প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা,
আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব নবমশ্রেনী প্রথম অধ্যায় ১ নম্বরের প্রশ্ন ও উত্তর| তোমরা এই ওয়েবসাইটের মাধ্যমে ফরাসি বিপ্লবের কয়েকটি দিক থেকে ১ নম্বরের প্রশ্নোত্তর| এছাড়া থেকে সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | অতিসংক্ষিপ্ত প্রশ্ন উত্তর | টিকা লেখ | রচনাধর্মী প্রশ্ন ও উত্তর | প্রশ্ন উত্তর পেয়ে যাবে | তো বন্ধুরা নবম শ্রেণীর প্রথম অধ্যায়ের ১ নম্বরের প্রশ্ন উত্তর | ফরাসি বিপ্লবের কয়েকটি দিক|ইতিহাস প্রথম অধ্যায় ইতিহাস ১ নম্বরের সাজেশন|Class 9 History 1 Mark Question and Answers|| এই প্রতিবেদনের মাধ্যমে তোমরা নবমশ্রেনী প্রথম অধ্যায় ১ নম্বরের প্রশ্ন ও উত্তর সম্পর্কে আলোচনা পেয়ে যাবে। বন্ধুরা আমাদের আশা এই প্রশ্নগুলি তোমাদের আসন্ন পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ হবে।
নবমশ্রেনী প্রথম অধ্যায় ১ নম্বরের প্রশ্ন ও উত্তর (ফরাসি বিপ্লবের কয়েকটি দিক)
Table of Contents
1.সন্ত্রাসের রাজত্বের অবসান হয় কবে ? –28 জুলাই, 1794
2.ষোড়শ লুইকে গিলোটিনে হত্যা করা হয়েছিল – 1793 খ্রীষ্টাব্দের 21 জানুয়ারি।
3.শেষ স্টেটস জেনারেলের অধিবেশন বসে কবে ?- 1614 খ্রিস্টাব্দে।
4.লেসেফেয়ার ও মার্কেন্টাইলবাদের প্রবক্তা কে ? –অ্যাডাম স্মিথ।
5.রুশো রচনা করেন – সোশ্যাল কনট্রাক্ট
6.ম্যারাট ছিলেন- জ্যাকোবিন দলের নেতা।
7.মেরি আঁতোয়ানেত কে ছিলেন ? ফরাসিরাজ ষোড়শ লুইয়ের স্ত্রী।
8.মার্কেন্টাইলবাদ তত্ত্বের জনক কে ?- অ্যাডাম স্মিথ।
9.ভারতের কোন্ শাসক ফ্রান্সের জ্যাকোবিন ক্লাবের সদস্য হন ?- টিপু সুলতান
10.ভারতের কোন্ আঞ্চলিক শাসককে ‘মহীশুর শার্দুল বলা হয় ?- টিপু সুলতানকে।
11.ব্রান্সউইক কে ছিলেন ?-অস্ট্রিয়ার সেনাপতি ।
12.বুর্জোয়া শব্দটি কোন শব্দ থেকে এসেছে ? বার্গারাস।
13.বাস্তিল দুর্গের পতন হয়েছিল –I789 খ্রিস্টাব্দের -14 জুলাই।
14.বানালিতে কী ?-পূর্বতন ফ্রান্সের গম পেষাই বাবদ সামন্ততান্ত্রিক কর।
15.ফ্রান্সের লুই রাজারা কোন্ রাজপ্রাসাদে বাস করতেন? –টুইলারিস।
16.ফ্রান্সের ভূমিকরকে বলা হত-টেইলি
17.ফ্রান্সের টুইলারিস প্রাসাদ আক্রমণের ঘটনাকে ‘দ্বিতীয় ফরাসি বিপ্লব’ বলে অভিহিত করেছেন-লেফেভর।
18.ফ্রান্সের কোন শহরকে ‘বিপ্লবের জননী’ বলা হত ? –প্যারিস।
19.ফ্রান্সের কোন রাজাকে ‘প্রজাপতি রাজা’ বলা হত ? –ফরাসি রাজ পঞ্চদশ লুই।
20.ফ্রান্সের কোন রাজা নিজেকে ‘সূর্যরাজা’ বলতেন ?-চতুর্দশ লুই।
