January Class 8 History Model Activity Task Part-1 2022
Table of Contents
১. শূনস্থান পূরণ করাে : ১ X ৩ = ৩
(ক) ঔরঙ্গজেবের মৃত্যু হয় 1707 খ্রিস্টাব্দে।
(খ) পলাশির যুদ্ধ হয় 1757 খ্রিস্টাব্দে।
(গ) রাজাবলি বইটি লিখেছিলেন মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার ।
২. ঠিক বা ভুল নির্ণয় করাে : ১ X ৩ = ৩
(ক) উইলিয়ম ওয়েডারবার্ন-এর জীবনী লিখেছেন অ্যালান অক্টোভিয়ান হিউম।—ভুল
(খ) ১৯৩৮ খ্রিস্টাব্দে সুভাষচন্দ্র বসু কংগ্রেস-সভাপতির পদ ত্যাগ করেছিলেন।—ঠিক
(গ) আধুনিক ইতিহাসের অন্যতম উপাদান ফোটোগ্রাফ।— ঠিক
৩.স্তম্ভ মেলাও : ১ X ৩ = ৩
‘ক’ স্তম্ভ | ‘খ’স্তম্ভ |
বাংলার নবাব | সিরাজ উদ-দৌলা |
দিল্লি সুলতান | রাজিয়া |
মুঘল সম্রাট | আকবর |
৪। অতি সংক্ষেপে উত্তর দাও (একটি-দুটি বাক্য) : ২X ৩ = ৬
(ক) সাম্রাজ্যবাদ কাকে বলে?
উঃ- উনবিংশ শতকের মাঝামাঝি সময় থেকে ইউরোপের বৃহৎ এবং শিল্পোন্নত দেশগুলি এশিয়া এবং আফ্রিকায় উপনিবেশ স্থাপনের জন্য এবং তীব্র প্রতিযোগিতায় অবতীর্ণ হয়েছিল এই ঘটনায় সাম্রাজ্যবাদ নামে পরিচিত।
(খ) সাঁওতাল বিদ্রোহের দুজন নেতার নাম লেখাে।
উঃ- সিধু ও কানু
(গ) জেমস মিল ভারতের ইতিহাসকে কোন তিনটি ভাগে ভাগ করেছেন?
উঃ- জেমস মিল ভারতের ইতিহাস কে যে তিনটি ভাগে ভাগ করেছেন সেগুলি হল হিন্দুযুগ,মুসলিমযুগ ও ব্রিটিশ যুগ
৫। নিজের ভাষায় লেখাে (তিন-চারটি বাক্য) :
‘History of British India’কে কবে লিখেছিলেন? বইটি লেখার উদ্দেশ্য কী ছিল?
উঃ- জেমস মিল 1817 খ্রিস্টাব্দে ‘History of British India’ নামে ভারতের উপর একটি বই লিখেছিলেন।
স্কটল্যান্ডের বাসিন্দা জেমস মিল লন্ডনে থাকাকালীন উপযােগবাদী দর্শনের একজন অন্যতম প্রবক্তা জেরেমি বেন্থামের দর্শনের দ্বারা প্রভাবিত হন এবং তিনি কখনও ভারতে না এসেও বিভিন্ন তথ্য, মহফেজখানার নথিপত্র প্রভৃতির ওপর ভিত্তি করে ভারতে ব্রিটিশদের সাম্রাজ্য প্রতিষ্ঠার ইতিহাস বিষয়ে ‘History of British India’ নামে গ্রন্থটি রচনা করেছিলেন। তাঁর মতে, একজন যােগ্য ব্যক্তি সারাজীবন ভারতে বসবাস করে ভারত সম্পর্কে যে জ্ঞানার্জন করতে পারবে, ইংল্যান্ডের একটি ছােটো ঘরে মাত্র এক বছর চর্চা করেই ভারত সম্পর্কে আরও বেশি জ্ঞান লাভ করা সম্ভব।
আসলে জেমসমিলের বইটি লেখার মূল উদ্দেশ্যই ছিল ভারতের অতীত কথাকে এক জায়গায় জড়ো করা যাতে সেটা পড়ে ভারতবর্ষ বিষয়ে সাধারণ ধারণা পেতে পারে ব্রিটিশ প্রশাসনে যুক্ত বিদেশীরা। কারণ যে দেশ ও দেশের মানুষের শাসন করতে হবে সেই দেশের ইতিহাসটা জানতে হবে।
You May
also Like These….. |
||
Class-8 All Subject Answers Links |
||
– |
– |
|