Class 6 2nd chapter 1 Marks Questions & Answers History
Table of Contents
ষষ্ঠ শ্রেণী
দ্বিতীয় অধ্যায়
ভারতীয় উপমহাদেশে আদিম মানুষ
যাযাবর জীবন থেকে স্থায়ী বসতি স্থাপন
দু-এককথায় উত্তর দাও :-
পূর্ব আফ্রিকার কোথায় সবচেয়ে পুরোনো আদিম মানুষের খোঁজ পাওয়া গেছে?
উ:- ওলডুভাই গিরিখাতে ।
অস্ট্রালোপিথেকাসদের একটি বৈশিষ্ট্য লেখ।
উ:- এদের চোয়াল ছিল শক্ত ও সুগঠিত ।
কোন জিনিসের উপর ভিত্তি করে আদিম মানুষের পার্থক্য করা হয় ?
উ:- মস্তিষ্কের আকারের ভিত্তিতে ।
এপ একটি দল গাছ থেকে মাটিতে নেমে এসেছিল কেন ?
উ:- খাবারের সন্ধানে ।
কোন প্রাচীন মানবগোষ্ঠী প্রথম পাথরকে অস্ত্র হিসেবে ব্যবহার করেছিল ?
উ:- হোমো হাবিলিস ।
কোন্ প্রাচীন মানব গোষ্ঠী প্রথম আগুনের ব্যবহার শিখেছিল?
উ:- হোমো ইরেকটাস ।
প্রাচীন মানব গোষ্ঠী কী নামে পরিচিত ছিল ?
উ:- হোমিনিড ।
নতুন পাথরের যুগের সঙ্গে পুরোনো পাথরের যুগের একটি পার্থক্য লেখ
উ:- পুরোনো পাথরের যুগের তুলনায় নতুন পাথরের যুগের অস্ত্রগুলি ছিল অনেক হালকা ও ধারালো ।
হোমো স্যাপিয়েন্স ও হোমো হাবিলিস -র মধ্যে একটি পার্থক্য উল্লেখ করো ।
উ:- হোমো স্যাপিয়েন্সে মানুষেরা হোমো হাবিলিসের তুলনায় বেশি বুদ্ধিমান ছিল।
অট্রালোপিথেকাস মানব প্রজাতির নিদর্শন কোথায় পাওয়া গেছে ?
উ:- আফ্রিকার ইথিয়োপিয়ার হাদার নামক স্থানে।
আফ্রিকার ইথিওপিয়ায় যে যে-মেয়ে কঙ্কালটি পাওয়া গেছে তার নাম কী
উ:- লুসি
Class 6 2nd chapter 1 Marks Questions & Answers History
‘হোমো স্যাপিয়েন্স’ কথার অর্থ কি?
উ:- বুদ্ধিমান মানুষ ।
মানুষ স্থায়ী বসতি গড়ে তোলে কোন যুগে ?
উ:- নতুন পাথরের যুগে ।
মানুষ বনের ফলমূল জোগাড় করে খেত কোন্ যুগে ?
উ:- পুরোনো পাথরের যুগে।
আধুনিক মানুষের পূর্বপুরুষ বলা হয় কোন্ মানব প্রজাতিকে?
উ:- অস্ট্রালোপিথেকাসকে ।
মানুষ ছোটো ছোটো বসতি বানানো শুরু করে কোন যুগে ?
উ:- মাঝের পাথরের যুগে ।
পুরোনো পাথরের যুগে মানুষেরা কোথায় থাকতো ?
উ:- খোলা আকাশের নীচে কিংবা গুহায় ।
কোন্ যুগের মানুষ প্রথম কৃষি কাজ শিখেছিল?
উ:- নতুন পাথরের যুগে ।
কোন যুগে মানুষ যাযাবর জীবন ছেড়ে স্থায়ী বসতি স্থাপন শুরু করে?
উ:- নতুন পাথরের যুগে ।
আদিম মানুষের খাবারের অভ্যাস বদলে দিয়েছিল কোন জিনিসটি?
উ:- আগুনের ব্যবহার ।
নতুন পাথরের যুগের মানুষের উল্লেখযোগ্য আবিষ্কার ছিল ?
উ:-কৃষিকাজ।
কোন্ পশুর ছবি আলতামিরা গুহার ছাদে রয়েছে ?
উ:- ষাঁড়ের ।
আদিম মানুষ সর্বপ্রথম পোষ মানিয়ে ছিলেন কোন প্রাণীকে?
উ:- কুকুর।
Class 6 2nd chapter 1 Marks Questions & Answers History
আদিম মানুষের সর্বশেষ গৃহপালিত পশুর নাম কি?
উ:- ঘোড়া ।
হাদার জায়গাটি কোথায় অবস্থিত ?
উ:- আফ্রিকা মহাদেশের ইথিয়োপিয়ায়।
লুসির কঙ্কালটি কত বছরের পুরোনো ?
উ:- প্রায় ৩২ লক্ষ বছরের পুরনো।
ভারতীয় উপমহাদেশের কোথায় আট হাজার বছরের পুরোনো বন্য পশুর হাড় কোথায় পাওয়া গেছে ?
উ:- আদমগড়ে ।
মানুষ প্রথম আগুন জ্বালাত কিভাবে ?
উ:- চকমকি পাথরে ঠুকোঠুকি করে।
২৯. ভারতীয় উপমহাদেশের মানুষ এসেছিল কোথা থেকে ?
উ:- আফ্রিকা মহাদেশ থেকে।
ভীমবেটকা গুহার খোঁজ পাওয়া যায় কবে ?
উ:- ১৯৫৭ খ্রিস্টাব্দে ।
ভারতীয় উপমহাদেশের কোথায় সবচেয়ে পুরোনো পাথরের অস্ত্র পাওয়া গেছে ?
উ:- কাশ্মীরের সোয়ান উপত্যকায় ।
আদিম মানুষ ঠান্ডা থেকে বাঁচতে প্রথমে গায়ে কী ব্যবহার করেছিল?
উ:- গাছের ছাল ।
হুন্সি উপত্যকা কোথায় অবস্থিত ?
উ:- কর্ণাটকে ।
ভীমবেটকা গুহায় ছবিগুলিতে মানুষের সঙ্গে কোন্ পশুকে দেখা যায় ?
উ:- কুকুরকে ।
ট্যরো ট্যরো কথার অর্থ কী ?
উ:- ষাঁড় ষাঁড় ।
পৃথিবীর কোথায় আলতামিরা গুহা কোথায় অবস্থিত ?
উ:- স্পেনে ।
মাঝের পাথরের যুগের হাতিয়ার মধ্যপ্রদেশের কোথায় পাওয়া গেছে ?
উ:- আদমগড়ে ।
মাঝের পাথরের যুগের হাতিয়ার উত্তরপ্রদেশের কোথায় পাওয়া গেছে ?
উ:- মহাদহাতে ।
হাড়ের তৈরি তিরের ফলা উত্তরপ্রদেশের কোথায় পাওয়া গেছে ?
উ:- সরাই নহর রাই-তে ।
ভারতীয় উপমহাদেশের কোন রাজ্যে বাগোড় অবস্থিত?
উ:- রাজস্থানে ।
বাগোড় অঞ্চলের যেসব আদিম মানুষেরা বসবাস করত তাদের জীবিকা কী ছিল ?
উ:- শিকার ও পশুপালন ।