Class 10 Geography Mock Test Part-5 With PDF Download

প্রিয় মাধ্যমিকের শিক্ষার্থীরা,

আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো, Class 10 Geography Mock Test Part-5 With PDF Download তোমরা এই ওয়েবসাইটের মাধ্যমে Madhyamik 2022 Bengali Mock Test, Madhyamik 2022 Math Mock Test, Madhyamik 2022 English Mock Test, Madhyamik 2022 History Mock Test, Madhyamik 2022 Geography Mock Test, Madhyamik 2022 Life Science Mock Test, Madhyamik 2022 Physical Science Mock Test পেয়ে যাবে। এগুলি তোমাদের ৭ই মার্চে যে পরিক্ষা শুরু হতে যাচ্ছে তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ন হবে। তো বন্ধুরা তোমাদের এই পোস্টের মাধ্যমে 14টি ভুগোলের MCQ Question Quiz আকারে উত্তরসহ দেওয়া আছে। তোমাদের এই মকটেস্টটি আমরা আশা করছি পরিক্ষায় খুবই কাজে আসবে।

Class 10 Geography MCQ Suggestion with Mock Test Part-5 With PDF Download

১। বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখাে:

১.১ অবরােহন ও আরােহন প্রক্রিয়ার মিলিত রুপ হল –

(ক) পুঞ্জিত ক্ষয়

(খ) ক্ষয়ীভবন

(গ) পর্যায়ন

(ঘ) নগ্নীভবন


Correct Option (গ) পর্যায়ন১.২ বর্হিজাত শক্তির মূল উৎস হল-

(ক) নদী

(খ) হিমবাহ

(গ) বায়ুপ্রবাহ

(ঘ) সূর্য


Correct Option ঘ) সূর্য১.৩ শুষ্ক অঞ্চলে গিরিখাতকে বলা হয়

(ক) উপত্যকা

(খ) মন্থকূপ

(গ) ধান্দ

(ঘ) ক্যানিয়ন


Correct Option (ঘ) ক্যানিয়ন১.৪ সমুদ্রজলে ভাসমান বরফস্তুপকে বলে-

(ক) হিমরেখা

(খ) ক্রেভাস

(গ) হিমশৈল

(ঘ) বার্গম্বুন্ড


Correct Option (গ) হিমশৈল১.৫ গৌর ভূমিরূপ গঠিত হয়-

(ক) নদীর কার্যের ফলে

(খ) হিমবাহের কার্যের ফলে

(গ) বায়ুর কার্যের ফলে

(ঘ) সমুদ্রের তরঙ্গের-কার্যের ফলে


Correct Option (গ) বায়ুর কার্যের ফলে১.৬ তেলেঙ্গানা রাজ্যটি গঠিত হয় –

(ক) 1 নভেম্বর 2014

(খ) 2 রা 2014

(গ) 2 আগষ্ট 2014

(ঘ) 2 নভেম্বর 2014


Correct Option (খ) 2 রা 2014১.৭ ভারতের রাজ্য পুনর্গঠনের মূল ভিত্তি ছিল –

(ক) ভাষা

(খ) ভূ-প্রাকৃতিক সাদৃশ্য

(গ) খাদ্যের সাহায্যে

(ঘ) অর্থনৈতিক কাজের সাদৃশ্য


Correct Option (ক) ভাষা১.৮ কানজঙ্ঘা অবস্থিত –

(ক) দার্জিলিং হিমালয়ে

(খ) সিকিম হিমালয়ে

(গ) নেপাল হিমালয়ে

(ঘ) অরুণাগুল হিমালয়ে


Correct Option (ক) দার্জিলিং হিমালয়ে১.৯ সিন্ধুনদ পতিত হয়েছে-

(ক) আরব মহাসাগরে

(খ) বঙ্গােপসাগরে

(গ) ভারত মহাসাগরে

(ঘ) মান্নার উপসাগরে


Correct Option (ক) আরব মহাসাগরে১.১০ উত্তর-পশ্চিম ভারতে ‘লু’ প্রবাহিত হয়

(ক) শরৎকালে

(খ) শীতকালে

(গ) গ্রীষ্মকালে

(ঘ) বর্ষাকালে।


Correct Option (গ) গ্রীষ্মকালেClass 10 Geography Mock Test Part-5 With PDF Download

