প্রিয় বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব, বচনের গুণ বলতে কী বোঝো ?|উচ্চমাধ্যমিক দর্শন|উদাহরণসহ গুণ ও পরিমাণ অনুসারে নিরপেক্ষ বচনের শ্রেণী বিভাগ করো নিরপেক্ষ বচনের চতুর্বর্গ পরিকল্পনা ব্যাখ্যা করো।নিরপেক্ষ বচনের গুণ ও পরিমাণ বলতে কী বোঝো|উচ্চমাধ্যমিক দর্শন গুণ ও পরিমাণ অনুসারে বচনের শ্রেণীবিভাগ করো নিরপেক্ষ বচন কয় প্রকার ও কি কি দৃষ্টান্তসহ নিরপেক্ষ বচনের শ্রেণীবিভাগ করো।
বচনের গুণ বলতে কী বোঝো ?|উচ্চমাধ্যমিক দর্শন|উদাহরণসহ গুণ ও পরিমাণ অনুসারে নিরপেক্ষ বচনের শ্রেণী বিভাগ করো
Table of Contents
বচনের গুণ বলতে কী বোঝো ?
নিরপেক্ষ বচনের গুণঃ নিরপেক্ষ বচনের গুণ বলতে বোঝায় বচনটি সদর্থক না নঞর্থক তা নির্ভর করে সেই বচনের সংযোজকের প্রকৃতির উপর ।
গুণ অনুসারে নিরপেক্ষ বচনের শ্রেণীবিভাগঃ
গুণ অনুসারে নিরপেক্ষ বচন দুই প্রকার যথা –
সদর্থক বচনঃ- যেমন- সকল মানুষ হয় মরণশীল ।
নঞর্থক বচনঃ- যেমন- কোনো মানুষ নয় পূর্ণ।
নিরপেক্ষ বচনের পরিমাণ বলতে কী বোঝো?
নিরপেক্ষ বচন এর পরিমাণঃ- নিরপেক্ষ বচন এর পরিমাণ অর্থাৎ বচনটি সামান্য না বিশেষ তা নির্ভর করে বচনটির উদ্দেশ্যের পরিমাণের উপর।
পরিমাণ অনুসারে বচন দুই প্রকার যথাঃ
i) সামান্য বা সার্বিকঃ- বচন যেমন-সকল মানুষ হয় মরণশীল ।
ii) বিশেষ বচনঃ- কোন কোন মানুষ হয় হবি।
গুণ ও পরিমাণ অনুসারে নিরপেক্ষ বচনের শ্রেণীবিভাগ
গুণ ও পরিমাণ এর সংযুক্ত ভিত্তিতে নিরপেক্ষ বচন চার প্রকার যথাঃ-
i)সামান্য সদর্থক বচন:- যেমনঃ- সকল মানুষ হয় মরণশীল।
ii)সামান্য নঞর্থক বচন:- যেমনঃ- যেমন কোনো মানুষ নয় পূর্ণ।
iii)বিশেষ সদর্থক বচন:- যেমনঃ- কোনো কোনো মানুষ হয় কবি।
iv) বিশেষ নঞর্থক বচনঃ- যেমনঃ- কোনো কোনো মানুষ নয় জ্ঞানী
- উপমাযুক্তি বা সাদৃশ্যমূলক আরোহ অনুমান কাকে বলে?
- উপমাযুক্তি বা সাদৃশ্যমূলক আরোহ অনুমান কাকে বলে?বৈজ্ঞানিক আরোহ অনুমান কাকে বলে? বৈজ্ঞানিক আরোহ অনুমানের বৈশিষ্ট্য গুলি কি কি? বৈজ্ঞানিক আরোহ অনুমান এর উদাহরণ দাও
- বৈজ্ঞানিক ও অবৈজ্ঞানিক আরোহ অনুমানের মধ্যে পার্থক্য লিখ