১. নীচের প্রশ্নগুলির উত্তর দাও :
Table of Contents
১.১ ‘সেই ছবিটা দেখে উবা আমার দিকে তাকাল।
– ‘উবা’র পরিচয় দাও। কোন ছবিটা দেখে সে কথকের দিকে তাকিয়েছে?
উঃ- আমাজনের জঙ্গলে লেখক ঘুরতে গেলে | যে ছেলেটি লেখক কে ঘুরতে সাহায্য করেছিল | সেই ছেলেটির নাম উবা।
ভ্যান রিক্সায় অনেকটা টিনের বড় বাক্সের মতো দেখতে চারিদিক বন্ধ গাড়িতে ছোট্ট ছোট্ট | ছেলেমেয়েরা গাদাগাদি করে বসে স্কুলে যাচ্ছে। | সেই ছবিটা দেখে উবা কথকের দিকে তাকিযেছে।
১.২ ‘কোনো ভয় নেই মা, আমি ওষুধ বলে দিচ্ছি।
– বক্তা কে? তিনি কোন ওষুধের কথা বলেছেন?
উঃ- লীলা মজুমদারের রচিত আলো গল্পে | উদ্ধৃত লাইনটির বক্তা হচ্ছে গুরু, এখানে তিনি | হাড়ভাঙ্গা পাতার গাছ আর লাল মধুর কথা | বলেছেন।
১.৩ মাঠের বৃষ্টি বড়ো বিশাল।
– সেই বৃষ্টির বিবরণ কথক কীভাবে দিয়েছে?
উঃ- মণীন্দ্র গুপ্তের রচিত অ্যাডভেঞ্চার বর্ষায় গল্পে কথক যে বৃষ্টির যে বিবরণ দিয়েছে সেখানে | বলা হযেছে, বৃষ্টি যেন পৃথিবিকে নিরাশ্রয় পেযে তার বল দুর্ধর্ষ সৃষ্টি করেছে। বাতাসের বেগ জলের রেখা কে থুর থুরে ধোয়া করে দিচ্ছে। | পিঠের উপরে বৃষ্টি যেন কথকের পেরেক। গাঁথাছড়া থ্যাবড়া হাতে চড়ের পর চড় মারছে।
১.৪ ‘আমার তরি বোঝাই করে দেবে উপহার।
– কে, কী উপহার দেবে?
উঃ- কাজী নজরুল ইসলামের লেখা আমি | সাগর পাড়ি দেবো কবিতায় সিন্ধু সওদাগরের বন্ধু হয়ে রতন মানিক বোঝাই করে উপহার দেওয়ার কথা বলেছে।
১.৫ ‘দূরের পাল্লা’ কবিতাংশে কতজন মাঝির কথা রয়েছে? তারা নৌকোয় বসে কী করছেন?
উঃ- সত্যেন্দ্রনাথ দত্তের দূরের পাল্লা কবিতায় তিনজন মাঝির কথা রয়েছে। ওই তিনজন মাঝি আপন-মনে গান গেয়ে চারিদিকের দৃশ্য | দেখতে দেখতে নৌকা বেয়ে চলেছে।
সুস্থ থাকতে যা যা খাওয়া উচিত
২. নীচের ব্যাকরণগত প্রশ্নগুলির উত্তর দাও :
২.১ সন্ধি বিচ্ছেদ করো :
২.১.১ অপেক্ষা
উঃ- অপেক্ষা = অপ + ঈক্ষা।
২.১.২ ব্যবহার
উঃ- ব্যবহার = বেব+হার
২.১.৩ অধ্যুষিত
উঃ- অধ্যুষিত = অধি+উষিত
২.২ সন্ধি করো :
২.২.১ অতি + উক্তি
উঃ- অতি+উক্তি = অত্যুক্তি,
২.২.২ প্রতি + অক্ষ
উঃ- প্রতি + অষ্ক = প্রত্যক্ষ