১.১১ সমভাবাপন্ন জলবায়ুযুক্ত একটি শহর হল

(ক) চন্ডীগড়

(খ) দিল্লী

(গ) পুড়ুচেরি

(ঘ) যােধপুর


Correct Option (গ) পুড়ুচেরি১.১২ নদীর তীরবর্তী নবীন পলিমাটিকে বলে

(ক) খাদার

(খ) ভাঙ্গার

(গ) ধাঙ্কার

(ঘ) ভাবর


Correct Option (ক) খাদার১.১৩ জোয়ারভাটার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য ম্যানগ্রোভ উদ্ভিদের থাকে –

(ক) শ্বাসমূল

(খ) বায়বীয় মুল

(গ) ঠেসমূল

(ঘ) নাসিকা মূল


Correct Option (গ) ঠেসমূল


১.১৪ ভারতের একক বৃহত্তম শিল্প হল

(ক) কার্পাস বয়ন শিল্প

(খ) লৌহ-ইস্পাত শিল্প

(গ) ইঞ্জিনিয়ারিং শিল্প

(ঘ) পেট্রোকেমিক্যাল শিল্প


Correct Option (ক) কার্পাস বয়ন শিল্পClass 10 Geography Mock Test Part-5

১। বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখাে:                                                                1X14=14

১.১ অবরােহন ও আরােহন প্রক্রিয়ার মিলিত রুপ হল –

(ক) পুঞ্জিত ক্ষয়

(খ) ক্ষয়ীভবন

(গ) পর্যায়ন

(ঘ) নগ্নীভবন

১.২ বর্হিজাত শক্তির মূল উৎস হল-

(ক) নদী

(খ) হিমবাহ

(গ) বায়ুপ্রবাহ

(ঘ) সূর্য

১.৩ শুষ্ক অঞ্চলে গিরিখাতকে বলা হয়

(ক) উপত্যকা

(খ) মন্থকূপ

(গ) ধান্দ

(ঘ) ক্যানিয়ন

১.৪ সমুদ্রজলে ভাসমান বরফস্তুপকে বলে-

(ক) হিমরেখা

(খ) ক্রেভাস

(গ) হিমশৈল

(ঘ) বার্গম্বুন্ড

১.৫ গৌর ভূমিরূপ গঠিত হয়-

(ক) নদীর কার্যের ফলে

(খ) হিমবাহের কার্যের ফলে

(গ) বায়ুর কার্যের ফলে

(ঘ) সমুদ্রের তরঙ্গের-কার্যের ফলে

১.৬ তেলেঙ্গানা রাজ্যটি গঠিত হয় –

(ক) 1 নভেম্বর 2014

(খ) 2 রা 2014

(গ) 2 আগষ্ট 2014

(ঘ) 2 নভেম্বর 2014

১.৭ ভারতের রাজ্য পুনর্গঠনের মূল ভিত্তি ছিল –

(ক) ভাষা

(খ) ভূ-প্রাকৃতিক সাদৃশ্য

(গ) খাদ্যের সাহায্যে

(ঘ) অর্থনৈতিক কাজের সাদৃশ্য

১.৮ কানজঙ্ঘা অবস্থিত –

(ক) দার্জিলিং হিমালয়ে

(খ) সিকিম হিমালয়ে

(গ) নেপাল হিমালয়ে

(ঘ) অরুণাগুল হিমালয়ে

১.৯ সিন্ধুনদ পতিত হয়েছে-

(ক) আরব মহাসাগরে

(খ) বঙ্গােপসাগরে

(গ) ভারত মহাসাগরে

(ঘ) মান্নার উপসাগরে

১.১০ উত্তর-পশ্চিম ভারতে ‘লু’ প্রবাহিত হয়

(ক) শরৎকালে

(খ) শীতকালে

(গ) গ্রীষ্মকালে

(ঘ) বর্ষাকালে।

১.১১ সমভাবাপন্ন জলবায়ুযুক্ত একটি শহর হল

(ক) চন্ডীগড়

(খ) দিল্লী

(গ) পুড়ুচেরি

(ঘ) যােধপুর

১.১২ নদীর তীরবর্তী নবীন পলিমাটিকে বলে

(ক) খাদার

(খ) ভাঙ্গার

(গ) ধাঙ্কার

(ঘ) ভাবর

১.১৩ জোয়ারভাটার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য ম্যানগ্রোভ উদ্ভিদের থাকে –

(ক) শ্বাসমূল

(খ) বায়বীয় মুল

(গ) ঠেসমূল

(ঘ) নাসিকা মূল

১.১৪ ভারতের একক বৃহত্তম শিল্প হল

(ক) কার্পাস বয়ন শিল্প

(খ) লৌহ-ইস্পাত শিল্প

(গ) ইঞ্জিনিয়ারিং শিল্প

(ঘ) পেট্রোকেমিক্যাল শিল্প

বিভাগ “খ”

