January Class 6 Geography Model Activity Task Part-1 2022
Table of Contents
১. বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে লেখাে :
১.১ সূর্যের আলােয় আলােকিত হয় না-
(ক) বুধ
(খ) চাঁদ
(গ) প্রক্সিমা সেনটাউরি
(ঘ) বৃহস্পতি।
১.২ মহাবিশ্ব সৃষ্টির সময় অসংখ্য ধূলিকণা ও গ্যাসের মহাজাগতিক মেঘ নিয়ে সৃষ্টি হয়েছিল –
(ক) ছায়াপথ
(খ) নীহারিকা
(গ) ধূমকেতু
(ঘ) উল্কা।
১.৩ সৌর জগতের যে গ্রহটি পূর্ব থেকে পশ্চিমে আবর্তন করে সেটি হলাে
(ক) বুধ
(খ) শুক্র
(গ) মঙ্গল
(ঘ)পৃথিবী
২.১ উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করাে :
২.১.১ একটি বামন গ্রহের উদাহরণ হলাে প্লূটো ।
২.১.২ সৌরজগতের আটটি গ্রহের মধ্যে বৃহস্পতি গ্রহের অভিকর্ষ বল সবচেয়ে বেশি।
২.২ ‘ক স্তম্ভের সঙ্গে ‘খ স্তম্ভ মেলাও :
‘ক স্তম্ভ | ‘খ স্তম্ভ |
২.২.১. আকাশ গঙ্গা | ছায়াপথ |
২.২.২. নীল গ্রহের চারদিকে ঘােরে | চাঁদ |
২.২.৩. বৃহত্তম গ্রহাণু | সেরেস |
January Class 6 Geography Model Activity Task Part-1 2022
৩. নীচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও :
৩.১ সৌরঝড় হলে পৃথিবীর উপগ্রহ যােগাযােগ ব্যবস্থায় সমস্যা সৃষ্টি হয় কেন?
উঃ- সৌরঝড়ের সময় প্রচুর পরিমাণে আয়নিত কণা, গ্যাস, রশ্মি চারিদিকে ছড়িয়ে পড়ে। আয়নিত কণার সংস্পর্শে এসে কৃত্রিম উপগ্রহ ক্ষতিগ্রস্ত হয় এবং যােগাযােগ ব্যবস্থায় সমস্যার সৃষ্টি হয়। তড়িদাহত কণার প্রভাবে সেগুলির আয়ুও কমে যেতে পাবে বলে গবেষকদের দাবি। প্রতি ১১ বছর অন্তর এই ঝড় লক্ষ করা যায়।
৩.২ ধূমকেতুর দুটি বৈশিষ্ট্য উল্লেখ করাে।
উঃ- ১. ধুমকেতু নিয়মিত অর্ধবৃত্তাকার কক্ষপথে সূর্যকে প্রদক্ষিণ করে।
২. ধূমকেতুর দেহ লােহা ,নিকেল প্রভৃতি ধাতু ও পাথর দিয়ে তৈরি।
৩. ধূমকেতুকে দেখতে অনেকটা ঝাটার মত।
৪. নীচের প্রশ্নটির উত্তর দাও :
গ্রহ ও নক্ষত্রের মধ্যে তিনটি পার্থক্য লেখাে।
উঃ-
গ্রহ | নক্ষত্র |
গ্রহের নিজস্ব আলো নেই | নক্ষত্রের নিজস্ব আলো আছে। |
গ্রহ নক্ষত্রকে কেন্দ্র করে ঘোরে | নক্ষত্র গ্রহকে কেন্দ্র করে ঘোরেনা |
গ্রহ নক্ষত্রের তুলনায় ছোটো | নক্ষত্র গ্রহের তুলনায় অনেক বড়ো হতে পারে |
৫. নীচের প্রশ্নটির উত্তর দাও
আমাদের সবচেয়ে কাছের নক্ষত্রটির সংক্ষিপ্ত পরিচয় দাও।
উঃ- আমাদের সবচেয়ে কাছের নক্ষত্রটি হলাে সূর্য l
আকাশগঙ্গার লক্ষ কোটি তারার মধ্যে একটি মাঝারি হলুদ তারা হল সূর্য। ৪৬০ কোটি বছর আগে মহাশূন্যে ভাসমান ধূলিকণা, হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাসের বিশাল মেঘ সংকুচিত হযে জমাট বেঁধে তৈরি হয় সূর্য। সদ্য জন্মানাে নক্ষত্রে মহাকর্ষের কারণে পরমাণু পরমাণুতে ধাক্কা লেগে প্রচণ্ড তাপ আর শক্তি তৈরি হয়। এর ফলে জ্বলন্ত আগুনের গােলার মতাে সূর্য থেকে আলাে, উত্তাপ ছড়িয়ে পড়তে থাকে। সূর্যের বাইরের দিকের উষ্ণতা প্রায় ৬০০০ ডিগ্রি সেলসিয়াস। আর ভিতরের দিকে উষ্ণতা প্রায় ১.৫ কোটি ডিগ্রি সেলসিয়াস। পৃথিবীর চেয়ে সূর্য ১৩ লক্ষ গুণ বড় আর ৩ লক্ষ গুণ ভারী। সূর্যরশ্মি 200 কোটি ভাগের এক ভাগ মাত্র পৃথিবীতে এসে পৌঁছায়।
You May
also Like These….. |
||
Class- 6 All Subject Answers Links |
||
– |
– |
|