January Class 6 Science Model Activity Task Part-1 2022
Table of Contents
১. শূন্যস্থান পূরণ করাে :
১.১ সিঙ্কোনা গাছের ছাল থেকে কুইনাইন পাওয়া যায়।
১.২ সবুজ উদ্ভিদ খাবার তৈরি করার সময় পরিবেশে অক্সিজেন গ্যাস ত্যাগ করে।
১.৩ পাউরুটি তৈরি করতে লাগে এককোশী ছত্রাক ইস্ট ।
২. সংক্ষিপ্ত উত্তর দাও :
২.১ সিল্ক কোথা থেকে পাওয়া যায় ?
উঃ- সিল্ক পাওয়া যায় রেশম মথ থেকে।
২.২ পরাগমিলনে সাহায্য করে এমন একটি প্রাণীর নাম উল্লেখ করাে।
উঃ- পরাগমিলনে সাহায্য করে এমন একটি প্রাণী হল মৌমাছি।
২.৩ মানুষের দেহে বাস করে এমন একটি পরজীবীর নাম লেখাে।
উঃ- মানুষের দেহে বাস করে এমন একটি পরজীবী হল উকুন।
৩. একটি বা দুটি বাক্যে উত্তর দাও :
৩.১ জামাকাপড়ের জন্য মানুষ কীভাবে উদ্ভিদের ওপর নির্ভর করে?
উঃ- জামাকাপড় তৈরি করার জন্য মানুষ গাছের উপর অনেকাংশেই নির্ভর করে। কার্পাস, শিমুল, পাট – ইত্যাদি গাছের বিভিন্ন অংশ থেকে তন্তু তৈরি হয়। সেইসব তন্তু দিয়েই তৈরি হয় সুতাে। আর সেই সুতাে দিয়ে তৈরি হয় অনেক দামী দামী পােশাক।
৩.২ “প্রাণীরা উদ্ভিদের ওপর নির্ভর করে”—দুটি উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করাে।
উঃ- 1. প্রাণীদের বেঁচে থাকার জন্য অত্যন্ত প্রয়ােজনীয় অক্সিজেন উদ্ভিদের কাছ থেকেই পায়।
2. বিভিন্ন উদ্ভিদ থেকে যেমন সিঙ্কোনা, সর্পগন্ধা, তুলসী, বাসক গাছের বিভিন্ন অংশ থেকে নানান রকম ঔষধি দ্রব্য তৈরি হয়।
৩.৩ মানুষ খাবারের জন্য কীভাবে প্রাণীদের ওপর নির্ভর করে?
উঃ- মানুষ তাদের নিত্যপ্রয়ােজনীয় খাবারের জন্য উদ্ভিদের উপর প্রচন্ড ভাবে নির্ভর করে। প্রতিদিনের ব্যবহার করা চাল ধান গাছ থেকে পাওয়া যায়। তাছাড়া আটা ও বিভিন্ন সবজি উদ্ভিদের – ই অংশবিশেষ। শুধু তাই নয়, বিভিন্ন মসলা থেকে শুরু করে বিভিন্ন ফল এর জন্য মানুষকে উদ্ভিদের উপর নির্ভর করতে হয়।
January Class 6 Science Model Activity Task Part-1 2022
৪. তিন চারটি বাক্যে উত্তর দাও:
৪.১ “উদ্ভিদরা প্রাণীদের ওপর নানাভাবে নির্ভর করে”—একটি উদাহরণের সাহায্যে বক্তব্যটির যথার্থতা বিশ্লেষণ করাে।
উঃ-
1. গাছের পরাগমিলন এ মৌমাছি, প্রজাপতি প্রভৃতি পতঙ্গ এবং হামিং বার্ড এর মত পাখিরা সাহায্য করে। নতুন উদ্ভিদ তৈরীর জন্য পরাগমিলন খুবই জরুরী।
2. গাছের বংশবিস্তারে বিভিন্ন পাখি, বাদুড় ইত্যাদি প্রত্যক্ষ ও পরােক্ষভাবে সাহায্য করে। এই সমস্ত প্রাণীরা খাবার খেয়ে বীজ দূরে ছড়িয়ে দেয়। আবার কেউ কেউ তার শরীরের সঙ্গে গাছের ফল আটকে দূরে ছড়িয়ে দেয়।
3. উদ্ভিদের সালােকসংশ্লেষ অর্থাৎ খাদ্য তৈরীর জন্য প্রয়ােজন কার্বন-ডাই-অক্সাইড গ্যাস। প্রাণীরা শ্বাস-প্রশ্বাসের সময় কার্বন-ডাই-অক্সাইড গ্যাস ত্যাগ করে যা উদ্ভিদ গ্রহণ করে। উপরের তিনটি উদাহরণ থেকে খুব সহজেই বােঝা যায় যে উদ্ভিদ প্রাণীর উপর নির্ভরশীল।
৪.২ “ধানখেতে অ্যাজোলা চাষ করলে আর সার দিতে লাগে না”—ব্যাখ্যা করাে।
উঃ- আসলে অ্যাজোলা হলাে এক ধরনের পানা। অ্যাজোলার পাতার মধ্যে এক ধরনের বিশেষ ব্যাকটেরিয়া বাস করে। এই ব্যাকটেরিয়া বাতাসের নাইট্রোজেন কে বেঁধে ফেলে সার তৈরি করতে পারে। তাতে অ্যাজোলার উপকার হয়। কারণ সারের জন্য নাইট্রোজেন লাগে। আর অ্যাজোলা তার পাতায় ওই ব্যাকটেরিয়াকে থাকবার জায়গা দেয়। এতে দুজনেরই বােঝাপড়া থাকে ফলে দুজনেরই উপকার হয়। তাই ধানক্ষেতে এজোলা চাষ করলে আর সার দিতে লাগে
You May
also Like These….. |
||
Class- 6 All Subject Answers Links |
||
– |
– |
|