আজকে তোমাদের সাথে এই পোষ্টের মাধ্যমে উচ্চমাধ্যমিক ইতিহাস সাজেশন 2022 আমরা শেয়ার করব, |আমরা এই সাইটের মাধ্যমে Wbta test paper 2022|WBCHSE Wbta test paper 2022 h.s|Wbta test paper 2022 H.s Science|Wbta test paper 2022 H.S PDF Download|Wbta test paper 2022 H.S art|PDF Download Wbta test paper 2022 H.S English WBCHSE Question Paper 2022 Pdf Class 12|WBCHSE Previous year question paper PDF|HS Question Paper 2022 Pdf Download|উচ্চমাধ্যমিক টেস্ট পেপার সমাধান | WBCHSE Question Paper 2022 PDF Download | WBCHSE last 10 years question paper PDF এগুলি তোমাদের যে পরিক্ষা শুরু হতে যাচ্ছে তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ন হবে। তো বন্ধুরা তোমাদের এই পোস্টের মাধ্যমে wbta test paper 2022 h.s (History)Ac-4 art PDF Download Page দেওয়া হয়েছে। আমাদের আসা এই প্রশ্নগুলি তোমাদের পরিক্ষায় খুবই কাজে আসবে।
উচ্চমাধ্যমিক ইতিহাস সাজেশন 2022
Table of Contents
1.যে কোনাে পাঁচটি প্রশ্নের উত্তর দাও (প্রতিটি বিভাগ থেকে ন্যূনতম দুটি প্রশ্নের উত্তর আবশ্যক) 8×5=40
বিভাগ-ক
(i) মিথ (উপকথা) ও লিজেন্ড (পুরাকাহিনী) বলতে কী বােঝাে? অতীত বিষয়ে মানুষের ধারণাকে এরা কীভাবে রূপদান করে ? (3+5)
উ:-
(ii) ঔপনিবেশিক ভারতে অবশিল্পায়ন-এর কারণ ও ফলাফল ব্যাখ্যা করাে।
উ:-
(iii) ইউরােপের বিভিন্ন সাম্রাজ্যবাদী শক্তি কর্তৃক ভারত ও চিনে ঔপনিবেশিক শােষণের অভিজ্ঞতার মধ্যে সাদৃশ্যগুলি বর্ণনা করাে।
উ:-
(iv) ভারতের সমাজসংস্কারক হিসেবে রামমােহন রায়ের অবদান সম্পর্কে আলােচনা করাে। অথবা, পাশ্চাত্য শিক্ষার প্রভাবে চিনে কীভাবে বুদ্ধিজীবী শ্রেণির উদ্ভব হয়? চিনের তাইপিং বিদ্রোহ সম্পর্কে একটি টীকা লেখাে। (4+4)
উ:-
বিভাগ-খ
(v) জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রেক্ষাপট কী ছিল? এই ঘটনার গুরুত্ব আলােচনা করাে।
উ:-
(vi) মধ্যভারতে ড. আম্বেদকরের নেতৃত্বে মন্দিরে প্রবেশ সংক্রান্ত আন্দোলনের বিবরণ দাও।
উ:-
(vii) ভারত ছাড়াে আন্দোলনের ঐতিহাসিক তাৎপর্য ব্যাখ্যা করাে এবং এই আন্দোলনে মহিলাদের অংশগ্রহণ সম্পর্কে সংক্ষেপে লেখাে। (5+3)
উ:-
(viii) ক্যাবিনেট মিশনের পটভূমি আলােচনা করা। এই প্রসঙ্গে এর প্রস্তাব ও প্রতিক্রিয়া লেখাে। (4+4) অথবা, মাউন্টব্যাটেন পরিকল্পনা কী? এই পরিকল্পনা বিষয়ে জাতীয় কংগ্রেস ও মুসলিম লিগের কী প্রতিক্রিয়া হয়?
