প্রিয় বন্ধুরা আজকে আমি সহকার্যকে কারণ বলে গন্য করার দোষ সম্পর্কে আলোচনা করব, উচ্চমাধ্যমিক দর্শন চতুর্থ অধ্যায় (আরোহমূলক দোষ)|সহকার্যের একটিকে অন্যটির কারণ বলে গণ্য করার দোষ|Higher Secondary Philosophy 4th chapter|
সহকার্যকে কারণ বলে গন্য করার দোষঃ-
একটি কারণের একাধিক সহ কার্য থাকতে পারে একটি কারণের একাধিক কার্যকে বলা হয় সহ কার্য এই রূপ সহ সহকার্য দুটির একটিকে অপরটির কারণ হিসেবে গণ্য করা হলে যে দোষ ঘটে তাকে সহ কার্যকে কারণ বলে গণ্য করা দোষ বলে।
উদাহরণঃ- দিনের পর রাত্রি আসে সুতরাং দিন হল রাত্রির কারণ।
ব্যাখ্যাঃ- এই আরোহ যুক্তি তে ‘দিন’ ও ‘রাত্রি’ কেহ কারো কারণ বা কার্য নয়। এরা একই কারণের সহকার্য।সেই কারণটি হলো পৃথিবীর আহ্নিক গতি আসলে পৃথিবীর আহ্নিক গতির ফলে দিন ও রাত্রি পরপর সংঘটিত হয় এখানে এদেরই একটিকে অন্যটির কারণ বলে গণ্য করা যুক্তিটি সহকারীদের একটিকে উন্নতির কারণ বলে গণ্য করার দোষে দুষ্ট।
১)উপমাযুক্তি বা সাদৃশ্যমূলক আরোহ অনুমান কাকে বলে?
২) কারনের পরিমানগত লক্ষন সম্পর্কে আলোচনা কর
৩) বৈজ্ঞানিক আরোহ অনুমান কাকে বলে? বৈজ্ঞানিক আরোহ অনুমানের বৈশিষ্ট্য গুলি কি কি? বৈজ্ঞানিক আরোহ অনুমান এর উদাহরণ দাওবৈজ্ঞানিক ও অবৈজ্ঞানিক আরোহ অনুমানের মধ্যে পার্থক্য লিখ
৪)দ্বাদশ শ্রেণী আরোহ দর্শনের প্রথম অধ্যায় প্রশ্ন ও উত্তর।আরোহ অনুমানের স্বরূপ প্রশ্ন ও উত্তর
৫) দৃষ্টান্তসহ আবশ্যিক শর্ত, পর্যাপ্ত শর্ত এবং আবশ্যিক পর্যাপ্ত শর্ত ব্যাখ্যা করো
৬)কারণ কাকে বলে? কারণের গুণগত ও পরিমাণগত লক্ষণ আলোচনা করো