প্রিয় বন্ধুরা আজকে আমি আলোচনা করব,উচ্চমাধ্যমিক দর্শন তৃতীয় অধ্যায় ১ নম্বরের প্রশ্ন উত্তর|উচ্চমাধ্যমিক দর্শন তৃতীয় অধ্যায় মিলের পরীক্ষামূলক পদ্ধতি|সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর pdf Download|দু-এক কথায় উত্তর দাও|শূন্যস্থান পূরণ করো|সত্য অথবা মিথ্যা নির্ণয় করো|Higher Secondary Philosophy 3rd chapter 1 mark questions answers|দ্বাদশ শ্রেণি তৃতীয় অধ্যায় থেকে ১ ও ২ নাম্বারের সমস্ত প্রশ্নের উত্তর তোমরা নিচে PDF আকারে পেয়ে যাবে
দ্বাদশ শ্রেণি তৃতীয় অধ্যায় থেকে ১ ও ২ নম্বরের প্রশ্ন উত্তর
Table of Contents
সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর
দু- এক কথায় উত্তর দাও:-
1. মিল রচিত পরীক্ষামূলক পদ্ধতি গুলির নাম লেখ।
উঃ- মিল রচিত পদ্ধতি গুলি হল-
i. অন্বয়ী পদ্ধতি
ii. ব্যতিরেকী পদ্ধতি
iii. অন্বয়ী ব্যতিরেকী পদ্ধতি
iv. সহ পরিবর্তন পদ্ধতি
v. পরিশেষ পদ্ধতি
2. ব্যতিরেকী পদ্ধতির একটি প্রতীকী (সাংকেতিক) দৃষ্টান্ত দাও।
উঃ-
পূর্বগামী ঘটনা | অনুগামী ঘটনা |
ABC | abc |
BC | bc |
– | – |
BC | bc |
ABC | abc |
3. যে অপনয় অপসারণ সূত্রটি ব্যতিরেকী পদ্ধতির ভিত্তি সেটি উল্লেখ করো।
উঃ- ব্যতিরেকী পদ্ধতি যে অপসারণের সূত্রের ওপর প্রতিষ্ঠিত হল যে পূর্ববর্তী ঘটনা কে বাদ দিলে কার্য বাদ পড়ে যায় সেই পূর্ববর্তী ঘটনা সেই কার্যের কারণে ধ্বংস হবে।
4. কোন কোন পদ্ধতিকে মুখ্য পদ্ধতি বলা হয়?
উঃ- অন্বয়ী ব্যতিরেকী পদ্ধতি পদ্ধতি বলা হয়।
5. স্থায়ীকরণ এর দুটি উদাহরণ দাও
উঃ- মাধ্যাকর্ষণ শক্তি চুম্বকের আকর্ষণ শক্তি বায়ুমন্ডলের চাপ প্রভৃতি হল স্থায়ী কারণ।
6. মিল- এর কোন পদ্ধতিকে প্রমাণ পদ্ধতির শ্রেষ্ঠ পদ্ধতি বলা হয়?
উঃ- মিলের ব্যতিরেকী পদ্ধতি কে প্রমাণ পদ্ধতির শ্রেষ্ঠ পদ্ধতি বলেছেন।
7. মিলের কোন পদ্ধতি কে আবিষ্কার এর পদ্ধতি বলা হয়?
উঃ- মিলের অন্বয়ী পদ্ধতি কে আবিষ্কার এর পদ্ধতি বলা হয়।
8. কোন পদ্ধতি অপসারণে প্রথম সূত্রের উপর প্রতিষ্ঠিত?
উঃ- অন্বয়ী পদ্ধতি অপসারণের প্রথম সূত্রের উপর প্রতিষ্ঠিত।
9. কোন পদ্ধতিকে দ্বৈত অন্বয়ী পদ্ধতি বলা হয়?
উঃ- অন্বয়ী ব্যতিরেকী পদ্ধতি কে দ্বৈত অন্বয়ী পদ্ধতি বলা হয়।
10. কোন পদ্ধতিকে এই পদ্ধতির উন্নত রূপ বলা হয়?
উঃ- অন্বয়ী ব্যতিরেকী পদ্ধতি কে অন্বয়ী পদ্ধতির উন্নত রোগ বলা হয়।
11.অপসারণ সূত্রের ভিত্তি কি?
উঃ- অপসারণ সূত্রের ভিত্তি হলো কার্যকারণ নিয়ম।
উচ্চমাধ্যমিক দর্শন তৃতীয় অধ্যায় ১ নম্বরের প্রশ্ন উত্তর
শূন্যস্থান পূরণ করোঃ-
1. সহ পরিবর্তন পদ্ধতি কারণের পরিমাণগত লক্ষণের উপর প্রতিষ্ঠিত ।
2. ব্যতিরেকী পদ্ধতি প্রয়োগের ফলে কাকতালীয় দোষ হয় ।
3. যে যুক্তি বিজ্ঞানী পরীক্ষামূলক আরোহী পদ্ধতি প্রবর্তন করেন তিনি হলেন মিল।
4. মিলের ব্যতিরেকী পদ্ধতির প্রয়োগ করার জন্য দুইটি দৃষ্টান্ত প্রয়োজন।
5. থাইরয়েড গ্রন্থি বাদ দিলে বুদ্ধি কমে যায় সুতরাং থাইরয়েড গ্রন্থি বৃদ্ধির কারণ এই যুক্তিতে ব্যতিরেকী পদ্ধতি ব্যবহার করা হয়।
সত্য অথবা মিথ্যা নির্ণয় করোঃ-
1. মিলের ব্যতিরেকী পদ্ধতি প্রধানত আবিষ্কারের পদ্ধতি, প্রমাণের পদ্ধতি নয়।
উঃ- মিথ্যা
2. মিলের অন্বয়ী- ব্যতিরেকী পদ্ধতিটি দুটি অপসারণের সূত্রের উপর প্রতিষ্ঠিত।
উঃ- সত্য
4. অন্বয়ী পদ্ধতির ভ্রান্ত প্রয়োগের ফলে অবৈধ সামান্যীকরণ দোষ ঘটে।
উঃ- সত্য
১)উপমাযুক্তি বা সাদৃশ্যমূলক আরোহ অনুমান কাকে বলে?
২) কারনের পরিমানগত লক্ষন সম্পর্কে আলোচনা কর
৩) বৈজ্ঞানিক আরোহ অনুমান কাকে বলে? বৈজ্ঞানিক আরোহ অনুমানের বৈশিষ্ট্য গুলি কি কি? বৈজ্ঞানিক আরোহ অনুমান এর উদাহরণ দাওবৈজ্ঞানিক ও অবৈজ্ঞানিক আরোহ অনুমানের মধ্যে পার্থক্য লিখ
৪)দ্বাদশ শ্রেণী আরোহ দর্শনের প্রথম অধ্যায় প্রশ্ন ও উত্তর।আরোহ অনুমানের স্বরূপ প্রশ্ন ও উত্তর
৫) দৃষ্টান্তসহ আবশ্যিক শর্ত, পর্যাপ্ত শর্ত এবং আবশ্যিক পর্যাপ্ত শর্ত ব্যাখ্যা করো
৬)কারণ কাকে বলে? কারণের গুণগত ও পরিমাণগত লক্ষণ আলোচনা করো