Class 10 Part 7 Physical Science Model Activity Task
Table of Contents
১. ঠিক উত্তর নির্বাচন করো :
১.১ আধানের SI একক হলো −
(ক) ওহম
(খ) অ্যাম্পিয়ার
(গ) ভোল্ট
উ:- (ঘ) কুলম্ব
১.২ ধাতব পরিবাহীর রোধ ও সময় স্থির রেখে প্রবাহমাত্রা দ্বিগুন করলে উৎপন্ন তাপ প্রাথমিকের −
(ক) দ্বিগুণ হবে
উ:- (খ) চারগুণ হবে
(গ) ছয়গুণ হবে
(ঘ) আটগুণ হবে
১.৩ গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ করার সময় গলিত অবস্থার মধ্যে দিয়ে তড়িৎ পরিবহন করে −
(ক) ইলেকট্রন
(খ) শুধু ক্যাটায়ন
(গ) শুধু অ্যানায়ন
উ:- (ঘ) ক্যাটায়ন ও অ্যানায়ন উভয়ই
২. নীচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা নিরূপণ করো :
২.১ স্থির উষ্ণতায় নাইট্রোজেন সাপেক্ষে কোনো গ্যাসের বাষ্প ঘনত্ব হাইড্রোজেন সাপেক্ষে উক্ত গ্যাসের বাষ্প ঘনত্বের চেয়ে বেশি ।
উ:- মিথ্যা
২.২ ধাতুর তড়িৎ পরিবহনের ক্ষমতা তড়িৎ বিশ্লেষ্যের গলিত অবস্থার তড়িৎ পরিবাহিতার চেয়ে কম ।
উ:- মিথ্যা
২.৩ কপার সালফেটের জলীয় দ্রবণকে কপার তড়িদ্দ্বার দিয়ে তড়িৎ বিশ্লেষণ করা হলে দ্রবণে কিউপ্রিক আয়নের গাঢ়ত্ব একই থাকে ।
উ:- সত্য
Class 10 Part 7 Physical Science Model Activity Task [October]
৩. সংক্ষিপ্ত উত্তর দাও :
৩.১ লেখচিত্রের সাহায্যে ওহমের সূত্রটিকে প্রকাশ করো ।
উ:- ওহমের সূত্রের গাণিতিক রূপটি হল : V = IR
যেখানে, V = দুই প্রান্তের বিভবপ্রভেদ, I = ওই পরিবাহীরমধ্য দিয়ে তড়িৎ প্রবাহমাত্র এবং R = ওই পরিবাহীর রোধ ।
এখন নির্দিষ্ট শর্তে X অক্ষ বরাবর বিভবপ্রভেদ এবং Y অক্ষ বরাবর তড়িৎ প্রবাহমাত্রাকে লেখচিত্র অঙ্কন করলে OP একটি মূলবিন্দুগামী সরলরেখা পাওয়া যায় । এই লেখচিত্রকে পরিবাহীর বৈশিষ্ট্য লেখ বলা হয়ে থাকে ।

৩.২ ইলেকট্রিক ফিউজ কিভাবে কাজ করে ?
উ:- ইলেকট্রিক ফিউজের কার্যনীতি :
ফিউজ তারের গলনাঙ্ক কম ও রোধ বেশি । ফিউজ তারকে বৈদ্যুতিক লাইনের সঙ্গে শ্রেণী সমবায়ে যুক্ত করা হয়ে থাকে । গলনাঙ্ক কম হওয়ায় ফিউজ তার একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত তড়িৎ প্রবাহ সহ্য করতে পারে। তড়িৎ প্রবাহমাত্রা ওই নির্দিষ্ট সীমার বেশি হলেই ফিউজ তারে যে তাপ উৎপন্ন হয় সেই তাপে ফিউজ তার গলে গিয়ে লাইনের সংযোগ বিচ্ছিন্ন করে দেয় । ফলে বর্তনীতে তড়িৎ প্রবাহ বন্ধ হয়ে যায় ।
৩.৩ একটি বাল্বের গায়ে লেখা আছে 220V − 100W । এর অর্থ ব্যাখ্যা করো ।
উ:- একটি বাল্বের গায়ে লেখা 220V − 100W কথাটির অর্থ হল বাল্ব্টিকে 220 ভোল্ট বিভবপার্থক্য বিশিষ্ট লাইনের দুই প্রান্তে যোগ করলে বাতিটি প্রতি সেকেন্ডে 100 জুল তড়িৎশক্তি খরচ করবে এবং তখন বাতিটির ঔজ্জ্বল্য সবচেয়ে বেশি হবে |
৩.৪ একটি তীব্র ও একটি মৃদু তড়িৎ বিশ্লেষ্যের সংকেত লেখি ।
উ:-
নাম | সংকেত | |
তীব্র তড়িৎ বিশ্লেষ্য | সোডিয়াম ক্লোরাইড | NaCl |
