ARTS & COMMERCE SUBJECTS
HIGHER SECONDARY EXAMINATION, 2020
HISTORY
PART-A Marks : 40
H.S History WBTA 2020 Solution
Table of Contents
প্রিয় উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীরা,
আজকে তোমাদের সাথে এই পোষ্টের মাধ্যমে আমরা শেয়ার করব, H.S History WBTA 2020 Solution|আমরা এই সাইটের মাধ্যমে Wbta test paper 2022|WBCHSE Wbta test paper 2022 h.s|Wbta test paper 2022 H.s Science|Wbta test paper 2022 H.S PDF Download |Wbta test paper 2022 H.S art|PDF Download Wbta test paper 2022 H.S English WBCHSE Question Paper 2022 Pdf Class 12|WBCHSE Previous year question paper PDF|HS Question Paper 2022 Pdf Download |উচ্চমাধ্যমিক টেস্ট পেপার সমাধান | WBCHSE Question Paper 2022 PDF Download | WBCHSE last 10 years question paper PDF এগুলি তোমাদের যে পরিক্ষা শুরু হতে যাচ্ছে তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ন হবে। তো বন্ধুরা তোমাদের এই পোস্টের মাধ্যমে H.S History WBTA 2020 Solutionদেওয়া হয়েছে। আমাদের আসা এই প্রশ্নগুলি তোমাদের পরিক্ষায় খুবই কাজে আসবে।
H.S History WBTA 2020 Solution
1. যে-কোনাে পাঁচটি প্রশ্নের উত্তর দাও (প্রতিটি বিভাগ থেকে ন্যূনতম দুটি প্রশ্নের উত্তর আবশ্যক): 8×5=40
বিভাগ- ক
(i) পেশাদারি ইতিহাস বলতে কী বােঝায় ? অপেশাদারি ইতিহাসের সঙ্গে পেশাদারি ইতিহাসের পার্থক্য কী?
(ii) সাজ্যবাদ সম্পর্কে হবসন-লেনিন তত্ত্ব আলােচনা করাে।
(iii) ভারতে অবশিল্পায়নের কারণগুলি কী ছিল? ভারতীয় অর্থনীতির ওপর এর প্রভাব আলােচনা করাে।
(iv) ব্রিটিশ শাসনে ভারতে আদিবাসী ও দলিত সম্প্রদায়ের আন্দোলনের বিবরণ দাও।
অথবা,
নানকিং সন্ধির (1842 খ্রিস্টাব্দ) শর্তগুলি কী ছিল?
বিভাগ-খ
(v) 1919 সালের ভারত শাসন আইনের বৈশিষ্ট্য ও ত্রুটিগুলি আলােচনা করাে।
(vi) 1942 খ্রিস্টাব্দের ভারত ছাড়াে আন্দোলন সম্পর্কে একটি নিবন্ধ লেখাে।
(vii) জোট নিরপেক্ষ আন্দোলনের মূল্যায়ন করাে। অথবা, কোরিয়া যুদ্ধের (1950 খ্রিস্টাব্দ) ফলাফল ও তাৎপর্য কী ছিল?
(viii) সার্কের উদ্ভবের প্রেক্ষাপট সম্পর্কে আলােচনা করাে। এর উদ্দেশ্য কী ছিল?
PART-B [Marks : 40]
1. বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখাে : 1×24=24
(1) বাংলাদেশ মুক্তিযুদ্ধের নেতা ছিলেন—
(a) শেখ মুজিবুর রহমান
(b) শহিদুল্লা
(C) জিয়াউল হক
(d) সুরাবর্দি
উঃ- (a) শেখ মুজিবুর রহমান
(i) ভারতের প্রথম অকংগ্রেসি প্রধানমন্ত্রী কে ছিলেন—
(a) বিশ্বনাথ প্রতাম সিং
(b) চরণ সিং
(c) মােরারজি দেশাই
(d) চন্দ্রশেখর
উঃ- (c) মােরারজি দেশাই
(i) “বি-উপনিবেশকরণ’ বা ‘Decolonisation’ শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন—
(a) ওয়াল্টার লিপম্যান
(b) মরিস ডি. মরিস
(c) ক্রিস্টোফার হিল
(d) মরিঞ্জ জুলিয়াস বন
উঃ- (d) মরিঞ্জ জুলিয়াস বন
(iv) প্যাট্রিক লুমুম্বা কোন্ দেশের প্রধানমন্ত্রী ছিলেন–
(a) ঘানা
(b) কঙ্গো
(c) জামাইকা
(d) মাল্টা
উঃ- (b) কঙ্গো
(v) ফালটন বক্তৃতা দেন—
(a) জর্জ কেন্নান
(b) মার্শাল
(c) ফ্যানন
(d) চার্চিল
উঃ- (d) চার্চিল
উচ্চ মাধ্যমিক ইতিহাস WBTA Solution 2020 with PDF Download
vi) ইয়ম কিম্পূর যুদ্ধ কাদের মধ্যে সংঘটিত হয়েছিল—
(a) সিরিয়া ও মিশর
(b) আরব ও ইজরায়েল।
(c) আরব ও সিরিয়া
(d) আরব ও আমেরিকা
উঃ- (b) আরব ও ইজরায়েল।
vii) কত খ্রিস্টাব্দে মার্শাল প্ল্যান ঘােষিত হয়েছিল—
(a) 1944
(b) 1945
(c) 1947
(d) 1948
উঃ- (d) 1948
viii) দিয়েন বিয়েন ফু-র যুদ্ধে জয়ী হয়—
(a) ভিয়েতনাম
(b) ফ্রান্স
(c) ইন্দোনেশিয়া
(d) ব্রিটেন
উঃ- (a) ভিয়েতনাম
ix) কত সালের 7 ডিসেম্বর জাপান পার্ল হারবার আক্রমণ করে?
