বীরভূম জেলায়//
![]() |
বীরভূম জেলায়//Birbhum district |
তারাপীঠ : একটি প্রসিদ্ধ তীর্থক্ষেত্র। এই মহাপীঠ সাধক বামাক্ষ্যাপার সাধনক্ষেত্র। |
বক্রেশ্বর: এখানে গন্ধযুক্ত উয় প্রস্রবণ আছে। এটি তান্ত্রিক সাধনার অন্যতম পীঠস্থান। এখানে একটি তাপবিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হয়েছে। |
ভদ্রপুরঃ মহারাজ নন্দকুমার এখানে জন্মগ্রহণ করেছিলেন। |
লাভপুরঃ এখানে সতীর ঠোট পড়েছিল বলে স্থানটি মহাপীঠ হিসেবে পরিগণিত হয়েছে। এখানকার দেবী ফুল্লরার মন্দিরটি বিখ্যাত। জ্ঞানপীঠ পুরস্কারপ্রাপ্ত প্রখ্যাত সাহিত্যিক তারাশঙ্কর বন্দোপাধ্যায় এখানে জন্মগ্রহণ করেছিলেন। |
কেন্দ্রবিন্দ্ব: এখানে গীতগোবিন্দ রচয়িতা জয়দেব গোস্বামী জন্মগ্রহণ করেছিলেন। অজয় নদীর তীরে মকরসংক্রান্তিতে কেঁদুলির মেলা বসে জয়দেব গোস্বামীর মহোৎসব উপলক্ষ্যে। |
নান্নুরঃ এই জায়গাটি সিউড়ি মহকুমার অন্তর্গত। এখানে খননকার্য চালিয়ে দেড় হাজার বছরের পুরোনো সভ্যতার অনেক নিদর্শন পাওয়া গেছে। এখানেই বৈয়ব সাধক চণ্ডীদাস জন্মগ্রহণ করেছিলেন। |
বোলপুরঃএখানকার শান্তিনিকেতনে ১৯১২ খ্রিস্টাব্দে গড়ে ওঠে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পরিচালনায় বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। এখানকার পৌষ উৎসব, বৃক্ষরোপণ উৎসব, বসন্ত উৎসবের বিশেষ আকর্ষণ আছে। |