উ:-
PART-B |(Marks : 40)
1. বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখাে :1×24=24
(i) জীবনের জলসাঘর কার আত্মজীবনী-
(a) দক্ষিণারঞ্জন বসু
(b) মণিকুন্তলা সেন
(c) মান্না দে
(d) নারায়ণসান্যাল।
উ:- মান্না দে
(ii) ‘একাত্তরের ডায়েরি’ নামক স্মৃতিকথার রচয়িতা—
(a) সুফিয়া কামাল
(b) নারায়ণ গঙ্গোপাধ্যায়
(c) আশালতা সরকার
(d) দিব্যজ্যোতি মজুমদার
উ:- সুফিয়া কামাল
(iii) ইতিহাসের জনক বলা হয়—
(a) হেরােডােটাসকে
(b) থুকিডিডিসকে
(c) ইবন খালদুনকে
(d) সুমা কিয়েনকে
উ:- হেরােডােটাসকে
(iv) লন্ডনের ব্রিটিশ মিউজিয়াম স্থাপিত হয়–
(a) 1471 খ্রিস্টাব্দে
(b) 1753 খ্রিস্টাব্দে
(c) 1874 খ্রিস্টাব্দে
(d) 1993 খ্রিস্টাব্দে
উ:- 1753 খ্রিস্টাব্দে
(v)ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়—
(a) 1780 খ্রিস্টাব্দে
(b) 1818 খ্রিস্টাব্দে
(c) 1800 খ্রিস্টাব্দে
(d) 1849 খ্রিস্টাব্দে
উ:- 1800 খ্রিস্টাব্দে
(vi) লর্ড কর্নওয়ালিশ প্রবর্তিত ভূমিরাজস্ব ব্যবস্থা হল—
(a) দশশালা বন্দোবস্ত
(b) চিরস্থায়ী বন্দোবস্ত
(c) পাঁচশালা বন্দোবস্ত
(d) রায়তওয়ারি বন্দোবস্ত
বিকল্প সমূহ : (a) a ঠিক b, c, d ভুল (b) a, c ঠিক b, d ভুল (c) a, b ঠিক c, d ভুল (d) a, b, c ঠিক a ,d ভুল
উ:- (c) a, b ঠিক c, d ভুল
(vii) এশিয়ার কোন দেশ বিদেশী বণিকদের বিরুদ্ধে প্রথম পদক্ষেপ গ্রহণ করে—
(a) ভারত
(b) চিন
(c) ইন্দোনেশিয়া
(d) শ্রীলঙ্কা
উ:- চিন
(viii) হিন্দু কলেজের বর্তমান নাম কী—
(a) স্কটিশচার্চ কলেজ
(b) লরেটো কলেজ
(c) সেন্ট জেভিয়ার্স কলেজ
(d) প্রেসিডেন্সি ইউনিভার্সিটি
উ:- (d) প্রেসিডেন্সি ইউনিভার্সিটি
(ix) শূন্যস্থান পূরণ করাে : ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা ছিলেন (c) রামমােহন রায় ।
(a) দয়ানন্দ সরস্বতী
(b) কেশবচন্দ্র সেন
(c) রামমােহন রায়
(d) শিবনাথ শাস্ত্রী
উ:- (c) রামমােহন রায়
(x) দক্ষিণী বিদ্যাসাগর’ কাকে বলা হত
(a) বীরসালিঙ্গম পানতুলু
(b) শ্রী নারায়ণ গুরু
(c) বিশ্বনাথ সত্তারাম
(d) উন্নভা লক্ষ্মী নারায়ণ
উ:- বীরসালিঙ্গম পানতুলু
উচ্চ মাধ্যমিক ইতিহাস সাজেশন কিছু গুরুত্বপূর্নপ্রশ্ন
(xi) ভারতীয় নবজাগরণের অগ্রদূত ছিলেন—
(a) আলেকজান্ডার ডাফ
(b) কোলব্রুক
(c) রাজা রামমােহন রায়
(d) মেকলে
উ:-(c) রাজা রামমােহন রায়
(xii) দাক্ষিণাত্য হাঙ্গামা কাদের বিরুদ্ধে হয়েছিল—
(a) পতিদার
(b) দেওয়ান
(c) সাউকার
(d) মধ্যবিত্ত
উ:- সাউকার
(xiii) চিনের ওপর একুশদফা দাবি আরােপ করেছিল-
(a) আমেরিকা
(b) জাপান
(c) ফ্রান্স
