January Class 6 Bengali Model Activity Task Part-1 2022
Table of Contents
১. ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখাে :
১.১ খােলের মধ্যে বােঝাই করা রয়েছে-
(ক) ধান
(খ) আলু
(গ) গম
(ঘ) শুকনাে খড়ের আঁটি
১.২ নদীর ধারে রয়েছ-
(ক) অশ্বত্থ গাছ
(খ) রাখাল
(গ) একটি বড়াে নৌকো
(ঘ) পথিক
১.৩ কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর একটি কাব্যগ্রন্থ হলাে-
(ক) নীল নির্জন
(খ) যেতে পারি কিন্তু কেন যাব
(গ) প্রান্তরেখা
(ঘ) ছড়ানাে খুঁটি
২. নীচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও :
২.১ শব্দটির অর্থ কী?
উঃ- ‘ভরদুপুরে’ শব্দটির অর্থ হলো মধ্যাহ্ন।
২.২ ‘ভরদুপুরে’ কবিতায় রাখালবালক গাছের তলায় শুয়ে শুয়ে কী দেখছে?
উঃ- ‘ভরদুপুরে’ কবিতায় রাখালবালক গাছের তলায় শুয়ে শুয়ে দেখছে মেঘগুলি আকাশটাকে ছুঁয়ে যাচ্ছে।
২.৩ ‘ভরদুপুরে’ কবিতায় বর্ণিত ‘গালচে’ টি কী দিয়ে প্রস্তুত?
উঃ- ‘ভরদুপুরে’ কবিতায় বর্ণিত ‘গালচে’ টি নরম ঘাস দিয়ে প্রস্তুত।
January Class 6 Bengali Model Activity Task Part-1 2022
৩. নীচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও :
৩.১ ভরদুপুরে’ কবিতায় ‘অশ্বথ গাছটিকে ‘পথিকজনের ছাতা’ বলা হয়েছে কেন?
উঃ- ‘অশথ গাছ’ ছাতার মতাে পথিকজনকে ছায়া দেয় বলে অশথ গাছকে পথিকজনের ছাতা বলা হয়েছে।
৩.২ ভরদুপুরে’ কবিতায় নদীর ধারের চিত্রটি কীভাবে উপস্থাপিত হয়েছে?
উঃ- নদীর ধারে শুকনাে খড়ের আটি বােঝাই করা, বড়াে নৌকাটি দাঁড়িয়ে থাকার দৃশ্য ভরদুপবে কবিতা ফুটে উঠেছে।
৩.৩ ‘আঁচল পেতে বিশ্বভুবন ঘুমােচ্ছে এইখানে। কবির মনে এমন অনুভূতি জেগেছে কেন?
উঃ- ‘ভরদুপুরে’ কবিতায় আমরা রাখাল বালককে, নৌকার মাঝিদের এবং লােকজনকে যে যার জায়গায় বিশ্রাম নিতে বা ঘুমােতে দেখেছি। মানুষের সঙ্গে সারা প্রকৃতিও যেন মনে হচ্ছে ঘুমাচ্ছে, কারণ সবকিছুই নিরব নিস্তব্ধ। তাই কবি মনে করেছেন যেন বিশ্বভূবন ঘুমােচ্ছে।
৪. নীচের প্রশ্নটির উত্তর নিজের ভাষায় লেখাে :
‘ভরদুপুরে’ কবিতায় গ্রামবাংলার যে অলস দুপুরের ছবি ফুটে উঠেছে তার পরিচয় দাও।
উঃ- ‘ভরদুপুরে’ কবিতাটিতে অত্যন্ত সুন্দর নিসর্গচিত্রের পরিচয় পাওয়া যায়। মধ্যাহ্নে রাখাল বালক একটি অশথ গাছের শান্ত শীতল ছায়ায় সবুজ ঘাসের গালিচায় বিশ্রাম নিচ্ছে আর গােরু বাছুরকে লক্ষ্য করছে। আকাশে মেঘের দলের উড়ে যাওয়া, নদীর ধারের খড় বােঝাই অপেক্ষমান নৌকা দুপুরের বাতাসের সাদা ধুলাে ওড়ানাে সবকিছু দেখে মনে হচ্ছে যেন প্রকৃতি মায়ের কোলে পৃথিবী ঘুমন্ত।
You May
also Like These….. |
||
Class- 6 All Subject Answers Links |
||
– |
– |
|