মৃদু তড়িৎ বিশ্লেষ্য | অ্যাসেটিক অ্যাসিড | CH₃COOH |
৪. নীচের প্রশ্ন দুটির উত্তর দাও :
৪.১ শক্তির নিত্যতা সূত্ররূপে লেঞ্জের সূত্রের ব্যাখ্যা দাও ।
উ:-
শক্তির নিত্যতা সূত্ররূপে লেঞ্জের সূত্রের ব্যাখ্যা :
শক্তির নিত্যতা সূত্ররূপে লেঞ্জের সূত্রের ব্যাখ্যা দাও । এই প্রশ্নটির উত্তর টি খুব তাড়ালেঞ্জের সূত্রানুযায়ী, তড়িৎচুম্বকীয় আবেশের ক্ষেত্রে আবিষ্ট তড়িৎচালক বলের অভিমুখ এমন হয় যেন এই আবিষ্ট তড়িৎচালক বল বর্তনীতে তড়িৎপ্রবাহ সৃষ্টির কারণকে বাধা দিতে পারে । অর্থাৎ কুণ্ডলীর কাছে চুম্বক নিয়ে যেতে গেলে আবিষ্ট তড়িৎচালক বল এই গতিকে বাধা বলের দেবে আবার চুম্বককে দূরে নিয়ে যেতে গেলেও গতিকে বাধা দেবে ফলে চুম্বক বা কুণ্ডলী যে-কোনো একটিকে আপেক্ষিকভাবে গতিশীল করতে হলে এই বাধা বলের বিরুদ্ধে কার্য করতে হবে। এই কার্যই তড়িৎচালক বল আবিষ্ট করবে এবং শক্তির সংরক্ষণ নীতি বজায় রাখবে । এইভাবে আমরা শক্তির নিত্যতা সূত্ররূপে লেঞ্জের সূত্রকে ব্যাখ্যা করতে পারি।
৪.২ লঘু সালফিউরিক অ্যাসিড ও জিঙ্কের বিক্রিয়ায় 5 gm হাইড্রোজেন গ্যাস তৈরি করতে হলে 50% বিশুদ্ধতার কত গ্রাম জিঙ্ক প্রয়োজন হবে তা নির্ণয় করো । ( Zn = 65.5, O = 16, S = 32, H = 1)
উ:-
বিক্রিয়ার সমিত সমীকরণ :
Zn + H₂SO₄ = ZnSO₄ + H₂
65.5 2
2 gm H₂ প্রস্তুত করতে = 65.5 g জিঙ্ক প্রয়োজন
1 gm H₂ প্রস্তুত করতে = 65.5265.52 g জিঙ্ক প্রয়োজন
5 gm H₂ প্রস্তুত করতে = 65.52×565.52×5 g জিঙ্ক প্রয়োজন
= 163.75 গ্রাম জিঙ্ক প্রয়োজন
ধরি, 5 gm H₂ প্রস্তুত করতে 50% বিশুদ্ধতার x gm জিঙ্ক প্রয়োজন
∴ x gm জিঙ্কের মধ্যে বিশুদ্ধ জিঙ্কের পরিমাণ x×50100=x2x×50100=x2 gm
∴ x2=163.75×2=163.75
বা, x=163.75×2x=163.75×2
∴ x=327.5x=327.5
∴ 50% বিশুদ্ধতার 327.5 গ্রাম জিঙ্ক প্রয়োজন হবে |
Class 5 Model Activity Task | ||
September Part-6 | ||
নীচের বিষয় গুলিতে Click করে নতুন মডেল অ্যাক্টিভিটি টাস্ক গুলি লিখে নিতে পারবে | ||
Class 6 Model Activity Task | ||
September Part-6 | ||
নীচের বিষয় গুলিতে Click করে নতুন মডেল অ্যাক্টিভিটি টাস্ক গুলি লিখে নিতে পারবে | ||
Class 7 Model Activity Task | ||
September Part-6 | ||
নীচের বিষয় গুলিতে Click করে নতুন মডেল অ্যাক্টিভিটি টাস্ক গুলি লিখে নিতে পারবে | ||
Class 8 Model Activity Task | ||
September Part-6 | ||
নীচের বিষয় গুলিতে Click করে নতুন মডেল অ্যাক্টিভিটি টাস্ক গুলি লিখে নিতে পারবে | ||
Class 9 Model Activity Task | ||
September Part-6 | ||
নীচের বিষয় গুলিতে Click করে নতুন মডেল অ্যাক্টিভিটি টাস্ক গুলি লিখে নিতে পারবে | ||
Class 10 Model Activity Task | ||
September Part-6 | ||
নীচের বিষয় গুলিতে Click করে নতুন মডেল অ্যাক্টিভিটি টাস্ক গুলি লিখে নিতে পারবে | ||