২.১। নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে শু’এবং অশুদ্ধ হলে পাশে ‘অ’ লেখাে : (যে কোন ছয়টি)    1X6=6

২.১.১ অবরােহন প্রক্রিয়ায় ভূমির উচ্চতা হ্রাস পায়।             [ শু ]

২.১.২ I’ আকৃতির নদী উপত্যকা পার্বত্য অঞলে সর্বত্র সৃষ্টি হয় না।  [ শু ]

২.১.৩ মধ্যপ্রদেশের দক্ষিণাংশ নিয়ে ছত্তিশগড় রাজ্য গঠিত হয়েছে।     [ শু ]

২.১.৪ লুনি নদী আরবসাগরে পড়েছে।                                            [ অ ]

২.১.৫ রাজস্থানে সৃষ্ট ধুলিঝড় ‘লু’ নামে পরিচিত।                            [ অ ]

২.১.৬ মরুমাটি সিরাের্জেম নামে পরিচিত।                                     [ শু ]

২.১.৭ বল উইভিল এক ধরণের উচ্চফলনশীল ইক্ষু।                        [ শু ]

২.২। উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করয়েকোন ছয়টি)                                                                              1X6=6

২.২.১ পর্যায়ন’ শব্দটি প্রথম ব্যাখ্যা করেন         চেম্বারলিন ও সলিসবেরি                            

২.২.২     নরওয়ে               ‘ফিয়ার্ডের দেশ’ বলা হয়।

২.২.৩        সুবর্ণরেখা                 নদীর ব-দ্বীপ ভারতের একটি তীক্ষ্ণাগ্র ব-দ্বীপ-এর উদাহরণ।

২.২.৪ দেরাদুন শহর       দুন           উপত্যকায় অবস্থিত।

২.২.৫ মঞ্জিরা নদী         গোদাবরী              নদীর উপনদী।

২.২.৬ ঝুমচাষ ভারতের          উত্তর-পূর্ব                অঞ্চলে বেশি দেখা যায়।

২.২.৭ ভারতবর্ষের মধ্যে           কেরালা                  রাজ্যে সাক্ষরতার হার সর্বাধিক।

২.৩। দু-এক কুথায় উত্তর দাওঃ (যে কোনাে ছয়টি)   1X6=6                                                                                       

২.৩.১ নদীর জলের গতিবেগ দ্বিগুন হলে তার বহন ক্ষমতা কতগুন বৃদ্ধি পায় ?

উ:- 64 গুন

২.৩.২ ইন্দিরা পয়েন্ট কী?

উ:- ভারতের দক্ষিণতম বিন্দু

২.৩.৩ ভারতের প্রবালদ্বীপ কোথায় দেখা যায় ?

উ:- লক্ষদ্বীপ

২.৩.৪ প্যাংগং হ্রদ কোন কেন্দ্রশাসিত অঞ্চলের অন্তর্গত ?

উ:- লাদাখ

২.৩.৫ চা চাষের জন্য কিরূপ ভূমিরূপ প্রয়ােজন ?

উ:- ঢালু পাহাড়ি জমি

২.৩.৬ কোশহরকে ‘ভারতের ডেট্রয়ট’ বলা হয় ?

উ:- চেন্নাই

২.৩.৭ ২০১১ সালের আদমশুমারি অনুসারে ভারতে মহানগরের সংখ্যা কয়টি ?

উ:- 53

বামদিকের সাথে ডানদিকের গুলি মিলিয়ে লেখ :                                                                                    1X4=4

বামদিকডানদিক
২.৪.১ হিমসােপান(ক) মরূভুমি
২.৪.২ জেরােফাইট উদ্ভিদ(খ) কেরল
২.৪.৩ ভারতের সিলিকন ভ্যালি(গ) প্যাটারনষ্টার হ্রদ
২.৪.৪ ভেম্বনাদ(ঘ) তথ্যপ্রযুক্তি শিল্প।

উ:-

বামদিকডানদিক
২.৪.১ হিমসােপান(গ) প্যাটারনষ্টার হ্রদ
২.৪.২ জেরােফাইট উদ্ভিদ(ক) মরূভুমি
২.৪.৩ ভারতের সিলিকন ভ্যালি(ঘ) তথ্যপ্রযুক্তি শিল্প।
২.৪.৪ ভেম্বনাদ(খ) কেরল।

বিভাগ – ‘গ’

নীচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাওঃ (বিকল্প প্রশ্ন লক্ষ্যনীয়)    2X6=12                                                                

৩.১ নগ্নীভবন কাকে বলে?