(d) ইংল্যান্ড
উ:-(b) জাপান
(xiv) মীরাট ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত নন-
(a) এস. এ. ডাঙ্গে
(b) মুজফফর আহমেদ
(c) সােমনাথ লাহিড়ি
(d) ফিলিপ স্প্যাট
উ:- সােমনাথ লাহিড়ি
(xv) তাইপিং’ শব্দের অর্থ—
(a) বিপ্লব
(b) বিদ্রোহ
(c) স্বর্গীয় শান্তি
(d) অশান্তি
উ:- (c) স্বর্গীয় শান্তি
(xvi) ভারতীয় সংবিধান কার্যকরী হয়—
(a) 1950 খ্রিস্টাব্দে
(b) 1951 খ্রিস্টাব্দে
(c) 1955 খ্রিস্টাব্দে
(d) 1960 খ্রিস্টাব্দে
উ:- (a) 1950 খ্রিস্টাব্দে
(xvii) জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে কাইজার-ই-হিন্দ’ উপাধি ত্যাগ করেন—
(a) রবীন্দ্রনাথ ঠাকুর
(b) মহাত্মা গান্ধি
(c) সুভাষচন্দ্র বসু
(d) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
উ:- (b) মহাত্মা গান্ধি
(xviii) বারদৌলি সত্যাগ্রহের নেতৃত্ব দেন কে—
(a) রাজকুমার শুক্লা
(b) ড. রাজেন্দ্রপ্রসাদ
(c) বল্লভভাই প্যাটেল
(d) কল্যাণজি মেহতা
উ:-(c) বল্লভভাই প্যাটেল
(xix) রয়্যাল কমিশন (1913 খ্রি) কীসের সঙ্গে যুক্ত ছিল—
(a) মুদ্রা
(b) সিসা
(c) আইনশৃঙ্খলা
(d) রাজদ্রোহ
উ:-(a) মুদ্রা
(xx) দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ভারতের বড়লাট ছিলেন—
(a) লর্ড আরউইন
(b) ওয়াভেল
(c) লিনলিথগাে
(d) মাউন্টব্যাটেন
উ:-(c) লিনলিথগাে
(xxi) নৌবিদ্রোহ প্রথম শুরু হয়—
(a) ক্যাসেল ব্যারাকে
(b) কোমাগাতামারু জাহাজে
(c) তলােয়ার জাহাজে
(d) একটি আমেরিকার জাহাজে
উ:-(c) তলােয়ার জাহাজে
(xxii) ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন না—
(a) স্যার স্ট্যাফোর্ড ক্রিপস
(b) লর্ড ওয়াভেল
(c) পেথিক লরেন্স
(d) এ. ডি. আলেকজান্ডার
উ:- লর্ড ওয়াভেল
(xxiii) দিয়েন-বিয়েন ফু-র যুদ্ধে কে জয়ী হয়েছিল—
(a) ভিয়েতনাম
(b) ফ্রান্স
(c) মার্কিন যুক্তরাষ্ট্র
(d) কম্বােডিয়া
উ:- (a) ভিয়েতনাম
(xxiv) স্তম্ভ ১ এর সঙ্গে স্তম্ভ ২ মেলাও :
স্তম্ভ-১ | স্তম্ভ-২ |
(i) RIN বিদ্রোহ | (A) 1943 |
(ii) ক্রিপস মিশন | (B) 1946 |
(iii) লিনলিথগাে প্রস্তাব | (C) 1942 |
(iv) আজাদ হিন্দ সরকার প্রতিষ্ঠা | (D) 1940 |
বিকল্পসমূহ : (a) (i)-B, (ii)-D, (iii)-C, (iv)-A, (b) (i)-D, (ii)-C, (iii)-A, (iv)-B
(c) (i)-B, (ii)-C, (iii)-D, (iv)-A, (d) এগুলির কোনােটিই নয়
উ:- (c) (i)-B, (ii)-C, (iii)-D,
H.S History Suggestion PDF Download
2. নিম্নলিখিত প্রশ্নগুলির অতিসংক্ষিপ্ত উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) : 1×16=16
(i) অন্ধকূপ হত্যা কী?
