নীচের প্রশ্নগুলির উত্তর লেখাে
1.ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখাে : 1×3=3
(ক) একটি আয়তাকার খেলার মাঠের ভিতরের চারদিকে 3 মিটার চওড়া একটি রাস্তা আছে। রাস্তাসহ খেলার মাঠের দৈর্ঘ্য 40 মিটার হলে, রাস্তা বাদে মাঠটির দৈর্ঘ্য হবে—
(a) 43 মিটার।
(b) 34 মিটার
(c) 37 মিটার
(d) 6 মিটার
(খ) একটি কার্ডের দৈর্ঘ্য x মিটার এবং প্রস্থ (x – 5) মিটার হলে, ক্ষেত্রফল হবে—
(a) {x + (x –5)} বর্গমিটার
(b) 2{x + (x–5)} বর্গমিটার
(c) x(x –5) বর্গমিটার
(d) X÷ (x – 5) বর্গমিটার
(গ) x4+4x3 + 6x2 এবং x2 বীজগাণিতিক সংখ্যামালা দুটির গুণফলে x5‘-এর সহগ হলাে—
(a) 1
(b) 4
(c) -4
(d) 6
2. সত্য/মিথ্যা লেখাে : 1×3=3
(ক) a2 + 2ab + b2 সংখ্যামালাটিকে পূর্ণবর্গাকারে প্রকাশ করলে পাবাে (a + b)2 । – সত্য
(খ) বর্গক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। – সত্য
(গ) সামান্তরিক একটি ট্রাপিজিয়াম।- মিথ্যা
3. সংক্ষিপ্ত উত্তর দাও :
(ক) 2×3=6 হলে,
উঃ-
বা,
[উভয় পক্ষকে বর্গ করে পাই]
বা,
বা,
বা,
বা,
অতএব নির্নেয় এর মান 23
(খ) একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য (3x – 2) সেমি. হলে ত্রিভুজটির পরিসীমা নির্ণয় করাে।
উঃ-
বাহুর দৈর্ঘ সেমি
সমবাহু ত্রিভুজের পরিসীমা সেমি
সেমি
অতএব সমবাহু ত্রিভুজের পরিসীমা হবে সেমি
(গ) যােগফল নির্ণয় করাে : 6a2 + 2, -3a2 + 3a
উঃ-
অতএব নির্নেয় যোগফল
4.(ক) উৎপাদকে বিশ্লেষণ করাে : x4+x2y2+y4
উঃ-
ধরলে সূত্র অনুযায়ী ]
(খ) 4 সেমি. দৈর্ঘ্যের বাহুবিশিষ্ট একটি বর্গক্ষেত্র অঙ্কন করাে।
You May
also Like These….. |
||
Class-8 All Subject Answers Links |
||
– |
– |
|