(a) 1941
(b) 1942
(c) 1943
(d) 1944
উঃ- (a) 1941
(x) স্তম্ভ ১ এর সঙ্গে স্তম্ভ ২ মেলাও
স্তম্ভ ১ | স্তম্ভ ২ |
(i) হাে-চি-মিন | (A) জাপান |
(ii) চৌ-এন-লাই | (B) ভিয়েতনাম |
(iii) সুকর্ণ | (C) চিন |
(iv) জেনারেল তােজো | (D) ইন্দোনেশিয়া |
বিকল্পসমূহ :
(a) (i)-B, (ii)-D, (iii)-C, (iv)-A,
(b) (i)-C, (ii)-B, (iii)-A, (iv)-D
(c) (i)-A, (ii)-D, (iii)-C, (iv)-B,
(d) (i)-B, (ii)-C, (iii)-D, (iv)-A
উঃ- (d) (i)-B, (ii)-C, (iii)-D, (iv)-A
(xi) দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন বাংলায় যে মন্বন্তর হয়েছিল তা হয়—
(a) 1940 সালে
(b) 1942 সালে
(c) 1943 সালে
(d) 1944 সালে
উঃ- (c) 1943 সালে
(xii) কোন মহিলা স্বাধীনতা সংগ্রামী গান্ধিবুড়ি’ নামে পরিচিত
(a) সরােজিনী নাইডু
(b) মাতঙ্গিনি হাজিরা
(c) অ্যানি বেসান্ত
(d) কল্পনা দত্ত
উঃ- (b) মাতঙ্গিনি হাজিরা
(xiii) দ্য ইন্ডিয়ান মুসলমান’ গ্রন্থটির রচয়িতা-
(a) সৈয়দ আহমেদ খান
(b) থিওডাের বেক
(c) উইলিয়াম হান্টার
(d) মৌলানা আবুল আজাদ
উঃ- (c) উইলিয়াম হান্টার
(xiv) পুনা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল কত খ্রিস্টাব্দে-
(a) 1930
(b) 1931
(c) 1932
(d) 1933
উঃ- (c) 1932
(xv) তত্ত্ববােধিনী পত্রিকার সম্পাদক ছিলেন—
(a) রামমােহন রায়
(b) বিদ্যাসাগর
(c) অক্ষয়কুমার দত্ত
(d) ভূদেব মুখােপাধায়
উঃ- (c) অক্ষয়কুমার দত্ত
(xvi) চিনে ৭ মে আন্দোলনের নিরিখে ‘জিউ গুয়াে’ স্লোগানের অর্থ ছিল—
(a) বিদেশিরা দূর হটো
(b) দেশকে রক্ষা করাে
(c) আমরা বৌদ্ধিক সংস্কার চাই
(d) চিন কেবল চিনাদের জন্য
উঃ- (b) দেশকে রক্ষা করাে
(xvii) তিয়েনসিনের সন্ধি স্বাক্ষরিত হয়—
(a) 1857 খ্রিস্টাব্দে
(b) 1858 খ্রিস্টাব্দে
(c) 1859 খ্রিস্টাব্দে
(d) 1860 খ্রিস্টাব্দে
উঃ- (b) 1858 খ্রিস্টাব্দে
(xviii) আত্মীয় সভা প্রতিষ্ঠিত হয়েছিল—
(a) 1815 খ্রিস্টাব্দে
(b) 1816 খ্রিস্টাব্দে
(c) 1817 খ্রিস্টাব্দে
(d) 1818 খ্রিস্টাব্দে।
উঃ- (a) 1815 খ্রিস্টাব্দে
H.S History WBTA 2020 Solution
(xix) রায়তওয়ারি বন্দোবস্ত প্রবর্তিত হয়েছিল—
(a) পাঞ্জাবে
(b) দক্ষিণ ভারতে
(c) বিহারে
(d) বাংলায়
(ii) তম্ভ ১ এর সঙ্গে স্তম্ভ ২ মেলাও
উঃ- (b) দক্ষিণ ভারতে
(xx) স্তম্ভ ১ এর সঙ্গে স্তম্ভ ২ মেলাও
স্তম্ভ ১ | স্তম্ভ ২ |