উ:- হলওয়েল নামক নামক একজন ইংরেজ কর্মচারীর বিবরণ থেকে জানা যায় যে, 1756 খ্রিস্টাব্দের 20শে জুন নবাব সিরাজ উদ্দৌলার নির্দেশে কলকাতায় বন্দি 146 জন ইংরেজ কর্মচারীকে 18 ফুট লম্বা 14 ফুট 10 ইঞ্চি চওড়া একটি ছােট ঘরে আটকে রাখা হয়। পরদিন সকালে দেখা যায় বন্দিদের মধ্যে 123 জন শ্বাসরুদ্ধ হয়ে মারা গেছে । এই ঘটনা ইতিহাসে অন্ধকূপ হত্যা নামে পরিচিত।
(ii) কবে ও কাদের মধ্যে বেসিনের চুক্তি স্বাক্ষরিত হয়?
উ:- 1802 খ্রিস্টাব্দে মারাঠা ও ইংরেজদের সঙ্গে বেসিনের চুক্তি স্বাক্ষরিত হয় (পেশোয়া দ্বিতীয় বাজিরাও ও লর্ড ওয়েলেসলির মধ্যে)
অথবা
শ্রীরঙ্গপত্তমের সন্ধির দুটি শর্ত লেখাে।
উ:- 1792 খ্রিস্টাব্দে শ্রীরঙ্গপত্তমের সন্ধি হয়েছিল টিপু সুলতান ও ইংরেজদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল।
এই সন্ধির দুটি শর্ত হল-
১)টিপু যুদ্ধের ক্ষতিপূরণ বাবদ 3 কোটি 30 লক্ষ টাকা এবং নিজ রাজ্যের অর্ধাংশ ইংরেজ, নিজাম ও মারাঠাদের ছেড়ে দিতে বাধ্য হন।
৩) ক্ষতিপূরণের টাকার জামিন হিসাবে টিপু তার দুই পুত্রকে ইংরেজিতে হাতে তুলে দেন।
(iii) গ্যারান্টি প্রথা কী?
উ:- ভারতে রেলপথ নির্মাণে কোম্পানিগুলিকে উৎসাহিত করার উদ্দেশ্যে সরকার কোম্পানিগুলিকে কয়েকটি বিষয়ে গ্যারান্টি বা প্রতিশ্রুতি দেয়। এই ব্যবস্থা গ্যারান্টি ব্যবস্থা নামে পরিচিত।
অথবা
এজেন্সি ব্যবস্থা কাকে বলে?
উ:- 1753 থেকে 1775 খ্রিস্টাব্দ পর্যন্ত কোম্পানি তার নিজস্ব এজেন্টের মাধ্যমে পণ্য সামগ্রী ক্রয় করত। কোম্পানির কর্মচারীরাই এজেন্ট হিসেবে কাজ করতাে এই ব্যবস্থা এজেন্সি ব্যবস্থা নামে পরিচিত।
(iv) নজরানা পদ্ধতি কী?
উ:-কোনাে ইউরােপীয় জাতি চিনা সম্রাটকে বিশেষ উপহার দিয়ে বাণিজ্যের অনুমতি নেওয়াকে বলা হত নজরানা ব্যবস্থা।
অথবা
চিনের রুদ্ধদ্বার নীতি কী ছিল?
উ:- রুদ্ধদ্বার নীতি অনুযায়ী স্থির হয় যে সকল বিদেশি বণিক ক্যান্টন বাণিজ্যে অংশগ্রহণ করবে তাদের চিনা আইন মেনে চলতে হবে এবং বিদেশী বণিকরা চীনা ভাষা ও আদব কায়দা শিখতে পারবে না, বাণিজ্যকুঠিতে আগ্নেয়াস্ত্র রাখতে পারবে না, দাসি রাখতে পারবে না, এমনকি বাণিজ্যের মরশুম শেষে তাদের বন্দর ত্যাগ করতে হবে। বিদেশী বণিকদের প্রতি চীনের এই কঠোর নীতিকে রুদ্ধদ্বার নীতি বলে।
(v) নব্যবঙ্গীয় কারা ?
