বিভিন্ন আবিষ্কার ও আবিষ্কারক দেশ//The country of various discoveries and discoveries
![]() |
বিভিন্ন আবিষ্কার ও আবিষ্কারক দেশ//The country of various discoveries and discoveries |
আবিষ্কারের বিষয় |
আবিষ্কারের নাম |
দেশ |
টেলিভিশন |
জে. এল.বেয়ার্ড |
ইংল্যান্ড |
ট্রানজিস্টার |
শকলি, ব্রাটেন ও বার্ডিন |
আমেরিকা |
কম্পিউটার |
ড. অ্যালেনটারিং |
আমেরিকা |
মোটরগাড়ি |
ডোমলার |
জার্মানি |
ব্যারোমিটার |
ইভারজেসিলসটা টরিসেলি |
ইতালি |
এরোপ্লেন |
রাইট ভ্রাতৃদ্বয় |
আমেরিকা |
স্টিম ইঞ্জিন |
জেমস ওয়াট |
ইংল্যান্ড |
থার্মোমিটার |
ফারেনহাইট |
জার্মানি |
অণুবীক্ষণ যন্ত্র |
নিউবেন হোফ |
হল্যান্ড |
ছাপার যন্ত্র |
গুটেনবার্গ |
জার্মানি |
বসন্তের টিকা |
ড, এডওয়ার্ড জেনার |
ইল্যান্ড
|
টেলিগ্রাফ কোড |
স্যামুয়েল মোর্স |
আমেরিকা |
দূরবিন |
গ্যালিলিও |
ইতালি |
দেশলাই |
জন ওয়াকার |
ইল্যান্ড |
বাইসাইকেল |
ক্লার্ক পেট্রিক ম্যাকমিলান |
স্কটল্যান্ড |
![]() |
ওশিয়ানিয়া//Oceania |
দেশের নাম |
রাজধানী |
মুদ্রা |
অষ্ট্রেলিয়া |
ক্যানবেরা |
ডলার |
নিউজিল্যান্ড |
ওয়েলিংটন |
ডলার |
নাউরু |
নাউরু |
ডলার |
পাপুয়া নিউগিনি |
পোর্ট চখার্সব |
কিনা |
উত্তর আমেরিকা\North America
![]() |
উত্তর আমেরিকা\North America |
দেশের নাম |
রাজধানী |
মুদ্রা |
কানাডা |
অটোয়া |
ডলার |
কিউবা |
হাভানা |
পেসো |
এল সালভাদোর |
সান সালভাদোর |
কোলন |
গুয়েতেমেলা |
গুয়েতেমালা |
কুয়েটজাল |
জামাইকা |
কিংস্টন |
ডলার |
নিকারাগুয়া |
মানাগুয়া |
কার্ডোভা |
পানামা |
পানামা সিটি |
ব্যালবোয়া |
বাহামা দ্বীপপুঞ্জ |
মেক্সিকো |
পেসো |
হাইতি |
পোর্ট অব স্পেন |
সুরদি |
মার্কিন যুক্তরাষ্ট্র |
ওয়াশিংটন |
ডলার |
দক্ষিণ আমেরিকা//South America
![]() |
দক্ষিণ আমেরিকা//South America |
দেশের নাম |
রাজধানী |
মুদ্রা |
আর্জেন্টিনা |
বুয়েনস আয়ারস |
পেসো |
ইকুয়েডর |
কিটো |
সুক্রি |
উরুগুয়ে |
মনটিভিডিও |
পেসো |
চিলি |
সান দিয়াগো |
এসকুডো |
পেরু |
লিমা |
ইনটি |
ব্রাজিল |
ব্রাসিলিয়া |
কুজিরো |
বলিভিয়া |
লা-পাজ |
পেসো |
ভেনিজুয়েলা |
কারাকাস |
বলিভার |
পৃথিবীর বিভিন্ন দেশের পার্লামেন্টের নাম//Names of parliaments of different countries of the world
![]() |
পৃথিবীর বিভিন্ন দেশের পার্লামেন্টের নাম//Names of parliaments of different countries of the world |
দেশের নাম |
পার্লামেন্টের নাম |
১। বাংলাদেশ |
জাতীয় সংসদ |
২। ইরান |
মজলিস |
৩। রাশিয়া |
ডুমা ও কাউন্সিল অব ফেডারেশন |
৪। চিন |
ন্যাশনাল পিপলস কংগ্রেস |
৫। সুইজারল্যাণ্ড |
ফেডারেল অ্যাসেম্বলি |
6. ভারত |
সংসদ (লাোকসভা এবং রাজ্যসভা) |
7. যুক্তরাজ্য |
পার্লামেন্ট (হাউস অব কমন্স ও হাউস অব লর্ডস |
8. নেপাল |
জাতীয় পঞ্চায়েত |
9. মার্কিন যুক্তরাষ্ট্র |
কংগ্রেস (সেনেট এবং হাউস অব রিপ্রেজেনটিটিভস) |
10. গ্রীস |
চেম্বার অব ডেপুটিজ |
পৃথিবীর বিভিন্ন দেশের জাতীয় প্রতীক// National symbols of different countries of the world
![]() |
পৃথিবীর বিভিন্ন দেশের জাতীয় প্রতীক// National symbols of different countries of the world |
দেশের নাম |
জাতীয় প্রতীক |
1. ভারত |
অশাোকচক্র |
2. সাোভিয়েত যুক্তরাষ্ট্র |
কাস্তে হাতুড়ি |
3. আমেরিকা যুক্তরাষ্ট্র |
স্বর্ণদণ্ড |
4. অস্ট্রেলিয়া |
ক্যাঙারু |
5. নিউজিল্যান্ড |
কিউই পাখি |
6. জাপান |
চন্দ্রমল্লিকা ফুল |
7. ফ্রান্স |
স্থলপদ্ম ফুল |
8. ইংল্যান্ড |
গাোলাপ ফুল |
9. কানাডা |
ম্যাপল পাতা |
10. পাকিস্তান |
অর্ধচন্দ্র ও তারা |