(i) ফারুকশিয়ারের ফরমান | (A) 1773 |
(ii) পিটের ভারত শাসন আইন | (B) 1717 |
(iii) রেগুলেটিং আইন | (C) 1765 |
(iv) কোম্পানির দেওয়ানি লাভ | (D) 1784 |
বিল্পসমূহ:
(a) i)-A, (ii)-B, (iii)-C, (iv)-D
(b) (i)-D, (ii)-B, (iii)-C, (iv)-A
(c) (i)-B, (ii)-D, (iii)-A, (iv)-C
(d) (i)-B, (ii)-A, (iii)-C, (iv)-D
উঃ- (c) (i)-B, (ii)-D, (iii)-A, (iv)-C
(xxi) নতুন বিশ্ব’ কথাটির প্রথম ব্যবহার করেন
(a) কলম্বাস
(b) আমেরিগাে ভেসপুচি
(c) ক্যাপ্টেন কুক
(d) ম্যাগেলান
উঃ- (b) আমেরিগাে ভেসপুচি
(xxii) কৃয়াঙ্গরা শ্বেতাঙ্গ মানুষের বােঝা’-এই ধারণাটি প্রচার করেন—
(a) রুডইয়ার্ড কিপলিং
(b) চার্লস ডারউইন
(c) মেকলে
(d) জুলি ফেরি
উঃ- (a) রুডইয়ার্ড কিপলিং
(ixiii) ল্যুভর মিউজিয়াম অবস্থিত—
(a) ফ্রান্সে
(b) জার্মানিতে
(c) ইংল্যান্ডে
(d) হল্যান্ডে
উঃ- (a) ফ্রান্সে
(xxiv) রাজতরঙ্গিনী-র রচয়িতা ছিলেন—
(a) বিলহন
(b) কলহন
(c) বাণভট্ট
(d) কালিদাস
উঃ- (b) কলহন
2. নিম্নলিখিত প্রশ্নগুলির অতিসংক্ষিপ্ত উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) :
(i) স্বত্ববিলােপ নীতি কে প্রবর্তন করেন?
উঃ- লর্ড ডালহৌসি
(ii) চিনে মুক্তদ্বার নীতি কে ঘােষণা করেছিলেন?
উঃ- জন হে
অথবা,
কাওতাও প্রথা কী?
উঃ- চিনা সম্রাটের প্রতি বিদেশি রাষ্ট্রের বশ্যতা প্রকাশ স্বরূপ নজরানা প্রদানকারী রাষ্ট্রগুলির দুতেরা চিনা প্রথা অনুযায়ী তিনবার নতজানু হয়ে নয় বার মাথা ঠুকে সম্রাটেকে অভিবাদন জানাতেন, এই প্রথা ছিল কাও তাও প্রথা।
(ii) “আর্য সমাজ’-এর প্রতিষ্ঠাতা কে?
উঃ- স্বামী দয়ানন্দ সরস্বতী
অথবা,
বক্সার প্রােটোকল কাদের মধ্যে সম্পাদিত হয়?
উঃ- চীনের সঙ্গে ১১টি বিদেশি শক্তির মধ্যে
HIGHER SECONDARY EXAMINATION, 2020
(iv) বিধবা বিবাহ আন্দোলনের প্রধান উদ্যোক্তা কে ছিলেন?
উঃ- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
(v) সিমলা দৌত্য কী?
উঃ- আলিগড় কলেজের অধ্যক্ষ আর্চবােল্ড – এর লেখা এক স্মারকলিপি নিয়ে আগা খাঁর নেতৃত্বে ৩৫ জনের এক মুসলিম প্রতিনিধিদল তৎকালীন বড়োলাট লর্ড মিন্টোর সঙ্গে দেখা করেন । তাঁরা মুসলিম সমাজের জন্য কিছু সুযােগসুবিধা আদায়ের দাবি জানিয়ে ডেপুটেশন দেন , যা সিমলা দৈত্য বা সিমলা ডেপুটেশন নামে পরিচিত ।
(vi) লিনলিথগাে প্রস্তাব কবে ঘােষিত হয়?
