প্রিয় বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে আলোচনা করবো বৈজ্ঞানিক আরোহ অনুমান কাকে বলে? আরোহ অনুমানের বৈশিষ্ট্য গুলি কি কি? বৈজ্ঞানিক আরোহ অনুমান এর উদাহরণ দাও সম্পর্কিত বিভিন্ন তথ্য তোমরা এই পোষ্টের মাধ্যমে বিভিন্ন রকম আলোচনা পাবে। যেগুলি তোমাদের আসন্ন পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ হবে।
বৈজ্ঞানিক আরোহ অনুমান কা্কে বলে?|বৈজ্ঞানিক আরোহ অনুমানের বৈশিষ্ট্য গুলি কি কি? বৈজ্ঞানিক আরোহ অনুমান এর উদাহরণ দাও
Table of Contents
বৈজ্ঞানিক আরোহ অনুমানঃ প্রকৃতির একরূপতা এবং কার্যকারণ নিয়মের ভিত্তিতে কয়েকটি বিশেষ বস্তু বা ঘটনাকে পর্যবেক্ষণ ও পরীক্ষণ করে সামান্য সংশ্লেষ বচন প্রতিষ্ঠিত করার প্রক্রিয়াকে বৈজ্ঞানিক আরোহ অনুমান বলে।
বৈজ্ঞানিক আরোহ অনুমান এর উদাহরণ
উদাহরণঃ
রাম হয় মানুষ এবং মরণশীল ।
শ্যাম হয় মানুষ এবং মরণশীল।
যদু হয় মানুষ এবং মরণশীল।
সুতরাং সকল মানুষ হয় মরণশীল।
এখানে মনুষ্যত্ব ও মরণশীলতার মধ্যে কার্যকারণ নিয়ম এবং প্রকৃতির একরূপতা নিয়মের ভিত্তিতে একটি সামান্য সংশ্লেষক বচন প্রতিষ্ঠা করা হয়েছে।
বৈজ্ঞানিক আরোহ অনুমানের বৈশিষ্ট্য গুলি কি কি|বৈজ্ঞানিক আরোহ অনুমানের সর্ব প্রধান বৈশিষ্ট্য কী
বৈশিষ্ট্যঃ-
i)বৈজ্ঞানিক আরোহ অনুমান একটি বচন প্রতিষ্ঠা করে।
ii)বৈজ্ঞানিক আরোহ অনুমান যে বচনটি প্রতিষ্ঠা করে তার সামান্য সংশ্লেষক।
iii)বৈজ্ঞানিক আরোহ অনুমান বিশেষ বস্তু বা ঘটনার পর্যবেক্ষণ ও পরীক্ষণ এর উপর নির্ভরশীল।
iv)বৈজ্ঞানিক আরোহ অনুমানের প্রধান বৈশিষ্ট্য হল “আরোহ অনুমান সংক্রান্ত লাফ”
v)বৈজ্ঞানিক আরোহ অনুমান দুটি মূল নিয়ম এর উপর নির্ভর করে একটি হল প্রকৃতির একরূপতা এবং অপরটি হল কার্যকারণ নিয়ম।
FAQ’s (প্রকৃত আরোহ অনুমান সম্পর্কীত গুরুত্বপূর্ণ প্রশ্ন)
১) প্রকৃত আরোহ কত প্রকার ও কি কি
উত্তর : প্রকৃত আরােহ অনুমান তিনপ্রকার- i)বৈজ্ঞানিক আরােহ অনুমান ii) অবৈজ্ঞানিক আরােহ অনুমান এবং iii) সাদৃশ্যমূলক আরােহ অনুমান বা উপমাযুক্তি আরােহ অনুমান
তোমাদের অসংখ্য ধন্যবাদ আমাদের এই “বৈজ্ঞানিক আরোহ অনুমান কাকে বলে? বৈজ্ঞানিক আরোহ অনুমানের বৈশিষ্ট্য গুলি আলোচনা কর” পােস্টটি পড়ার জন্য। এই ভাবেই Dreamnotes.in ওয়েবসাইটের পাশে থেকে থাকার তোমাদের কোন ধরনের প্ৰশ্ন উত্তর জানতে আমাদের এই ওয়েবসাইট টি Follow কর এবং নিজেকে তথ্য সমৃদ্ধ কর। ধন্যবদান্তে Team Dreamnotes.in
File Details | |
File Name/Book Name | বৈজ্ঞানিক আরোহ অনুমান কাকে বলে? বৈজ্ঞানিক আরোহ অনুমানের বৈশিষ্ট্য |
File Format | |
File Language | Bengali |
File Size | MB |
File Location | GOOGLE DRIVE |
Download Link | Click Here to Download PDF File |