পরিবেশ ১ নম্বরের প্রশ্নত্তোর SET-1
পরিবেশ ১ নম্বরের প্রশ্নত্তোর SET-1 |
-
পরিবেশ সম্পর্কে বিখ্যাত সূত্রটি হল- পপুলেশন পভারটি পলিউশন
-
ভারতে উদ্ভাবিত কৃষি ও উদ্যান উদ্ভিদের সংখ্যা- 167 টি
-
প্রতি শতাব্দীতে বিলুপ্ত প্রজাতির সংখ্যা গড়ে- 100-1000 টি
-
পরিবেশ গঠিত হয়- সজীব ও অজীব উভয় পদার্থ দ্বারা
-
CFC হল- ক্লোরােফ্লুরােকার্বন
-
পৃথিবীতে জীবের সৃষ্টিআনুমানিক- 350 কোটি বছর আগে
-
বিশ্ব আবহাওয়া দিবস প্রতি বছর উদযাপিত হয়- 23 মার্চ
-
গ্রিন হাউস গ্যাসগুলির মধ্যে প্রধান হল(A) নাইট্রোজেন ডাই-অক্সাইড- কার্বন ডাই অক্সাইড
-
ভারতে পরিবেশ রক্ষার আইন পাস হয় কোন সালে?- 1986 খ্রিঃ
-
ইকোসিস্টেম নামকরণ করেন- ট্যানসলে
-
তেহরি ড্যাম প্রােজেক্ট কোন নদীর উপর অবস্থিত?- যমুনা
-
শেষ বসুন্ধরা সম্মেলন অনুষ্ঠিত হয়- দক্ষিণ আফ্রিকায়
-
GIS-এর পুরাে নাম কী?- জিওগ্রাফিক্যাল ইনফরম্যাটিক্স অ্যান্ড সিস্টেম
-
“A set of interrelated concepts, definity and propositions that presents a systematic view of phenomenon by specifying retion among variables, with the purpose of explaning and predicting phenomena”— বক্তব্যটি নীচের কোনটি বােঝায়?- তত্ত্ব (Theory)
-
পরিবেশপাঠে নীচের কোনটি কার্যকরী ভূমিকা নিতে পারে ?- ভ্রমণ
-
আয়নায়িত বিকিরণের মাত্রার একককে বলে- RAD
-
জীবাশ্ম জ্বালানি থেকে কী উৎপন্ন হয়?- কার্বন-ডাই-অক্সাইড
-
নিম্নলিখিত কোটি জল পরিশােধনের সঙ্গে যুক্ত নয়?- CAD
-
POPS-এর পূর্ণ নাম কী?- পারসিসটেন্ট অরগানিক পুলিওট্যান্টনস
-
বৃক্ষরােপণ প্রকল্পে অংশগ্রহণ করে ছাত্রছাত্রীরা নীচের কোনটি জানতে পেরেছে?- বৃক্ষরােপণ প্রকল্পটি সম্পাদন করতে গিয়ে শিক্ষক বা শিক্ষিকাদের দূষণ নিয়ন্ত্রণ ও আবহাওয়া নিয়ন্ত্রণে গাছ বা বৃক্ষ বা উদ্ভিদের অবদান সম্বন্ধে জেনেছে।
-
ভারতে প্রাপ্ত মােট উদ্ভিদ প্রজাতির সংখ্যা হল- 48000
-
ভারতে প্রাপ্ত মােট প্রাণী প্রজাতি সংখ্যা হল- 80000
-
ভূমিকম্প কোথায় হয়?- ভূমিকম্প প্রবণ অঞ্চলে
-
বন্যা কী কারণে হয়?- প্রাকৃতিক ও মনুষ্য জনিত কারণে
-
পরিবেশবিদ্যা শিক্ষায় শিক্ষার্থীদের উদ্ভিদের অবদান সম্পর্কে উদাসীনতা কাটাতে কোন পদ্ধতি প্রয়ােগ করা যায়- বৃক্ষ বা উদ্ভিদ পর্যবেক্ষণ
-
খুব ভিজেমাটি শনাক্তকরণেনীচের কোন বৈশিষ্ট্য দেখা যায়?- মাটিকে জোরে চেপে রাখলে জল গড়িয়ে পড়ে
-
নীচের কোনটি বায়ােডিগ্রেবেল কঠিন বর্জ্যপদার্থ?- পিচবাের্ডের টুকরাে
-
প্রাথমিকস্তরে পরিবেশবিদ্যা পাঠনীচের কোনটির দ্বারা নিয়ন্ত্রিত হয় ?- সংযুক্ত প্রক্রিয়া বা পদ্ধতি (Integrated approach)
-
বন্যা রােধের উপায় কী?- বনসৃজন
-
কোনাে জায়গায় বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ স্বাভাবিকের কত শতাংশ হলে খরা বলা হয়?- ৭৫%
-
টাইফুন কাকে বলে?- পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ঘূর্ণিঝড়
-
শব্দদূষণের প্রভাবে রক্তের রােগ হয়- হাইপোকেলিমিয়া
-
পরিবেশের স্বাভাবিক তেজস্ক্রিয়তার বার্ষিক গড় মান- 105 mrem
-
বায়ুতে যে তেজস্ক্রিয় মৌল পাওয়া যায় তার নাম।- থোরন
-
সাইলেন্ট ভ্যালি কোথায় অবস্থিত?- কেরালায়
-
যে ঘূর্ণিঝড়ে বায়ুর গতিবেগ ঘন্টায় 200 কিমির বেশি হয় তাকে বলে- সূর সাইক্লোন
-
নীচ বলতে বােঝায়- জৈব ও অজৈব বস্তু
-
সমাজপরিবেশে সামাজিকসম্পর্কগুলাে পাঠেনীচের কোন শিক্ষা সহায়কউপকরণ কার্যকারী ভূমিকা গ্রহণ করতে পারে?- অডিওভিস্যুয়াল
-
হ্যাবিট্যান্ট সম্বন্ধে অধ্যয়নকে বলে- ইকোলজি
-
জিম করবেট জাতীয় উদ্যান কোথায় অবস্থিত?- উত্তরাখণ্ডে
File Details –
PDF Name / Book Name : পরিবেশ ১ নম্বরের প্রশ্নত্তোর SET-1
Language : Bengali
Size : 216 kb
Download Link : Click Hereto Download