উ:-হিন্দু কলেজের তরুণ শিক্ষক ডিরোজিওর অনুগামীরা নব্যবঙ্গীয় বা নব্যবঙ্গ নামে পরিচিত।
(vi) হিন্দু বিধবা পুনর্বিবাহ আইন কবে প্রবর্তন হয়?
উ:- 1856 খ্রিস্টাব্দের 26 শে জুলাই 15 নম্বর বিধি দ্বারা হিন্দু পুনর্বিবাহ বিবাহ আইন পাশ হয়
অথবা
কে, কবে সতীদাহ প্রথা রদ করেন?
উ:- 1829 খ্রিস্টাব্দে রাজা রামমোহন রায়ের সহযোগিতায় লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক 17 নম্বর বিধি দ্বারা সতীদাহ প্রথা রদ করেন।
(vi) তিন আইন কী? এটি কবে পাস হয়?
উ:- ব্রাহ্ম নেতাদের আন্দোলনের ফলে ইংরেজ সরকার বাল্যবিবাহ ও বহুবিবাহ রােধ করে এবং অসবর্ণ ও বিবাহ আইন সিদ্ধ করা যে আইনের মাধ্যমে তা তিন আইন নামে পরিচিত। তিন আইন পাশ হয় 1872 খ্রিস্টাব্দে।
অথবা
কে, কবে কোথায় সার্বজনিক সভা প্রতিষ্ঠা করেন?
উ:- মহাদেব গোবিন্দ রানাডে 1870 খ্রিস্টাব্দে পুনায় সার্বজনিক সভা প্রতিষ্ঠা করেছিলেন
(viii) চৌঠা মে আন্দোলন বলতে কী বােঝায়?
উ:- 1914 খ্রিস্টাব্দে প্রথম বিশ্ব যুদ্ধ শুরু হলে জাপান চীনের প্রতি আগ্রাসন চালায়। যুদ্ধে চীন মিত্রপক্ষের সমর্থনে যোগ দিলেও যুদ্ধের পর চীন কোন সুবিচার পায়নি। এই পরিপ্রেক্ষিতে বিদেশি আধিপত্যের বিরুদ্ধে 1919 খ্রিঃ 4 ঠা মে, চিনের রাজধানী পিকিং এ কয়েক হাজার চিনা ছাত্র যে জাতীয়তাবাদী আন্দোলন ও বিক্ষোভ কর্মসূচি সংগঠিত করে তা অল্প সময়ের মধ্যেই এক বৃহৎ গনআন্দোলনের রূপ নেয়। এটি চিনের ইতিহাসে “৪ ঠা মে আন্দোলন” বা “মে ফোর্থ আন্দোলন” নামে পরিচিত।
(ix) মর্লে-মিন্টো সংস্কার আইন কবে পাস হয়?
উ:- 1909 খ্রিস্টাব্দে।
অথবা
কবে, কাদের মধ্যে লখনউ চুক্তি স্বাক্ষরিত হয়?
উ:- 1916 সালে কংগ্রেস ও মুসলিম লিগের মধ্যে।
(x) সিমলা ডেপুটেশন’ কী?
উ:- 1906 খ্রিস্টাব্দে মুসলিম নেতা আগা খাঁ এর নেতৃত্বে 35 জন মুসলিম প্রতিনিধির একটি দল বড়লাট মিন্টোর সঙ্গে দেখা করে তার হাতে স্মারক লিপি তুলে দেন তা সিমলা ডেপুটেশন নামে পরিচিত।
(xi) রাওলাট সত্যাগ্রহ কী?