নবমশ্রেনী প্রথম অধ্যায় ১ নম্বরের প্রশ্ন ও উত্তর সাজেশন
21.ফ্রান্সে সন্ত্রাসের রাজত্বের হোতা কে ? –রোবসপিয়র।
22.ফ্রান্সে ফিজিয়োক্র্যাট গোষ্ঠীর জনক কে ? –ফ্রাংকোয়েস কুয়েসনে।
23.ফ্রান্সে প্রোলেতারিয়েত বলা হত-শ্রমিককে
24.ফ্রান্সে ধর্মর্করকে বলা হত- টাইথ
25.ফ্রান্সে কবে ‘সন্ত্রাসের রাজত্ব শুরু হয় ? – 2 জুন, 1793।
26.ফরাসিরা কোন দিনটি জাতীয় দিবস’ হিসেবে পালন করে ?- 14 জুলাই।
27.ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সে কোন্ রাজবংশ রাজত্ব করত ? –বুরবো বংশ।
28.ফরাসি বিপ্লবের মূলমন্ত্র কী?-সাম্য-মৈত্রী-স্বাধীনতা।
29.ফরাসি বিপ্লবের মন্ত্রগুরু বলা হয় কাকে ?-রুশোকে
30.ফরাসি বিপ্লব সংঘটিত হয়েছিল ? 1789 খ্রিস্টাব্দে
31.ফরাসি কৃষকদের মধ্যে সব থেকে নীচে ছিল—ভূমিদাস।
32.ফরাসি কৃষকদের দেয় শ্রমকরের নাম ছিল-করভি।
33.প্রথম লিখিত ফরাসি সংবিধান রচিত হয়—1791 খ্রিস্টাব্দে
34.পূর্বতন ফ্রান্সের রাজধানী কোথায় ছিল?-ভার্সাই (1682-1789 খ্রিস্টাব্দ পর্যন্ত)।
35.পূর্বতন ফ্রান্সে প্রচলিত লবন করকে কী বলা হত?-গ্যাবেলা।
36.পুরাতন ব্যবস্থায় ফ্রান্সের স্টেটস জেনারেলের অধিবেশন কতদিন বন্ধ ছিল ?-175 বছর।
37.পুরাতন ব্যবস্থায় ফরাসি সমাজ ক-টি শ্রেণিতে বিভক্ত ছিল ? –তিনটি
নবম শ্রেণী প্রথম অধ্যায় এক নম্বরের প্রশ্ন উত্তর
38.তুর্গো ও ব্রিয়া কে ছিলেন ?-ষোড়শ লুইয়ের অর্থমন্ত্রী।
39.টেনিস কোটের শপথ নেওয়া হয়েছিল-1789-এর 20 জুন।
40.গিললাটিন যন্ত্রটি কে আবিষ্কার করেন ? -লুই আঁতোয়ান।
41.কোন্ দল ফ্রান্সে সন্ত্রাসের রাজত্ব প্রবর্তন করে ? -জ্যাকোবিন দল।
42.কোন সংবিধান অনুসারে ডাইরেক্টরি শাসন শুরু হয় ? –তৃতীয় বর্ষের সংবিধান।
43.কোন দিনটি ফ্রান্সের টালির দিন’ নামে খ্যাত ?- 7 জুন, 1788।
44.কোন ঘটনাকে ফ্রান্সের মুক্তির স্বৈরতন্ত্র বলা হয় ? –সন্ত্রাসের রাজত্বকে।
45.কোন আইন দ্বারা ফ্রান্সে চার্চের সমস্ত ক্ষমতা রাষ্ট্র দখল করে ?- সিভিল কনস্টিটিউশন অভ দ্য ক্লার্জি আইন।
১ নম্বরের প্রশ্ন ও উত্তর সাজেশন ফরাসি বিপ্লবের কয়েকটি দিক
46.কে ভারতে প্রথম স্বাধীনতা বৃক্ষ রোপণ করেন ?-টিপু সুলতান।
47.কে প্রথম স্টেটস জেনারেলের অধিবেশন ডাকেন ? –ফরাসি রাজ ফিলিপ দ্য ফেয়ার।
48.কার নামানুসারে গিলোটিন যন্ত্রটির নামকরণ হয় ?- ড. গিলোটিন।
49.কাকে ভারতের স্বাধীনতা রক্ষক’ বলা হয় ? –টিপু সুলতানকে।
50.কাউন্সিল অভ নোটেবেল-এ কারা প্রতিনিধিত্ব করত ?- ফরাসি অভিজাতরা।
51.কনট্রাক্ট অফ পোইসি’ কবে গৃহীত হয় ? –1561 খ্রিস্টাব্দে।
