1. বিশ্বকাপ ফুটবল প্রতিযাোগিতা পরিচালনা করেন কারা ?
উ:- ফেডারেশন অব দ্য ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসাোসিয়েশন, এক কথায় যাতে ফিফা বলে।
2. আলম্বাো কাগ’ কোন্ খেলার সঙ্গে যুক্ত ?
উ:- ফুটবল প্রতিযাোগিতার সঙ্গে। শ্রীলঙ্কা, ভারত, পাকিস্তান ও মায়ানমারের মধ্যে এই খেলাটি সীমাবদ্ধ।
3. উইম্বলডন প্রতিযাোগিতা কী ?
উ:- বিশ্ব লন টেনিস প্রতিযাোগিতা। লন্ডনের উপকণ্ঠে উইম্বলডন নামক স্থানে এই খেলাটি অনুষ্ঠিত হয়। খেলাটি প্রথম শুরু হয় ১৯০০ খ্রিস্টাব্দে।
4.প্রিন্স অব ওয়েলস্ কান্ কোন্ খেলার সঙ্গে যুক্ত ?
উ:- বিশ্ব গলফ প্রতিযাোগিতার সঙ্গে যুক্ত।
5 . কোবিলন কাপ কোন্ খেলার সঙ্গে যুক্ত ?
উ:- মহিলাদের বিশ্ব টেবিল টেনিস প্রতিযাোগিতার সঙ্গে যুক্ত।
6. টমাস্ কাপ কোন্ প্রতিযাোগিতার সঙ্গে যুক্ত ?
উ:- বিশ্ব ব্যাডমিন্টন প্রতিযাোগিতার সঙ্গে যুক্ত।
7. গ্রাঁ প্রি (Grand Prix) প্রতিযাোগিতা কী ?
উ:- টেনিস খেলার বিশ্ব প্রতিযাোগিতা।
8. ডেনশিয়াল কাপ কোন্ খেলার সঙ্গে যুক্ত ?
উ:- বিশ্ব ক্রিকেট প্রতিযাোগিতার সঙ্গে যুক্ত।
9. ডেভিস কাপ কোন্ খেলার সঙ্গে যুক্ত ?
উ:- লন টেনিস খেলার সঙ্গে যুক্ত।
10. কোন্ দেশে সর্বপ্রথম বিশ্বকাপ ফুটবল খেলার সূচনা হয়েছিল ?
উ:- উরুগুয়েতে।
11. জুড়াো’ খেলা কে প্রবর্তন করেছিলেন?
উ:- ডক্টর জিগাভাো কানাো।
12. প্রথম সাফ গেমস্ কোথায় অনুষ্ঠিত হয় ?
উ:- ১৯৮৪ সালে নেপালের রাজধানী কাঠমান্ডুতে।
13. সর্বপ্রথম এশিয়ান গেমস্ কোথায় কোন্ খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হয়েছিল ?
উ:- ভারতের রাজধানী নয়াদিল্লিতে, ১৯৫১ খ্রিস্টাব্দে।
14. শততম অলিম্পিক ক্রীড়া কত খ্রিস্টাব্দে কোথায় অনুষ্ঠিত হয়েছিল?
উ:- আমেরিকার জর্জিয়া রাজ্যের রাজধানী আটলান্টায়, ১৯৯৬ খ্রিস্টাব্দে।
15. সবচেয়ে কম সময়ে কে ইংলিশ চ্যানেল অতিক্রম করেন ?
উ:- ব্যারি ওয়াটসন ৯ ঘণ্টা ১০ মিনিটে।
16. প্রথম অলিম্পিক ক্রীড়া কোথায় অনুষ্ঠিত হয়ে ছিল ?
উ:- এথেন্সে।
17. টেস্ট ক্রিকেটে সর্বাধিক রান কার ?
উ:- অস্ট্রেলিয়ার অ্যালান বর্ডারের।এগারাো হাজারেরও বেশি রান করেছেন।
18. মহিলাদের মধ্যে সবচেয়ে কম সময়ে জিব্রাল্টার প্রণালী অতিক্রম করে তে বিশ্বরেকর্ড করেছেন?
উ:- ২০০০ খ্রিস্টাব্দে ভারতের পশ্চিমবঙ্গের বুলা চৌধুরি।
19. মহিলাদের হকি খেলার সঙ্গে। রচিতা মিস্ত্রি কত খ্রিস্টাব্দে অর্জুন পরিস্কার পেয়েছেন? কোন্ বিষয়ে ?
উ:- বাংলার রচিতা মিস্ত্রি ১৯৯৯ খ্রিস্টাব্দে অ্যাথলেটিকস্-এ অর্জুন পুরস্কার পেয়েছেন।
20. এখনও পর্যন্ত বিশ্বের সর্বশ্রেষ্ঠ ফুটবল খেলাোয়াড় কে?