অথবা, নদী উপত্যকা কাকে বলে ?

৩.২ ঝুলন্ত উপত্যকা কীভাবে গঠিত হয় ?

অথবা,

মরুদ্যান কিভাবে সৃষ্টি হয় ?

৩.৩ রাজ্যপুনর্গঠন কমিশন কী ?

অথবা,

কারেওয়া কী ?

৩.4 রাস্থানের থর মরুভুমি সৃষ্টির ভৌগােলিক ব্যাখ্যা দাও।

অথবা,

কৃষি বনসৃজন বলতে কি বােঝ?

৩.৫ উত্তর ভারতের সমভূমি অঞ্চলের মাটি উর্বর কেন?

অথবা,

রেগুর মাটির রং কালাে কেন?

৩.৬ অর্থকরী ফসল কাকে বলে?

অথবা,

অনুসারী শিল্প বলতে কী বােঝ?

বিভাগ – ‘ঘ’

নীচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত ব্যাখ্যা মূলক উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষ্যনীয়)    3X4=12                                      

৪.১ গিরিখাতু ও ক্যানিয়নের মধ্যে পার্থক্য নিরুপণ কর।

অথবা, নিবিন্দু কী? নিক্ বিন্দুতে জলপ্রপাত সৃষ্টির কারণ ব্যাখ্যা কর।

৪.২ পার্শ্ব গ্রাবরেখা ও মধ্যগ্রাবরেখা বলতে কী বােঝ? অথবা, অনুদৈর্ঘ্য ও তির্যক বালিয়াড়ি মধ্যে তিনটি পার্থক্য লেখ।

৪.৩ ভারতের পূর্ব উপকূল ও পশ্চিম উপকূলের মধ্যে তিনটি পার্থক্য লেখ। অথবা, দক্ষিণ ভারতের নদীগুলি জলবিদ্যুৎ উৎপাদনে অগ্রনী কেন?

৪.৪ ভারতীয় কৃষির প্রকৃতি ‘জীবিকা সত্তাভিত্তিক’ – যুক্তি দাও। অথবা, কার্পাস শিল্পকে ‘শিকড় আলগা শিল্প’ বলা হয় কেন ?

বিভাগ – ‘ঙ’

৫.১ যে কোনাে দুটি প্রশ্নের উত্তর দাওঃ                                                                                                       5X2=10

৫.১.১ নিম্নগতিতে বা ব-দ্বীপ প্রবাহে নদী দ্বারা সৃষ্ট ভূমিরূপগুলির বর্ণনা দাও।

৫.১.২ ‘বার্গস্রন্ড’ ও ‘ক্রেভাস’ এর পরিচয় দাও। পর্বতারােহণে এগুলি কীরূপ

৫.১.৩ বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত তিনটি ভূমিরূপের সচিত্র বিবরণ দাও।

৫.১.৪ বাজাদা ও প্লায়া সম্পর্কে সচিত্র আলােচনা কর।

৫.২ যে কোনাে দুটি প্রশ্নের উত্তর লেখ:                                                                                                      5X2=10

৫.২.১ ভারতের জলবায়ুতে মৌসুমী জলবায়ুর প্রভাব আলােচনা কর।

৫.২.২ উত্তর ও দক্ষিণ ভারতের নদীগুলির মধ্যে তুলনামূলক আলােচনা কর।

৫.২.৩ উত্তর ভারতে গম চাষ বেশি হওয়ার কারণগুলি লেখ।

৫.২.৪ পূর্ব ও মধ্য ভারতে লৌহ-ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণগুলি ব্যাখ্যা কর।

বিভাগ – ‘চ’

ভারতের রেখামানচিত্রে নিম্নলিখিতগুলি উপযুক্ত প্রতীকও নামসহ চিহ্নিত কর।   1X10=10                             

৬.১ সাতপুরা পর্বত

৬.২ একটি অন্তর্বাহিনী নদী

৬.৩ পলিমুত্তিকা অঞ্চল

৬.৫ গােদাবরী নদী

৬.৬ ম্যানগ্রোভ অরণ্য

৬.৭ পূর্ব ভারতের মেগাসিটি

৬.৮ পূর্ব স্বাভাবিক বন্দর

৬.৯ পশ্চিমবঙ্গে অবস্থিত একটি লৌহ-ইস্পাত কেন্দ্র

৬.১০ ভারতের ক্ষুদ্রতম রাজ্য।

Leave a Comment