প্রিয় বন্ধুরা আজকে এক পোস্টের মাধ্যমে আলোচনা করব,উচ্চ মাধ্যমিক দর্শন প্রশ্ন উত্তর কারণ (দ্বিতীয় অধ্যায়)।দ্বাদশ শ্রেণীর দর্শন প্রশ্ন উত্তর pdf।উচ্চমাধ্যমিক দ্বিতীয় অধ্যায় সাজেশন দর্শন।উচ্চ মাধ্যমিক দর্শন সাজেশন। দ্বিতীয় অধ্যায় উচ্চমাধ্যমিক সংক্ষিপ্ত । উচ্চউচ্চমাধ্যমিক দর্শন শূন্যস্থান পূরণকরো
উচ্চ মাধ্যমিক দর্শন প্রশ্ন উত্তর কারণ (দ্বিতীয় অধ্যায়)।দ্বাদশ শ্রেণীর দর্শন প্রশ্ন উত্তর pdf
Table of Contents
সংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর দাও
শর্ত কয় প্রকার ও কি কি ?
উঃ- শর্ত তিন প্রকার যথা- আবশ্যিক শর্ত, পর্যাপ্ত শর্ত ও আবশ্যিক পর্যাপ্ত শর্ত
আবশ্যিক- পর্যাপ্ত শর্তের একটি উদাহরণ দাও
উঃ- ভিজে কাঠে আগুন জালানো হল ধুম সৃষ্টির আবশ্যিক শর্ত
বহু কারণ বাদের দুজনের দুজন সমর্থক এর নাম লেখ
উঃ- দার্শনিক মিল ওমেন হলেন বহু কারণ বাদের দুজন সমর্থক
একজন এক কারণবাদী দার্শনিকের নাম লেখ
উঃ- দার্শনিক আই এম কোপি হলেন এক কারণ বাদের সমর্থক
‘ক’ হল ‘খ’-এর আবশ্যিক শর্ত একথার অর্থ কী?
‘ক’ হল ‘খ’ এর আবশ্যিক শর্ত- একথার অর্থ হল-
যদি ‘ক’ না ঘটে তবে ‘খ’ নাও ঘটতে পারে
আগুন হল ধোয়ার কারন-একথার অর্থ কি?
উঃ- আগুন হল ধোঁয়ার কারন-একথার অর্থ হল-একথার অর্থ হল আবশ্যিক শর্ত।
কারণ আগুন না থাকলে ধোয়া থাকে না
কিন্তু আগুন থাকলেও ধোয়া নাও থাকতে পারে
যে তর্ক বিজ্ঞানী কারণ কে পর্যাপ্ত শর্ত হিসেবে গ্রহণ করেন তার নাম লেখ
উঃ- মিল কারণ কে পর্যাপ্ত শর্ত হিসেবে গ্রহণ করেন।
পর্যাপ্ত শর্ত কাকে বলে ?
উঃ- একটি ঘটনার পর্যাপ্ত শর্ত হলো সেই শর্ত যার উপস্থিতিতে উক্ত ঘটনাটি ঘটবেই।
যেমন- বিষপান হলো মৃত্যুর পর্যাপ্ত শর্ত
কোন মত অনুসারে একটি কার্য বিভিন্ন সময়ে বিভিন্ন কারণের দ্বারা উৎপন্ন হয়?
উঃ- বহু কারণ বাদ অনুসারে একটি কার্য বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে দ্বারা উৎপন্ন হয়।
নিম্নলিখিত ক্ষেত্রগুলিতে কারণ কথাটির কি কি অর্থ
ক) অক্সিজেনের উপস্থিতি দহনের কারন
উঃ- এখানে কারণ কথাটির অর্থ আবশ্যিক শর্ত
খ) বৃষ্টি হল মাটি ভেজার কারণ
উঃ- এখানে কারণ কথাটির অর্থ হলো পর্যাপ্ত শর্ত
গ) আগুনে হাত দেওয়া হল হাত পুড়ে যাওয়ার কারণ
উঃ- এখানে কারণ কথাটির অর্থ হল আবশ্যিক পর্যাপ্ত শর্ত
শূন্যস্থান পূরণ করো
ক)পরিমাণের দিক থেকে কারণ হলো কার্যের সমান।
খ)কারণবাদ অনুযায়ী একটি কার্যের একটিই কারণ থাকবে।
গ)বহুকারণবাদ অনুযায়ী একটি কাজের একাধিক কারণ থাকতে পারে।
ঘ)ভিজে কাঠে আগুন জালানো হল ধুম সৃষ্টির আবশ্যিক পর্যাপ্ত শর্ত।
ঙ)যুক্তি বিজ্ঞানীরা প্রধানত তিন প্রকার শর্তের কথা বলেন।
চ)কারণ হলো সদর্থক ও নঞর্থক শর্তের সমষ্টি।
ছ)’ক’ ‘খ’ এর আবশ্যিক শর্ত অর্থাৎ যদি ‘ক’ না ঘটে তবে ‘খ’ ঘটেনা।
জ)এই ঘটনার একাধিক আবশ্যিক শর্ত থাকতে পারে।
ঝ)ঘটনার একাধিক পর্যাপ্ত শর্ত থাকতে পারে ।
১)উপমাযুক্তি বা সাদৃশ্যমূলক আরোহ অনুমান কাকে বলে?
২) উপমাযুক্তি বা সাদৃশ্যমূলক আরোহ অনুমান কাকে বলে?
৩) বৈজ্ঞানিক আরোহ অনুমান কাকে বলে? বৈজ্ঞানিক আরোহ অনুমানের বৈশিষ্ট্য গুলি কি কি? বৈজ্ঞানিক আরোহ অনুমান এর উদাহরণ দাওবৈজ্ঞানিক ও অবৈজ্ঞানিক আরোহ অনুমানের মধ্যে পার্থক্য লিখ
৪)দ্বাদশ শ্রেণী আরোহ দর্শনের প্রথম অধ্যায় প্রশ্ন ও উত্তর।আরোহ অনুমানের স্বরূপ প্রশ্ন ও উত্তর
৫) দৃষ্টান্তসহ আবশ্যিক শর্ত, পর্যাপ্ত শর্ত এবং আবশ্যিক পর্যাপ্ত শর্ত ব্যাখ্যা করো