উ:- পেলে। ইনি ব্রাজিলের অধিবাসী।
21. বিংশ শতাব্দীর সর্বশেষ বিশ্বকাপ ফুটবল খেলা কোথায় কোন্ খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হয়েছে?
উ:- ফ্রান্সে, ১৯৯৮ খ্রিস্টাব্দে।
22. ২০১৪ এর বিশ্বকাপ ফুটবলে কোন্ দেশ বিজয়ী হয়েছিল?
উ:- জার্মানি। দক্ষিণ কোরিয়া, ইনচিঙন শহরে।
23. ২০০০ খ্রিস্টাব্দে অলিম্পিক ক্রীড়ানুষ্ঠান কোথায় হয়েছে?
উ:- গ্রিসের রাজধানী এথেন্সে।
24. ২০১৪ খ্রিস্টাব্দে বিশ্বকাপ ফুটবল কোথায় অনুষ্ঠিত হয়েছিল ?
উ:- ব্রাজিলে।
25. কোন দেশ পাঁচবার বিশ্বকাপ ফুটবলে জয়ী হয়েছে?
উ:- ব্রাজিল।
26. ২০১৫-এর বিশ্বকাপ ক্রিকেটে কোন দেশ বিজয়ী হয়েছে?
উ:- অস্ট্রেলিয়া।
27. প্রীতানি কোন খেলার সঙ্গে যুক্ত ?
উ:- ২০১৪ খ্রিস্টাব্দে
28. এশিয়ান গেমস্ কোথায় অনুষ্ঠিত হয়েছিল ?
উ:- ২০১৪ সালে ২০তম
29. সূর্যের সবচেয়ে নিকটতম গ্রহ কোনটি ?
উ:- বুধ গ্রহ
30. সবচেয়ে বড়াো গ্রহ কোটি?
বৃহস্পতি।
31. সবচেয়ে ছাোটো গ্রহ কোনটি?
উ:- এখন পর্যন্ত যেসব গ্রহের কথা জানা গেছে তার মধ্যে বুধই সবচেয়ে ছোটো হত
32. পৃথিবীর উপগ্রহের নাম কী?
উ:- চাঁদ
33. পৃথিবীর চারদিকে ঘুরতে চাঁদের কত সময় লাগে?
উ:- ২১দিন ১১ ঘন্টা।
34. রামধনু কী?
উ:- সূর্যের আলাোতে সাতটি প্রধান রং আছে, সেগুলাো হল- বেগুনি, নীল, আকাশি, সবুজ, হলদে, কমলা ও লাল। বর্ষার সময় আকাশে মেঘের মধ্যে হতে অসংখ্য জলকণা। আকাশে মেঘ থাকলে সূর্যের কিরণ মেঘের জলকণার মধ্য দিয়ে আসে। তখন সূর্যের আলাোর প্রধান রংগুলাো পৃথক পৃথকভাবে দেখা যায় এটি আকাশে ধনুকের মতাো দেখা যায় বলে একে রামধনু বলা হয়।
35. পৃথিবীর পৃষ্ঠে চন্দ্রের প্রভাব কতটুকু?
উ:- চন্দ্রের আকর্ষণে ও বিকর্ষণে পৃথিবীর সমুদ্রে জোয়ার-ভাটা হয়।
36. উল্কা কী?
উ:- কিছু কিছু শিলা ও ধাতুখণ্ড সূর্যের চারিদিকে ঘুরতে থাকে। এভাবে ঘুরতে ঘুরতে হঠাৎ কোনাো কোনাো ধাতুখণ্ড পৃথিবীর একেবারে নিকটে এসে পড়ে। সেটি তখন পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে পৃথিবীর দিকে খুব জোরে ছুটে আসে। বায়ুমণ্ডলের সঙ্গে সংঘর্ষে সেগুলাো জ্বলে ওঠে। একেই বলে উল্কা বা ধূমকেতু।
37. পৃথিবীর বুকে কি উল্কাপাত ঘটে ?
উ:- বেশিরভাগ উল্কাপিণ্ডই পৃথিবীতে পড়ার আগে পুড়ে ছাই হয়ে যায়। কোনাো কোনাো উল্কাপিণ্ড যেগুলাো সম্পূর্ণ পাোড়ে না, সেগুলাো পৃথিবীর মাটিতে এসে পড়ে।
38. হ্যালির ধূমকেতু কত বছর পর পৃথিবীর কাছে আসে।
উ:- (৫০ বছর পর।
39. সবচেয়ে বড়াো উষ্কাপিণ্ড পৃথিবীর কোথায় পড়েছিল।
উ:- দক্ষিণ আফ্রিকার রুমফাটনে।
40. হেল বপ (HELL BOPP) কী ?