উ:- ভারতে ব্রিটিশ সরকারের অন্যতম কুখ্যাত আইন ছিল রাওলাট আইন। এই রাওলাট আইনের সুপারিশগুলি কংগ্রেসের উদীয়মান নেতা মহাত্মা গান্ধিকে বিচলিত করে এবং রাওলাট আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানানাের উদ্দেশ্যে গান্ধিজির যে সত্যাগ্রহ আন্দোলন শুরু করেছিলেন তা রাওলাট সত্যাগ্রহ নামে পরিচিত ।
অথবা
ঔপনিবেশিক ভারতে ‘দেশীয় রাজ্য’ বলতে কী বােঝানাে হত?
উ:- ভারতে ব্রিটিশ শাসনাধীনে মৌখিকভাবে সার্বভৌম স্বীকৃত রাজ্য গুলি দেশীয় রাজ্য নামে পরিচিত। ব্রিটিশ আধিপত্য মেনে স্থানীয় শাসকের অধীনে এইসব রাজ্য পরিচালিত হত। 1947 সালে ভারত যখন স্বাধীন হয় সেই সময় সারা দেশ জুড়ে প্রায় 565টি দেশীয় রাজ্য ছিল।
(xii) পঞ্চাশের মন্বন্তরের দুটি ফলাফল উল্লেখ করাে।
উ:- 1843 খ্রিস্টাব্দের যে পঞ্চাশের মন্বন্তর হয়েছিল সেই মন্বন্তরে-
ক) অনাহারে প্রায় 40-70 লক্ষেরও বেশী মানুষ মারা যায়। রাস্তাঘাটে যেখানে সেখানে মৃতদেহ স্তূপাকারে পড়ে থাকতে দেখা যায়।
খ) মানুষ ভিক্ষা বৃত্তি গ্রহণ করতে বাধ্য হয়, অখাদ্য গ্রহণে বাধ্য হয়।
(xi) ক্রিপস মিশনের প্রস্তাবে গান্ধিজি কী প্রতিক্রিয়া ব্যক্ত করেন?
উ:- গান্ধীজী ক্রিপস মিশনের প্রস্তাবকে একটি ফেল পড়া ব্যাংকের চেকের সঙ্গে তুলনা করেছেন।
(xiv) রাসবিহারী বসু কে ছিলেন?
উ:- পূর্ব এশিয়ায় ভারতের স্বাধীনতা সংগ্রামের জনক ছিলেন রাসবিহারী বসু।
অথবা
কে, কবে আজাদ হিন্দ ফৌজ গঠন করেন?
উ:- 1942 খ্রিস্টাব্দে রাসবিহারী বসু।
(xv) মেইজি পুনরুত্থান কাকে বলে?
উ:- জাপানের টোকুগাওয়া শেগুনতন্ত্রের অবসানের পর সম্রাট মেইজির আমলে সামাজিক-রাজনৈতিক ও সংস্কৃতির ক্ষেত্রে আধুনিকতার সূচনা হয়। পাশাপাশি মেইজি সম্রাটের ক্ষমতার পুনঃপ্রতিষ্ঠা এক নতুন যুগের সূচনা ঘটায় যা জাপানের ইতিহাসে মেইজি পুনরুত্থান নামে পরিচিত।
(xvi) রশিদ আলি দিবস কী?
উ:- রশিদ আলি ছিলেন আজাদ হিন্দ বাহিনীর ক্যাপটেন। ব্রিটিশ সরকারের সামরিক আদালতে তাঁকে ৭ বছর কারাদণ্ড দেওয়া হলে তার মুক্তির দাবিতে 1946 খ্রিস্টাব্দের 11 থেকে 13 ফেব্রুয়ারি কলকাতায় ব্যাপক গণ আন্দোলন হয় এবং 12 ফেব্রুয়ারি (1946 খ্রি.) দিনটি ‘রশিদ আলি দিবস’ হিসেবে পালন করার কথা ঘােষণা করে।
File Details | |
File Name/Book Name | WBTA History Test Paper 2022 Ac-4 Part-2 |
File Format | |
File Language | Bengali |
File Size | 165 kb |
File Location | GOOGLE DRIVE |
Download Link | Click Here to Download PDF File |