January Class 10 History Model Activity Task Part-1 202
Table of Contents
১. শূন্যস্থান পূরণ করাে : ১x৪=৪
(ক) ‘সােমপ্রকাশ’ ছিল একটি ___ সাপ্তাহিক _____পত্রিকা।
(খ) ‘বেঙ্গল গেজেট’ নামে প্রথম সাপ্তাহিক পত্রিকা প্রকাশ করেন ___ জেমস অগাস্টাস হিকি ______।
(গ) মােহনবাগান আই.এফ.এ. শিল্ড জিতেছিল ___ 1911 খ্রিষ্টাব্দে _____ খ্রিস্টাব্দে।
(ঘ) জীবনের ঝরাপাতা হল একটি___ আত্মজীবনী _______
২. ঠিক-ভুল নির্ণয় করাে :১x৪=৪
(ক) ভারতের ঔপনিবেশিক অরণ্য আইন প্রধানত সাংস্কৃতিক ইতিহাসচর্চার বিষয়।– সত্য
(খ) সরকারি প্রতিবেদন গুরুত্বপূর্ণ ঐতিহাসিক তথ্য সরবরাহ করে। – সত্য
(গ) সরকারি গুরুত্বপূর্ণ নথিপত্র মহাফেজখানায় সংরক্ষিত থাকে।- সত্য
(ঘ) সামাজিক ইতিহাস সামাজিক কাঠামাে ও বিভিন্ন শ্রেণির মধ্যে পারস্পরিক সম্পর্কের উপর জোর দেয়। – সত্য
স্তম্ভ মেলাও : ১x৪
‘ক’ স্তম্ভ | ‘খ’ স্তম্ভ |
সােমপ্রকাশ | দ্বারকানাথ বিদ্যাভূষণ |
বঙ্গদর্শন | বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় |
সত্তর বৎসর | বিপিনচন্দ্র পাল |
জীবনস্মৃতি | রবীন্দ্রনাথ ঠাকুর |
৪. দুটি বা তিনটি বাক্যে উত্তর দাও : ২x৪=৮
(ক) সংবাদপত্র ও সাময়িকপত্রের মধ্যে পার্থক্য কী?
সংবাদপত্র | সাময়িকপত্র |
সংবাদপত্র দৈনিক বা প্রত্যহ প্রকাশিত পত্রিকা। | কিন্তু সাময়িকপত্র নির্দিষ্ট সময় অন্তর প্রকাশিত পত্রিকা। |
সংবাদপত্র প্রকাশিত হয়ে থাকে তুলনামূলক সস্তা দামের কাগজে। | সাময়িকপত্র প্রকাশিত হয় দামি কাগজে। |
সংবাদপত্র বাঁধাই আকারে থাকে না। তা বাঁধাইহীন আকারে প্রকাশিত হয়। | সাময়িকপত্র বাঁধাই আকারে থাকে। |
সংবাদপত্রে তাৎক্ষণিক বা সাম্প্রতিক ঘটে যাওয়া খবরই মূলত প্রকাশিত হয়। | সাময়িকপত্রে তাৎক্ষণিক সংবাদের দিকে ঝোঁক নেই। |
সংবাদপত্র যেহেতু দৈনিক বা প্রতিদিনই প্রকাশিত হয়, তাই তার দাম সাময়িকপত্রের থেকে অনেক কম হয়। | সাময়িকপত্রের দাম সবসময়ই সংবাদপত্রের থেকে বেশি হয়। |
সংবাদপত্রে ব্যক্তিগত মতামতের গুরুত্বের তেমন জায়গা নেই। | সাময়িকপত্রে ব্যক্তিগত মতামত গুরুত্ব পায়। |
(খ) স্থানীয় ইতিহাস চর্চার গুরুত্ব কী?
উঃ- ভৌগলিকভাবে কোন স্থানীয় সম্প্রদায়, ব্যক্তি বা বিষয়কে কেন্দ্র করে যে ইতিহাস গড়ে ওঠে তাকে স্থানীয় ইতিহাস চর্চা বল।
গুরুত্ব:-
১) প্রামাণ্য ইতিহাসে সব জায়গার পরিচিতি থাকে না। গুরুত্ব বেশি না থাকলে বা বিশেষ উল্লেখযোগ্য ঘটনা না ঘটলে সেই স্থানের বিবরণ থাকে না। সেই ক্ষেত্রে স্থানীয় ইতিহাস এই অভাব পূরণ করে।
২) জাতীয় স্তরের ইতিহাস রচনার সময়ে অনেক ক্ষেত্রে স্থানীয় ইতিহাসকে উপাদান হিসেবে ব্যবহার করা হয়।
৩) স্থানীয় ইতিহাস, স্থানীয় ঐতিহ্য, সংস্কৃতির অতীত থেকে বর্তমান পর্যন্ত চালচিত্র তুলে ধরে।
৪) স্থানীয় ইতিহাস সেই অঞলের রাজনৈতিক উত্থানপতনের দীর্ঘ কাহিনির পরিচয় দেয়। স্থানীয় ইতিহাসের মাধ্যমে সেই স্থানের জনগোষ্ঠীর ইতিহাস সম্পর্কে জানা যায়।
January Class 10 History Model Activity Task Part-1 202
(গ) ইন্দিরাকে চিঠি লেখার উদ্দেশ্য কী ছিল নেহরুর ?
উঃ- ইন্দিরাকে লেখা জওহর লাল নেহরুরু চিঠি গুলির উদ্দেশ্য হল- তার একমাত্র কন্যা দশ বছরের ইন্দিরা তার নিঃসঙ্গ শৈশব কাটাচ্ছিল তাই চিঠির মাধ্যমে মেয়েকে কিছুটা সহচর্য ও সঙ্গ দেওয়ার জন্য পাশাপাশি জীবজগৎ ও মানুষ সম্বন্ধে নিজের উপলব্ধিকে মেয়ের কাছে তুলে ধরার জন্য তিনি প্রায় ৩০টি চিঠি লিখেছিলেন।
(ঘ) ফটোগ্রাফ কীভাবে আধুনিক ভারতের ইতিহাসচর্চার উপাদান হিসেবে ব্যবহৃত হয়?
উঃ- আধুনিক ইতিহাসচর্চার বিভিন্ন উপাদানের মধ্যে ফটোগ্রাফ একটি গুরুত্বপূর্ণ উপাদান। ফোটোগ্রাফির মাধ্যমে বিভিন্ন ধরনের ছবিকে কামেরাবন্দি করা যায়। এগুলি কোন গুরুত্বপূর্ন ঘটনা,কোন মহান ব্যক্তি,কোন হত্যাকাণ্ড বা অন্য কিছু হতে পারে।যা ফটোগ্রাফিতে হয়ে ওঠে প্রামান্য বিষয়।
গুরুত্ব:-
১)ফটোগ্রাফি ইতিহাসচর্চার নতুন উপাদান সরবরাহ করতে পারে।
২)প্রচলিত তথ্য বা ঘটনার সত্যতা ফোটোগ্রাফির দ্বারা যাচাই করা যেতে পারে। তবে অবশ্যই ফটোগ্রাফিকে অন্যন্য উপাদান দ্বারা যাচাই করতে হবে তবেই বস্তুনিষ্ট ইতিহাস রচনা সম্ভব।
You May
also Like These….. |
||
Class-10 All Subject Answers Links |
||
– |
– |
|