উ:- এটি ১৯৯৫ খ্রিস্টাব্দে আবিষ্কৃত সবচেয়ে উথাল ধুমকেতু।
41. পৃথিবীকে অভিগত গাোলক বলা হয় কেন ?
উ:- পৃথিবী সম্পূর্ণ গাোল নয়। এর উত্তর ও দক্ষিণ মেরু অল কিছুটা চ্যাপটা। এই আকৃতিকে ‘অভিগত গাোলক’ বলা হয়।
42. বিষুবরেখা বা নিরক্ষরেখা কী ?
উ:- উত্তর ও দক্ষিণ মেরু থেকে সমদূরবর্তী যে কাল্পনিক রেখা পূর্ব-পশ্চিমে পৃথিবীতে বেষ্টন করে আছে, তাকে বিষুবরেখা বা নিরক্ষরেখা বলা হয়।
43. মহাবিষুব কী ?
উ:- ২১ মার্চ তারিখকে মহাবিষুব বলা হয়, কারণ সেইদিন পৃথিবীর সর্বত্র দিবা-রাত্রি সমান থাকে। ২৩ সেপ্টেম্বর তারিখকে জলবিষুব বলা হয়, কারণ সেইদিন সূর্য বিষুবরেখার উপর লম্বভাবে কিরণ দেয় এবং পৃথিবীর সর্বত্র দিবারাত্রি সমান থাকে।
44. দ্রাঘিমারেখা কী ?
উ:- পৃথিবীতে কোনাো জায়গায় অবস্থান নির্ণয়ের জন্য উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত ৩৬০টি অর্ধবৃত্তাকার রেখা কল্পনা করা হয়েছে। সেগুলাোকেই দ্রাঘিমারেখা বলা হয়।
45. মূল মধ্যরেখা কী ?
উ:- দ্রাঘিমা রেখাগুলাোর মধ্যে যে রেখাটি লন্ডনের নিকটবর্তী গ্রিনিচ শহরের উপর দিয়ে গেছে তাকে ‘মূল মধ্যরেখা’ বলা হয়। এই রেখা থেকেই পূর্ব ও পশ্চিমে কৌণিক দূরত্বের হিসাব করা হয়।
46. দ্রাঘিমাংশ কাকে বলে ?
উ:- মূল মধ্যরেখা থেকে পূর্বে বা পশ্চিমে কোনাো স্থানের কৌণিক দূরত্বকে সেই স্থানের দ্রাঘিমাংশ বলা হয়।
47. সূর্যগ্রহণ কাকে বলে ?
উ:- পৃথিবী ও সূর্যের মাঝখানে যখন চন্দ্র ঘুরতে ঘুরতে এসে পড়ে, তখন সূর্য আড়ালে পড়ে যায়। এই অবস্থাকেই সূর্যগ্রহণ বলা হয়।
বিশ্বের বিভিন্ন ধর্ম সম্প্রদায়//Different religious communities in the world
বিশ্বের বিভিন্ন ধর্ম সম্প্রদায়//Different religious communities in the world
1. খ্রিস্টান ধর্মের প্রবর্তক কে?
উ:-যিশুখিস্ট
2. যিশুখ্রিস্ট কোথায় জন্মগ্রহণ করেছিলেন?
উ:-জেরুজালেমে।
3. খ্রিস্টানদের ধর্মগ্রন্থের নাম কী ?
উ:-বাইবেল।
4. যিশুখ্রিস্ট কোন ভাষায় কথা বলতেন?
উ:-অ্যারামাইক।
5. বড়াোদিন কবে পালিত হয়?
উ:-প্রতি বছর ২৫ ডিসেম্বর, যিশুখ্রিস্টের জন্মদিন উপলক্ষ্যে বড়াোদিন পালিত হয়।
6. গুড ফ্রাইডে কী?
উ:-যিশুখ্রিস্ট্রের ক্রুশবিদ্ধ হবার দিনটি স্মরণ করে যে উৎসব পালিত হয়, তাকেই গুড ফ্রাইডে বলা হয়। 7. 7. 7. 7. ইসলাম ধর্মের প্রবর্তক কে?
উ:-হজরত মহম্মদ।
8. হজরত মহম্মদ কোথায় জন্মগ্রহণ করেন?
উ:-মক্কার কোরেশ বংশে ১৫৭০ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন।
9. মুসলমান ধর্মগ্রন্থের নাম কী ?
উ:-কোরান।
10. ইসলাম ধর্মে অবশ্য পালনীয় পাঁচটি ক্য কী কী ? আবু বকর।
i. “ইমান’ বা আল্লার প্রতি একান্ত বিশ্বাস,
ii. নামাজ’ বা আল্লার উপাসনা,
iii. ‘রাোজা’ বা পবিত্র রমজান মাসে উপবাস পালন করা,
iv. জাকাত’ বা আয়ের কিছু অংশ দান করা,
v. ‘হজ’ বা মক্কায় তীর্থযাত্রা করা।
’11. খলিফা’ কাদের বলা হত?
উ:-হজরত মহম্মদের মৃত্যুর পর ইসলাম ধর্মপ্রচার ও প্রসারে নেতৃত্ব গ্রহণ করেছিলেন তার প্রতিনিধি স্থানীয় ব্যক্তিবর্গ— এদের বলা হত খলিফা।
12. প্রথম খলিফা কে ছিলেন?
উ:-আবু বক্কর
13. বৌদ্ধধর্মের প্রবর্তকের নাম কী ?
উ:-গৌতম বুদ্ধ।
14. গৌতম বুদ্ধ কোথায় জন্মগ্রহণ করেছিলেন?
উ:-খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে নেপালের অন্তর্গত কপিলাবস্তু নগরীতে।
15. বৌদ্ধ ধর্মগ্রন্থের নাম কী?
উ:-ত্রিপিটক (বিনয়পিটক, সূত্রপিটক ও অভিধর্ম পিটক)।
16. বৌদ্ধধর্মের সারকথা কী ?
উ:-অহিংসা ও জীবে দয়া।
17. বৌদ্ধধর্মের অষ্টাঙ্গিক মার্গ কি কি?
i. সৎকর্ম,
ii. সঞ্জীবন,
iii. সৎ প্রচেষ্টা,
iv. সংকল্প,
v. সম্যক দৃষ্টি,
vi. সৎস্মৃতি,
vii. সবাক্য,
viii. সম্যক উপাধি।
18. বৌদ্ধধর্মে ‘নির্বাণ’ বলতে কী বাোঝায়?
উ:-জাগতকি দুঃখ কষ্ট থেকে মুক্তিলাভের উপায় হল নির্বাণ।
19. জাতক’ কী ? হয়।
উ:-গৌতম বুদ্ধের পূর্বজন্মের কাহিনি যে গ্রন্থে লিখিত আছে তাকেই ‘জাতক বলা
20. বৌদ্ধধর্মের দুটি শাখার নাম কী কী?
উ:-হীনযান ও মহাযান।
21. জৈনধর্মের মূল প্রবর্তক কে?
উ:-পার্শ্বনাথ।
22. জৈনদের প্রথম ধর্মগ্রন্থের নাম কী ?
উ:-আগম বা সিদ্ধান্ত।
23. জৈনদের প্রথম তীর্থঙ্কর কে ছিলেন?
উ:-ঋষভদেব বা আদিনাথ।
24. ১ জৈনদের মূল লক্ষ্য কী ?
উ:-পুনর্জন্ম থেকে মুক্তিলাভ করা।
25. জৈনধর্মের ত্রিরত্ব কী কী ?
উ:-সঠিক জ্ঞান, বিশ্বাস ও আচরণের মাধ্যমেই মুক্তিলাভ সম্ভব। এই তিনটি নীতিকে ত্রিরত্ন বলে।
26. জৈনদের প্রধান দুটি সম্প্রদায়ের নাম কী কী ?
উ:-শ্বেতাম্বর ও দিগম্বর।
27. পারসিক ধর্মের প্রবর্তক কে?
উ:-জরাথুস্ট।
28. পারসিকদের ধর্মগ্রন্থের নাম কী ?
উ:-জেদ-আবেস্তা।
29. পারসিকদের দেবতার নাম কী ?
উ:-আহুরাো মাজদার।
30.শিখ ধর্মের প্রবর্তক কে?
উ:-গুরু নানক।
31. শিখ ধর্মগ্রন্থের নাম কী?
উ:-গ্রন্থ সাহেব।
32. গুরু নামক কোথায় জন্মগ্রহণ করেছিলেন?
উ:-লাহাোরের তালবন্দি গ্রামে ১৮৬৯ খ্রিস্টাব্দে।
33. শিখদের দশম বা শেষ গুরু কে ছিলেন?
উ:-গুরু গাোবিন্দ সিংহ।
34. ভারতে ব্ৰত্মধর্মের প্রবর্তক কে ?
উ:-রাজা রামমাোহন রায়।
35. রামমাোহন কোথায় জন্মগ্রহণ করেন?
উ:-পশ্চিমবঙ্গের হুগলি জেলার রাধানগর গ্রামে ১৭৭২ খ্রিষ্টাব্দে।
36. হিন্দুদের প্রধান দুটি ধর্মগ্রন্থের নাম কী কী ?