Part- 7 Sastho O Sorir Class 4 Model Activity Task
বন্যা
Table of Contents
১। নীচের শব্দঝুড়ি থেকে সঠিক শব্দটি খুঁজে নিয়ে শূন্যস্থানটি পূরণ করো
(ক)বন্যা
(ক)অত্যধিক বৃষ্টি হলেই জল বৃদ্ধি হয়,
জলমগ্ন অবস্থা তাই ____নিরাপদ_______ যে নয়।
(খ) বন্যা
অস্থায়ী এই অবস্থাকে ____বন্যা________ নামে ডাকি,
নিরাপদ স্থান বেছে নিয়ে তখন আমরা থাকি।
(গ) বন্যা
বন্যা মানেই চারদিকেতেই জলে একাকার,
উঁচু জায়গায় আশ্রয় নেয় কত ____পরিবার_____
(ঘ) বন্যা
গাড়ি ঘোড়া ঘর বা বাড়ি জলে জলেই ভাসে,
স্বেচ্ছাসেবক, ___সমাজসেবী____ এগিয়ে তখন আসে।
(ঙ) বন্যা
ত্রাণ শিবিরে মেলে খাবার, _____শিশুর ______ খাদ্য, জল,
মোকাবিলায় এগিয়ে আসে উদ্ধারকারী দল।
(চ) বন্যা
ত্রাণ শিবিরে জানতে হবে তাদের _____প্রয়োজন_______ ।
সুনিশ্চিত করতে হবে, জানায় প্রশাসন।
শব্দঝুড়ি : নিরাপদ, বন্যা, পরিবার, সমাজসেবী, শিশুর, প্রয়োজন
২। নীচের ঘটনাগুলির কোনটি সত্য ও কোনটি মিথ্যা তা লেখো এবং ভুল থাকলে সংশোধন করো
(ক) শিশু, প্রতিবন্ধী, বৃদ্ধ ও মহিলাদের প্রথমে সুরক্ষিত উঁচু জায়গায় নিয়ে যেতে হবে।
উ:- সত্য
(খ) দুর্যোগবার্তা শুনলে শুকনো খাবার, শিশুর খাদ্য, জল, জ্বালানির নিরাপদ জায়গায় রাখতে হবে। ওষুধ, টর্চ, দেশলাই, হারিকেন, মূল্যবান কাগজ প্লাস্টিকে মুড়ে নিরাপদ স্থানে রাখতে হবে।
উ:- সত্য
(গ) পানীয় জলের নলকূপে অতিরিক্ত পাইপ সংযোগ করতে হবে, যাতে কল বন্যার জলে না ডুবে যায়।
উ:- সত্য
(ঘ) গুজবে কান দেবে ও গুজব ছড়াবে।
উ:- মিথ্যে
(ঙ) বন্যায় ভোবা শাকসবজি, মাছ খাবে।
উ:- মিথ্যে
৩। নীচের প্রশ্নগুলির উত্তর দাও।
(ক) বন্যা কাকে বলে?
উ:- যখন খালে বিলে স্বাভাবিকের চেয়ে বেশি জল হয় স্বাভাবিকের চেয়ে বেশি জল হয় এবং লোকালয়ে জল চলে আসে তখন তাকে বন্যা বলি।
(খ) বন্যার সময় কী কী করা উচিত নয়?
উ:- বন্যার সময় নিচু জাইগায় থাকতে নেই। বন্যায় ডোবা শাকসবজি খেতে নেই
Class 5 Model Activity Task |
||
September Part-6 |
||
নীচের বিষয় গুলিতে Click করে নতুন মডেল অ্যাক্টিভিটি টাস্ক গুলি লিখে নিতে পারবে |
||
Class 6 Model Activity Task |
||
September Part-6 |
||
নীচের বিষয় গুলিতে Click করে নতুন মডেল অ্যাক্টিভিটি টাস্ক গুলি লিখে নিতে পারবে |
||
Class 7 Model Activity Task |
||
September Part-6 |
||
নীচের বিষয় গুলিতে Click করে নতুন মডেল অ্যাক্টিভিটি টাস্ক গুলি লিখে নিতে পারবে |
||
Class 8 Model Activity Task |
||
September Part-6 |
||
নীচের বিষয় গুলিতে Click করে নতুন মডেল অ্যাক্টিভিটি টাস্ক গুলি লিখে নিতে পারবে |
||
Class 9 Model Activity Task |
||
September Part-6 |
||
নীচের বিষয় গুলিতে Click করে নতুন মডেল অ্যাক্টিভিটি টাস্ক গুলি লিখে নিতে পারবে |
||
Class 10 Model Activity Task |
||
September Part-6 |
||
নীচের বিষয় গুলিতে Click করে নতুন মডেল অ্যাক্টিভিটি টাস্ক গুলি লিখে নিতে পারবে |
||