প্রিয় বন্ধুরা আজকে তোমাদের সাথে আলোচনা করবো, আরোহ অনুমান সংক্রান্ত লাফ বলতে কী সম্বন্ধে।
আরোহ অনুমান সংক্রান্ত লাফঃ- আরোহ অনুমানের প্রধান লক্ষণ হলো আরোহ অনুমান সংক্রান্ত লাফ। আরোহ অনুমানে আমরা জ্ঞাত সত্ত্য থেকে অজ্ঞাত সত্যে, বিশেষ্য থেকে সামান্য সত্যে উপনীত হই যুক্তি বিজ্ঞানীরা এই বিশেষ জ্ঞাত সত্য থেকে সামান্য অজ্ঞাত সত্যে অগ্রসর হওয়ার যাত্রাকে আরোহ অনুমান সংক্রান্ত লাফ বলেছেন। দার্শনিক মিল আরোহ অনুমানের এই লাফকে অন্ধকারে ঝাঁপ দেওয়া বা আরোহ অনুমান সংক্রান্ত ঝুঁকি বলে বর্ণনা করেছেন।
যেমন আমরা যখন পর্যবেক্ষণ এর সাহায্যে কয়েকজন মানুষের মৃত্যু পর্যবেক্ষণ করে অনুমান করি সকল মানুষ হয় মরণশীল তখন আমরা জ্ঞাত বিষয় থেকে অজ্ঞাত বিষয়ে উপনীত হয়। এক্ষেত্রে আমরা যেন জানা থেকে অজানায় বা অন্ধকারে ঝাঁপ দি। এই কারণে আরোহ অনুমানকে কে অন্ধকারের যাত্রা নামে অভিহিত করা হয়।
- উপমাযুক্তি বা সাদৃশ্যমূলক আরোহ অনুমান কাকে বলে?
- উপমাযুক্তি বা সাদৃশ্যমূলক আরোহ অনুমান কাকে বলে?বৈজ্ঞানিক আরোহ অনুমান কাকে বলে? বৈজ্ঞানিক আরোহ অনুমানের বৈশিষ্ট্য গুলি কি কি? বৈজ্ঞানিক আরোহ অনুমান এর উদাহরণ দাও
- বৈজ্ঞানিক ও অবৈজ্ঞানিক আরোহ অনুমানের মধ্যে পার্থক্য লিখ