52.কত খ্রিস্টাব্দে ফ্রান্সে সামন্ততন্ত্রের অবসান ঘটে ? –1789 (4 আগস্ট)।
53.এস্টেট জেনারেলের শেষ অধিবেশন বসেছিল—1614 খ্রিস্টাব্দে
54.অবাধবাণিজ্য (লেসেফেয়ার) নীতি কী ? –সরকারি নিয়ন্ত্রণমুক্ত বাণিজ্য নীতি।
55.The Wealth of Nations গ্রন্থটি লিখেছেন?- অ্যাডাম স্মিথ
56.Spirit of Laws গ্রন্থটি রচনা করেছিলেন –মন্তেস্কু
57.1793 খ্রিস্টাব্দের 21 জানুয়ারি গিলোটিনে হত্যা করা হয়-ষোড়শ লুইকে।
58.1790 খ্রিস্টাব্দে ফ্রান্সে প্রচলিত কাগজের মুদ্রার নাম ছিল- অ্যাসাইনেট
59.1789-এর ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের সম্রাট- ষোড়শ লুই
60.1789 খ্রিস্টাব্দের 20 জুন ফ্রান্সে টেনিস কোর্টের শপথের ঘটনা কী নামে পরিচিত ?- বুর্জোয়া বিপ্লব
61.1789 খ্রিস্টাব্দে ফরাসি সমাজে আয়করকে বলা হয়?- ক্যাপিটেশন
62.1774 খ্রিস্টাব্দে ফ্রান্সের সিংহাসনে বসেন- ষোড়শ লুই
63. “রাষ্ট্রকে বাঁচাতে গেলে রাজাকে মরতে হবে” উক্তিটি কার ?-রোবসপিয়রের।
64.“ফ্রান্স একটি ‘ভ্রান্ত অর্থনীতির জাদুঘর’-এ পরিণত হয়েছে”—উক্তিটি কার ?- ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ-এর।
65. “আমিই রাষ্ট্র”—এ কথা বলতেন- চতুর্দশ লুই
66. ‘সাম্য, মৈত্রী, স্বাধীনতার আদর্শ গড়ে ওঠে।- ফরাসি বিপ্লবে
67. ‘সন্ত্রাসের রাজত্ব’কে কে একটি ‘দানবীয় ঝাঁটা’ বলে অভিহিত করেছেন ?-কার্ল মার্কস।
68.‘রাজতন্ত্রের শবযাত্রা’ কবে হয় ?-5 অক্টোবর, 1789 খ্রিস্টাব্দে।
69.‘প্রথম ফরাসি প্রজাতন্ত্র কবে প্রতিষ্ঠিত হয় ?- 22 সেপ্টেম্বর, 1792।
70.‘পুরাতন ব্যবস্থায় ফ্রান্সে যে গ্রেফতারি পরোয়ানা চালু ছিল, তার নাম কী ?- লেতর দ্য ক্যাশে।
71.‘পার্সিয়ান লেটার’ গ্রন্থটি রচনা করেন-মন্তেস্কু
72.‘পঞরাজা’ কাদের বলা হত ?-5 জন ফরাসি ডাইরেক্টরকে।
73.‘টেনিস কোর্টের শপথ’-এ নেতৃত্ব দেন- মিরাবো
74.‘জুর্নে’ কী ?- ফ্রান্সের বিপ্লবী দিন।।
75 ‘ইনটেনডেন্ট’ কারা ? –পূর্বতন ফ্রান্সের একধরনের রাজকর্মচারী।
76.‘আঁসিয়া রেজিম’ কথার অর্থ কী ? –পুরাতন ব্যবস্থা।
77.‘’ফ্রান্স ছিল ভ্রান্ত অর্থনীতির জাদুঘর”— অ্যাডাম স্মিথ
- নবম শ্রেণী ইতিহাস প্রথম অধ্যায় ১ নম্বরের প্রশ্ন ও উত্তর
- নবম শ্রেণী ইতিহাস ষষ্ঠ অধ্যায় ১ নম্বরের প্রশ্ন ও উত্তর
File Details | |
File Name/Book Name | নবমশ্রেনী প্রথম অধ্যায় ১ নম্বরের প্রশ্ন ও উত্তর |
File Format | |
File Language | Bengali |
File Size | 105 KB |
File Location | GOOGLE DRIVE |
Download Link | Click Here to Download PDF File |