অপূর্নগননামূলক আরোহ অনুমানের মুল্যায়নের বিভিন্ন মান দন্ডগুলি সম্পর্কে আজকে আলোচনা করা হবে.
অপূর্নগননামূলক আরোহ অনুমানের মুল্যায়নের বিভিন্ন মান দন্ডগুলি উল্লেখ করো।
অপূর্নগননামূলক আরোহ অনুমানের মুল্যায়ন সম্পর্কীত মানদন্ড:- লৌকিক আরোহের সিদ্ধান্ত সম্ভাব্য কিন্তু সম্ভাব্যতার মাত্রাভেদ আছে। নীচে কয়েকটি মানদণ্ড উল্লেখ করা হল যাদের সাহায্যে লোকিক আরোহের মূল্যায়ন করা যেতে পারে। যথা-
i) যত বেশি সংখ্যক দৃষ্টান্ত গ্রহন করা হবে,লোকিক আরোহের সিদ্ধান্তের সম্ভাব্যতাও
ii) যেসব ব্যাক্তি বা বস্তু সম্পর্কে অনুমান করা হয় তাদের মধ্যে যত বেশি বইসা দৃশ্য থাকবে সিদ্ধান্তের সম্ভাবনা তত বেশি হবে।
iii) যে সব দৃষ্টান্ত নেওয়া হয় তাদের মধ্যে শ্রেনীগত সাদৃশ্য যত বেশি হবে সিদ্ধান্ত তত সম্ভাব্য হবে।
iv) যেসব দৃষ্টান্ত নেওয়া হয় তাদের ধর্মযদি মৌলিকধর্ম হয়।তাহলে সিদ্ধান্তের সম্ভাব্যতা অনেক বেশি হবে।
v) যদি সিদ্ধান্তের বিরুদ্ধ দৃষ্টান্তের অভাব বা অনুপস্থিতি থাকে সিদ্ধান্তের সম্ভাব্যতা বাড়তে পারে।
- উপমাযুক্তি বা সাদৃশ্যমূলক আরোহ অনুমান কাকে বলে?
- উপমাযুক্তি বা সাদৃশ্যমূলক আরোহ অনুমান কাকে বলে?বৈজ্ঞানিক আরোহ অনুমান কাকে বলে? বৈজ্ঞানিক আরোহ অনুমানের বৈশিষ্ট্য গুলি কি কি? বৈজ্ঞানিক আরোহ অনুমান এর উদাহরণ দাও
- বৈজ্ঞানিক ও অবৈজ্ঞানিক আরোহ অনুমানের মধ্যে পার্থক্য লিখ