মডেল অ্যাক্টিভিটি টাস্ক ফ্রেব্রুয়ারী -২০২২
Table of Contents
সপ্তম শ্রেণি
ইতিহাস পূর্ণমান : ২০
Class 7 History February Model Activity Task 2022 Part-2 সম্পর্কে নীচে আলোচনা করা হল-
১. শূন্যস্থান পূরণ করাে : ১ X ৪ = ৪
(ক) বঙ্গ নামটির প্রথম উল্লেখ পাওয়া যায় ঋকবেদের ……ঐতরেয় অরণ্যক-এ
উঃ- ঐতরেয় অরণ্যক-এ
(খ) পূর্ব পাকিস্তান স্বাধীন দেশ হয়……১৯৭১………খ্রিস্টাব্দে।
উঃ- ১৯৭১ খ্রিস্টাব্দে
(গ) শশাঙ্কের রাজধানী ছিল…কর্ণসুবর্ণ ।
উঃ- কর্ণসুবর্ণ
(ঘ) লক্ষণসেনের রাজধানী ছিল……পূর্ববঙ্গের বিক্রমপুর।
উঃ- পূর্ববঙ্গের বিক্রমপুর
২. স্তম্ভ মেলাও :ক-স্তম্ভ খ-স্তম্ভ ১ X ৪ = ৪
ক-স্তম্ভ | খ-স্তম্ভ |
গৌড়বহাে | বাণভট্ট |
হর্ষচরিত | অল বিরুনি। |
কিতাব অল | সন্ধ্যাকর নন্দী। |
হিন্দ রামচরিত | বাক্পতিরাজ। |
উঃ-
ক-স্তম্ভ | খ-স্তম্ভ |
গৌড়বহাে | বাক্পতিরাজ। |
হর্ষচরিত | বাণভট্ট |
কিতাব অল হিন্দ | অল বিরুনি। |
রামচরিত | সন্ধ্যাকর নন্দী। |
৩. একটি-দুটি বাক্যে উত্তর দাও : ১ X ৩ = ৩
(ক) কোন তিনটি নদী দিয়ে প্রাচীন বাংলার সীমানা তৈরি হয়েছিল?
উঃ- ভাগীরথী, পদ্মা ও মেঘনা এই নদী দিয়ে প্রাচীন বাংলার সীমানা তৈরি হয়েছে।
(খ) কে ‘গঙ্গাইকোন্ডচোল’ উপাধি নিয়েছিলেন?
উঃ- চোল বংশের রাজা প্রথম রাজেন্দ্র চোল গঙ্গাইকোন্ড উপাধি নিয়েছিলেন ।
(গ) খলিফা’ শব্দের অর্থ কী?
উঃ- খলিফা শব্দের অর্থ হল প্রতিনিধি বা উত্তরাধিকারী।
৪. চার-পাঁচটি বাক্যে উত্তর দাও : ৩ X ৩ = ৯
(ক) মাৎসন্যায়’ কী?
উঃ- বাংলা রাজা শশাঙ্কের মৃত্যুর। (৬৩৭খ্রি:) পর তার পুত্র মানবদেব সিংহাসনে বসেন। তিনি মাত্র ৮ মাস রাজত্ব করেছিলেন। এই সময় থেকে কনৌজের রাজা হর্ষবর্ধন , কামরূপের রাজা ভাস্করবর্মা, কাশ্মীরের রাজা ললিতাদিত্য সহ অনেকেই বারবার বাংলা আক্রমণ করে। ফলে বাংলায় চরম অরাজকতা সৃষ্টি হয় পুকুরের বড় মাছ যেমন ছোট মাছকে গিলে খায় বাংলার মানুষের জীবনে সেই অবস্থা তৈরি হয়েছিল- সবলেরা দুর্বলের ওপর অত্যাচার করত। বাংলার এই অবস্থাকে মাৎস্যন্যায় বলা হয়
(খ) কৈবর্ত বিদ্রোহ কোন সময়, কোথায় সংঘটিত হয়েছিল? এই বিদ্রোহে কারা নেতৃত্বে দিয়েছিলেন?
উঃ- পাল রাজা দ্বিতীয় মহিপাল এর রাজত্বকালে ১০৭০-১০৭১ খ্রিস্টাব্দে কৈবর্ত বিদ্রোহ সংঘটিত হয়েছিল। এই কৈবর্ত বিদ্রোহ হয়েছিল বাংলার বরেন্দ্রভূমিতে।
কৈবর্ত বিদ্রোহের নেতা ছিলেন দিব্য তার ভাই রুদ্রোক এবং রুদ্রকের পুত্র ভীম। কৈবর্ত দিব্য ছিলেন উচ্চাকাঙ্ক্ষী ব্যক্তি পাল রাজাদের দুর্বলতার সুযোগ নিয়ে তিনি রাজ পরিবারের মধ্যে অন্তর্দ্বন্দ্ব লাগিয়ে বিদ্রোহ ঘোষণা করে ক্ষমতা দখল করেছিলেন কিন্তু শেষপর্যন্ত পাল রাজা রামপাল ভীম কে পরাজিত করে পুনরায় বরেন্দ্র পুনরুদ্ধার করেছিলেন।
(গ) ভারতের সাথে আরবদের যােগাযােগ ঘটেছিল কীভাবে?
উঃ- প্রাচীনকাল থেকেই আরবের সঙ্গে ভারতের বাণিজ্যিক সম্পর্ক ছিল। খলিফা ওমরের সময় থেকে আরব মুসলিমরা বারবার ভারত অভিযান করেছিল। .৭১২ খ্রিস্টাব্দে মুহাম্মদ বিন কাসিমের নেতৃত্বে আরবরা সিন্ধুর রাজা দাহিরকে পরাজিত করে সিন্ধু দখল করেছিলেন। ইতিমধ্যে আরব ব্যবসায়ী এবং পর্যটকেরা খ্রিস্টীয় সপ্তম ও অষ্টম শতকে ভারতে এসেছিলেন অর্থাৎ ভারতের সঙ্গে ইসলামের পরিচয় রাজ্য বিস্তারের আগেই শুরু হয়েছিল। আরব শক্তি সিন্ধু প্রদেশ মুলতান এবং উত্তর-পশ্চিম ভারতের কিছু অংশ দখল করে তারপর মুহাম্মদ বিন কাসিম এর মৃত্যুর পর তার আবার ধীরে ধীরে ওই অঞ্চল থেকে সরে যেতে থাকে। আরবরা নবম শতাব্দীর শেষের দিকে ভারতের অভিযান বন্ধ করে দেয়।
এরপরও মুসলিম শক্তি বারবার ভারত অভিযান করেছে তবে আরবরা নয়; এরপর তুর্কিরা ভারতের সম্পদ এর টানে বার বার ভারত আক্রমন করতে উদ্যোগী হয়েছিল এবং তারা শেষ পর্যন্ত ১২০৬ খ্রিস্টাব্দে ভারতে সুলতানি সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেছিলেন।