির্ণয় করো।
উঃ- আমরা জানি, চাপ (P) = বল (F) / ক্ষেত্রফল (A)
প্রশ্নানুসারে, বল (F) = 90 নিউটন; ক্ষেত্রফল (A) = 0.09 বর্গমিটার
যে পরিমান চাপ সৃষ্টি হবে তা হলো, 900.09=1000900.09=1000 নিউটন / বর্গমিটার
৩.২ রক্তের কাজ কী কী?
উঃ- আমাদের শরীরে রক্তের প্রধান কাজ হলো অক্সিজেন এবং কার্বন-ডাই-অক্সাইড পরিবহণ করা। রক্ত আমাদের দ্বারা গ্রহণ করা অক্সিজেন গ্যাস কে পুরো শরীরে ছড়িয়ে দেয় এবং আমাদের দেহে উৎপন্ন ক্ষতিকর কার্বন-ডাই-অক্সাইড গ্যাসকে দেহ থেকে বের করে দেয়।
৪. তিন-চারটি বাক্যে উত্তর দাও :
৪.১ বল বলতে কী বোঝায় ব্যাখ্যা করো।
উ:-যে ভৌত কারণ কোনো স্থির বস্তুর স্থিরাবস্থা বা গতিশীল বস্তুর গতীয় অবস্থারপরিবর্তন করে বা পরিবর্তনের চেষ্টা করে তাকেই বল বলা হয়।
যেমন:- আমরা যদি কোনো ফুটবলকে মাঠের এক স্থান থেকে অপর স্থানে পাঠাতে চাই তবে আমাদের সেই ফুটবলটিতে বল প্রয়োগ করতে হবে। এক্ষেত্রে এই বল প্রয়োগ হলো ফুটবলটিতে কিক করা। অর্থাৎ কিক করার মাধ্যমে আমরা ফুটবলটিতে বল প্রয়োগ করলাম যার ফলে ফুটবলটির স্থান পরিবর্তন হলো।
৪.২ মানবদেহে প্রশ্বাস আর নিশ্বাস প্রক্রিয়া কীভাবে ঘটে?
উঃ- আমরা যখন বাতাস থেকে অক্সিজেন গ্যাস নাকের মাধ্যমে গ্রহণ করি, তখন আমাদের ফুসফুসে উপস্থিত পঞ্জর পেশি এবং মধ্যচ্ছদা আমাদের বুকের ভেতরের খাঁচাটিকে ফুলিয়ে দেয়। এর ফলে অক্সিজেন গ্যাস আমাদের ফুসফুসে ভরে যায়। একে বলা হয় প্রশ্বাস। আবার এই পেশিগুলিই যখন চুপসে যায়, তখন আমাদের দেহ থেকে কার্বন-ডাই-অক্সাইড গ্যাস বেরিয়ে যায় একে বলে নিশ্বাস।
Keyword:-