উঃ- ১৯৪০ সালে ৮ই আগস্ট
(vii) বুলগানিন কে ছিলেন?
উঃ- নিকোলাই বুলগানিন ছিলেন একজন সোভিয়েত রাজনীতিবিদ
অথবা,
ইয়াসের আরাফত কে ছিলেন?
উঃ- ইয়াসির আরাফাত ছিলেন মুসলিম বিশ্বের অবিসংবাদিত নেতা
(vii) হােমি জাহাঙ্গির ভাবা কে ছিলেন?
উঃ- হোমি জাহাঙ্গির ভাবা ছিলেন ভারতের একজন প্রখ্যাত পরমাণুবিজ্ঞানী
অথবা
স্বাধীন আলজেরিয়ার প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন?
উঃ- আহমেদ বেন বেল্লা
(ix) কোন্ মার্কিন সেনাপতি সর্বপ্রথম জাপানে পদার্পণ করেন?
উঃ- মার্কিন সেনাপতি কমোডাের ম্যাথু পেরি
(x) লগ্নি পুঁজি কী?
উঃ- শিল্প বা বাণিজ্য থেকে অর্জিত অতিরিক্ত পুঁজি বা মুনাফা যখন আরও মুনাফা অর্জনের জন্য আবার কোনো শিল্পে অথবা বাণিজ্যে বিনিয়োগ করা হয় তখন তাকে লগ্নি পুঁজি বলে।
অথবা,
‘ওয়েলথ অব নেশনস্ গ্রন্থটির রচয়িতা কে?
উঃ- অ্যাডাম স্মিথ
(xi) কোন্ দুটি স্থানের মধ্যে ভারতে প্রথম রেলপথ স্থাপিত হয়?
উঃ- ১৮৫৩ খ্রিস্টাব্দে (১৬ এপ্রিল) বােম্বাই থেকে থানে পর্যন্ত ২১ মাইল রেলপথ স্থাপিত হয়।
(xii) ‘সত্যশােধক সভা’র প্রতিষ্ঠাতা কে ?
উঃ- জ্যোতিবা ফুলে(18 সেপ্টেম্বর 1873 সালে)
অথবা,
‘উডের ডেসপ্যাচ’ কী?
উঃ- বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি স্যার চার্লস উড ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের জন্য ১৮৫৪ খ্রিস্টাব্দে ১৯শে জুলাই একটি নির্দেশনামা বা প্রতিবেদন পেশ করেন যা “উডের প্রতিবেদন” বা “উডের ডেসপ্যাচ নামে” পরিচিত।
(xiii) লক্ষ্ণৌ চুক্তি কাদের মধ্যে সম্পাদিত হয়?
উঃ- জাতীয় কংগ্রেস ও মুসলিম লিগের মধ্যে
(xiv) কোন্ জাহাজে নৌবিদ্রোহ শুরু হয়?
উঃ- বোম্বের তলোয়ার নামক জাহাজে
অথবা,
‘এশিয়াবাসীদের জন্য এশিয়া’-এই স্লোগানের উদ্দেশ্য কী ছিল?
উঃ- পশ্চিমী শক্তির প্রতিরোধ, এশীয় ঐক্য গঠন, এশিয়ার নেতৃত্ব গ্রহণ, প্রাকৃতিক সম্পদ লাভ ছিল জাপানের স্লোগান এর উদ্দেশ্য।
(xv) বেষ্টনী নীতি কী?
উঃ- সোভিয়েত সাম্যবাদের গতি রোধ করার জন্য রাশিয়ায় কর্মরত মার্কিন রাষ্ট্রদূত জর্জ এফ কেন্নান ১৯৪৭ সালে ‘সোভিয়েত কার্যকলাপের উৎস’ নামে একটি প্রবন্ধ লেখেন। এই প্রবন্ধে তিনি মার্কিন সরকারকে পরামর্শ দিয়ে বলেন যে, যুক্তরাস্ট্রের সরকারের উচিত সোভিয়েত রাশিয়ার প্রভাব যে অঞ্চলে রয়েছে তাকে তাকে সেই অঞ্চলেই সীমাবদ্ধ রাখা। কেন্নানের এই নীতি ‘বেষ্টনী নীতি’ বা ‘সীমায়িতকরণের নীতি বা ‘কন্টেইনমেন্ট নীতি'(Policy of Containment) নামে পরিচিত
(xvi) স্বাধীন বাংলাদেশ কবে উদ্ভূত হয়?
উঃ- ২৬ মার্চ ১৯৭১
File Details | |
File Name/Book Name | H.S History WBTA 2020 Solution |
File Format | |
File Language | Bengali |
File Size | 194 KB |
File Location | GOOGLE DRIVE |
Download Link | Click Here to Download PDF File |